ক্রীড়া ডেস্ক
স্বীকৃত টি-টোয়েন্টিতে ঝোড়ো ব্যাটিংয়ে আগেই নামডাক কুড়িয়েছেন মিচেল ওয়েন। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) মতো টি-টোয়েন্টি লিগে তিনি দেখিয়েছেন, দলের প্রয়োজনে কী করতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার দেখিয়েছেন তাঁর ঝলক।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি দিয়ে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হয়েছে ওয়েনের। বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত এই ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সে তিনি পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। ২৭ বলে ৬ ছক্কায় করেছেন ৫০ রান। বোলিংয়ে ১ ওভারে ১৪ রান খরচ করে পেয়েছেন ১ উইকেট। অস্ট্রেলিয়া ৩ উইকেটের ম্যাচ জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়েন বলেন, ‘এখানে জিততে পেরে সত্যিই আমি খুশি। গত সাত-আট মাস ধরে চেষ্টা করেছি। আজ ভিন্ন কিছু আসলে ছিল না।’
টস জিতে আজ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ। প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৯ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংস সর্বোচ্চ ৬০ রান করেন রস্টন চেজ। ৩২ বলের ইনিংসে ৯ চার ও ২ ছক্কা মারেন। অধিনায়ক শাই হোপের ব্যাটেও এসেছে ফিফটি (৫৫)। তিনি একই সঙ্গে দলটির উইকেটরক্ষকও। অস্ট্রেলিয়ার বেন ডাওয়ারশুইস ৪ ওভারে ৩৬ রানে নিয়েছেন ৪ উইকেট।
১৯০ রানের লক্ষ্যে নেমে এক পর্যায়ে অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ৮.২ ওভারে ৪ উইকেটে ৭৮ রান। ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে ওয়েন ঝড় তুলতে থাকেন। পঞ্চম উইকেটে ক্যামেরন গ্রিনের সঙ্গে ৪০ বলে ৮০ রানের জুটি গড়তে অবদান রাখেন ওয়েন। তাতেই ম্যাচ জয়ের পথে অনেকটা এগিয়ে যায় অজিরা। ফিফটি করেছেন গ্রিনও (৫১)। শেষ পর্যন্ত অজিরা ৭ বল হাতে রেখে ৩ উইকেটের জয় তুলে নিয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজটি মূলত পাঁচ ম্যাচের। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিও জ্যামাইকাতে হবে। বাংলাদেশ সময় পরশু সকাল ৬টায় শুরু হবে এই ম্যাচ। সিরিজের শেষ তিন টি-টোয়েন্টির ভেন্যু সেন্ট কিটস এন্ড নেভিসের ওয়ার্নার পার্ক। ২৬, ২৭ ও ২৯ জুলাই হবে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ঝোড়ো ব্যাটিংয়ে আগেই নামডাক কুড়িয়েছেন মিচেল ওয়েন। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) মতো টি-টোয়েন্টি লিগে তিনি দেখিয়েছেন, দলের প্রয়োজনে কী করতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ম্যাচে অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার দেখিয়েছেন তাঁর ঝলক।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি দিয়ে অস্ট্রেলিয়ার জার্সিতে অভিষেক হয়েছে ওয়েনের। বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত এই ম্যাচে অলরাউন্ড পারফরম্যান্সে তিনি পেয়েছেন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার। ২৭ বলে ৬ ছক্কায় করেছেন ৫০ রান। বোলিংয়ে ১ ওভারে ১৪ রান খরচ করে পেয়েছেন ১ উইকেট। অস্ট্রেলিয়া ৩ উইকেটের ম্যাচ জয়ের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ওয়েন বলেন, ‘এখানে জিততে পেরে সত্যিই আমি খুশি। গত সাত-আট মাস ধরে চেষ্টা করেছি। আজ ভিন্ন কিছু আসলে ছিল না।’
টস জিতে আজ প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক মিচেল মার্শ। প্রথমে ব্যাটিং পেয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৮৯ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ইনিংস সর্বোচ্চ ৬০ রান করেন রস্টন চেজ। ৩২ বলের ইনিংসে ৯ চার ও ২ ছক্কা মারেন। অধিনায়ক শাই হোপের ব্যাটেও এসেছে ফিফটি (৫৫)। তিনি একই সঙ্গে দলটির উইকেটরক্ষকও। অস্ট্রেলিয়ার বেন ডাওয়ারশুইস ৪ ওভারে ৩৬ রানে নিয়েছেন ৪ উইকেট।
১৯০ রানের লক্ষ্যে নেমে এক পর্যায়ে অস্ট্রেলিয়ার স্কোর হয়ে যায় ৮.২ ওভারে ৪ উইকেটে ৭৮ রান। ছয় নম্বরে ব্যাটিংয়ে নেমে ওয়েন ঝড় তুলতে থাকেন। পঞ্চম উইকেটে ক্যামেরন গ্রিনের সঙ্গে ৪০ বলে ৮০ রানের জুটি গড়তে অবদান রাখেন ওয়েন। তাতেই ম্যাচ জয়ের পথে অনেকটা এগিয়ে যায় অজিরা। ফিফটি করেছেন গ্রিনও (৫১)। শেষ পর্যন্ত অজিরা ৭ বল হাতে রেখে ৩ উইকেটের জয় তুলে নিয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজটি মূলত পাঁচ ম্যাচের। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিও জ্যামাইকাতে হবে। বাংলাদেশ সময় পরশু সকাল ৬টায় শুরু হবে এই ম্যাচ। সিরিজের শেষ তিন টি-টোয়েন্টির ভেন্যু সেন্ট কিটস এন্ড নেভিসের ওয়ার্নার পার্ক। ২৬, ২৭ ও ২৯ জুলাই হবে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি।
ট্রাজেডি—শব্দটি যেন মোহাম্মদ সিরাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উদাহরণ দিতে চাইলে এই সিরিজেরই অনেক কিছু মুহূর্ত তুলে ধরতে পারেন সিরাজ। লর্ডসে অদ্ভুতভাবে বোল্ড হয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকার সেই দৃশ্য, বোলারদের ক্যাচ মিসের পর হতাশাচ্ছন্ন মুখ, একের পর এক ক্লান্তিকর স্পেল, এমনকি ব্রুকের ক্যাচ নিয়েও
৮ মিনিট আগেঅস্ট্রেলিয়ার ডারউইনে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। গত বছরের মতো এবারও সিরিজে অংশ নেবে বাংলাদেশ ‘এ’ দল। নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে আজ দল ঘোষণা করেছে বিসিবি।
২৪ মিনিট আগেলন্ডনের ওভালে পঞ্চম টেস্ট শুরুর আগে সিরিজের স্কোরলাইন ছিল ইংল্যান্ড ২: ভারত ১। সিরিজ জিততে ইংল্যান্ডের জন্য সমীকরণ ছিল এই টেস্ট জেতা না হয় ড্র করা। অন্যদিকে সিরিজ বাঁচাতে ভারতকে এই ম্যাচটা জিততেই হতো। টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচটি ৬ রানে জিতে সিরিজ বাঁচাল ভারত।
২ ঘণ্টা আগেপাকিস্তানের ম্যাচ হলে আলোচিত ঘটনা না ঘটে কি পারে। কারণ, ‘আনপ্রেডিক্টেবল’ তকমা পাকিস্তানের নামের সঙ্গে ভালোভাবে জুড়ে গেছে। এবার পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টিতে ঘটেছে এক বিরল ঘটনা। এই ঘটনা আগে অনেকবার হলেও পাকিস্তানের ম্যাচের ঘটনাটা একটু বিশেষ।
৩ ঘণ্টা আগে