নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মুমিনুল হকের টেস্ট অধিনায়কত্ব নিয়ে প্রশ্নের শেষ নেই। কিন্তু তাঁর ব্যাটে দীর্ঘদিন থেকে চলছে রানের খরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্ট থেকে সর্বশেষ ৮ ইনিংসে দুই অঙ্কের ঘরের দেখা পাননি মুমিনুল।
ব্যাটে রান নিয়ে তাই প্রশ্নবাণে জর্জরিত হচ্ছেন প্রতিনিয়ত। লম্বা সময় ব্যাটে রান না থাকায় মুমিনুল বেসিক থেকে সরে গেছেন বলে মনে করেন নাজমুল আবেদীন ফাহিম।
মুমিনুলের সঙ্গে মিরপুরের ইনডোরে কাজ করছেন ফাহিম। আজ অনুশীলনের এক ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন দেশের স্বনামধন্য এ ক্রিকেট বিশ্লেষক। মুমিনুলের সঙ্গে কাজ করার বিষয়ে ফাহিম বলেন, ‘মুমিনুল বেশ লম্বা সময় ধরেই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময় অনেকে ভালো করতে গিয়ে আরও খারাপ করে ফেলে। এগুলো করতে করতে মূল জায়গা থেকেই সরে যায়। বেসিক নিয়েই কাজ করেছি।’
নিয়মিত রান করতে না পারার কারণে মুমিনুল বেসিক থেকে সরে গেছেন বলে মনে করেন ফাহিম। বর্তমানে বিকেএসপির এই ক্রিকেট উপদেষ্টা বলেন, ‘আমার মনে হয় একসময় বেসিক ভালো ছিল, এখন সেটা নেই। সেটা নিয়ে কাজ করেছি। দেখে আগের চেয়ে ভালো লাগছে। আরও ২-১ দিন কাজ করলে আরও ভালো হবে।’
মুমিনুল হক সম্পর্কিত পড়তে - এখানে ক্লিক করুন
মুমিনুল চাপে থাকার বিষয়টি ঢাকা টেস্টের শেষ দিনের সংবাদ সম্মেলনে স্বীকার করে নিয়েছিলেন রাসেল ডমিঙ্গো। অধিনায়কত্ব মুমিনুলের ওপর বাড়তি চাপ বাড়াচ্ছে বলেও মনে করেন অনেকে। অনেকটা একই মত ফাহিমেরও, ‘রান করলে অধিনায়কত্ব নিয়ে এত কথা হতো না। যেহেতু ভালো করছে না, এটা চাপ হচ্ছে এমন কথা উঠবেই। সেটার উত্তর ওকে দিতে হচ্ছে। একটু চাপে তো থাকবেই।’
খেলা সম্পর্কিত আরও পড়ুন:
মুমিনুল হকের টেস্ট অধিনায়কত্ব নিয়ে প্রশ্নের শেষ নেই। কিন্তু তাঁর ব্যাটে দীর্ঘদিন থেকে চলছে রানের খরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডারবান টেস্ট থেকে সর্বশেষ ৮ ইনিংসে দুই অঙ্কের ঘরের দেখা পাননি মুমিনুল।
ব্যাটে রান নিয়ে তাই প্রশ্নবাণে জর্জরিত হচ্ছেন প্রতিনিয়ত। লম্বা সময় ব্যাটে রান না থাকায় মুমিনুল বেসিক থেকে সরে গেছেন বলে মনে করেন নাজমুল আবেদীন ফাহিম।
মুমিনুলের সঙ্গে মিরপুরের ইনডোরে কাজ করছেন ফাহিম। আজ অনুশীলনের এক ফাঁকে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন দেশের স্বনামধন্য এ ক্রিকেট বিশ্লেষক। মুমিনুলের সঙ্গে কাজ করার বিষয়ে ফাহিম বলেন, ‘মুমিনুল বেশ লম্বা সময় ধরেই খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময় অনেকে ভালো করতে গিয়ে আরও খারাপ করে ফেলে। এগুলো করতে করতে মূল জায়গা থেকেই সরে যায়। বেসিক নিয়েই কাজ করেছি।’
নিয়মিত রান করতে না পারার কারণে মুমিনুল বেসিক থেকে সরে গেছেন বলে মনে করেন ফাহিম। বর্তমানে বিকেএসপির এই ক্রিকেট উপদেষ্টা বলেন, ‘আমার মনে হয় একসময় বেসিক ভালো ছিল, এখন সেটা নেই। সেটা নিয়ে কাজ করেছি। দেখে আগের চেয়ে ভালো লাগছে। আরও ২-১ দিন কাজ করলে আরও ভালো হবে।’
মুমিনুল হক সম্পর্কিত পড়তে - এখানে ক্লিক করুন
মুমিনুল চাপে থাকার বিষয়টি ঢাকা টেস্টের শেষ দিনের সংবাদ সম্মেলনে স্বীকার করে নিয়েছিলেন রাসেল ডমিঙ্গো। অধিনায়কত্ব মুমিনুলের ওপর বাড়তি চাপ বাড়াচ্ছে বলেও মনে করেন অনেকে। অনেকটা একই মত ফাহিমেরও, ‘রান করলে অধিনায়কত্ব নিয়ে এত কথা হতো না। যেহেতু ভালো করছে না, এটা চাপ হচ্ছে এমন কথা উঠবেই। সেটার উত্তর ওকে দিতে হচ্ছে। একটু চাপে তো থাকবেই।’
খেলা সম্পর্কিত আরও পড়ুন:
কাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১০ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১১ ঘণ্টা আগে৩ উইকেটে ২০৪ রান নিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ দল। তৃতীয় সেশনেও ব্যাটিংটা ভালোই করছিলেন স্বাগতিক ব্যাটাররা। দলীয় ২৫৯ রান পর্যন্ত ছিল সেই তিন উইকেটই। কিন্তু শেষ বিকেলে ভিনসেন্ট মাসেকেসার ঘূর্ণি জাদুতে বেশ এলোমেলো হয়ে যায় ব্যাটিং। শেষ ৩০ রানে ৪ উইকেট হারিয়েছে তারা। তবু ৬৪ রানের লিড নিয়ে তৃতীয় দিন শেষ
১২ ঘণ্টা আগে