অভিষেক টেস্টের অভিষেক ইনিংসে ৩১ রান করেছিলেন নুর আলী জাদরান। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি একমাত্র টেস্টে আফগানদের প্রথম ইনিংসে অভিষিক্ত নূর আলীর ভাতিজা ইব্রাহিম জাদরান কোনো রানই করেননি। উদ্বোধনী জুটিতে চাচা-ভাতিজার ‘০’ রানই হয়তো দ্বিতীয় ইনিংসে ভালো খেলার জন্য তাতিয়ে দিয়েছিল তাঁদের। আর তাতে লাভ আফগানিস্তান দলের।
২৪১ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ভালোই জবাব দিচ্ছে আফগানরা। প্রথম ইনিংসে তাঁরা যেখানে ১৯৮ রানে অলআউট হয়েছিল, সেখানে দ্বিতীয় ইনিংসের তৃতীয় দিনের খেলা শেষে ১ উইকেট হারিয়েই তুলে ফেলেছে ১৯৯ রান। দিন শেষে যদিও ৪২ রানে পিছিয়ে আফগানরা।
নুর আলী ও ইবাহিম আফগানিস্তান দলের দ্বিতীয় ইনিংসের একটা ভিত গড়ে দিয়েছেন। ২৫৮ বল খেলে ১০৬ রানের জুটি গড়েন তাঁরা। কাছাকাছি গিয়েও ফিফটি পাননি চাচা নুর আলী। ৪৭ রান করে আশিথা ফার্নান্দোর বলে আউট হয়ে গেলে এই জুটি ছিন্ন হয়। তবে প্রথম ইনিংসে ব্যর্থ ভাতিজা ইব্রাহিম ফিফটি তো করেছেনই, সেটিকে রূপ দিয়েছেন সেঞ্চুরিতে। ২১৪ বলে ১১টি চারে সেঞ্চুরি করেন তিনি। দিন শেষে ১০১ রান নিয়ে অপরাজিত ইব্রাহিম জাদরান।
নুর আলী আউট হয়ে যাওয়ার পর রহমত শাহকে নিয়ে আরেকটি সেঞ্চুরি জুটির (৯৩ *) কাছাকাছি ইব্রাহিম। রহমত অপরাজিত আছেন ৪৬ রানে। আফগানদের দ্বিতীয় ইনিংস শুরুর আগে শ্রীলঙ্কা ৪৩৯ রানে অলআউট হয়ে যায়। ৬ উইকেটে আগের দিনের ৪১০ রান নিয়ে খেলতে নামা স্বাগতিকরা বাকি ৪ উইকেটে যোগ করতে পারে মাত্র ২৯ রান।
অভিষেক টেস্টের অভিষেক ইনিংসে ৩১ রান করেছিলেন নুর আলী জাদরান। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি একমাত্র টেস্টে আফগানদের প্রথম ইনিংসে অভিষিক্ত নূর আলীর ভাতিজা ইব্রাহিম জাদরান কোনো রানই করেননি। উদ্বোধনী জুটিতে চাচা-ভাতিজার ‘০’ রানই হয়তো দ্বিতীয় ইনিংসে ভালো খেলার জন্য তাতিয়ে দিয়েছিল তাঁদের। আর তাতে লাভ আফগানিস্তান দলের।
২৪১ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করে ভালোই জবাব দিচ্ছে আফগানরা। প্রথম ইনিংসে তাঁরা যেখানে ১৯৮ রানে অলআউট হয়েছিল, সেখানে দ্বিতীয় ইনিংসের তৃতীয় দিনের খেলা শেষে ১ উইকেট হারিয়েই তুলে ফেলেছে ১৯৯ রান। দিন শেষে যদিও ৪২ রানে পিছিয়ে আফগানরা।
নুর আলী ও ইবাহিম আফগানিস্তান দলের দ্বিতীয় ইনিংসের একটা ভিত গড়ে দিয়েছেন। ২৫৮ বল খেলে ১০৬ রানের জুটি গড়েন তাঁরা। কাছাকাছি গিয়েও ফিফটি পাননি চাচা নুর আলী। ৪৭ রান করে আশিথা ফার্নান্দোর বলে আউট হয়ে গেলে এই জুটি ছিন্ন হয়। তবে প্রথম ইনিংসে ব্যর্থ ভাতিজা ইব্রাহিম ফিফটি তো করেছেনই, সেটিকে রূপ দিয়েছেন সেঞ্চুরিতে। ২১৪ বলে ১১টি চারে সেঞ্চুরি করেন তিনি। দিন শেষে ১০১ রান নিয়ে অপরাজিত ইব্রাহিম জাদরান।
নুর আলী আউট হয়ে যাওয়ার পর রহমত শাহকে নিয়ে আরেকটি সেঞ্চুরি জুটির (৯৩ *) কাছাকাছি ইব্রাহিম। রহমত অপরাজিত আছেন ৪৬ রানে। আফগানদের দ্বিতীয় ইনিংস শুরুর আগে শ্রীলঙ্কা ৪৩৯ রানে অলআউট হয়ে যায়। ৬ উইকেটে আগের দিনের ৪১০ রান নিয়ে খেলতে নামা স্বাগতিকরা বাকি ৪ উইকেটে যোগ করতে পারে মাত্র ২৯ রান।
ভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হয়েছে বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। ১৬ মে সেমিফাইনালে নেপালের বিপক্ষে খেলবে গোলাম রব্বানী ছোটনের দল।
৩ ঘণ্টা আগে১৫ মে ফিফার ৭৫ তম কংগ্রেস হবে প্যারাগুয়েতে। এতে অংশ নিতে ভোর ৪টার ফ্লাইটে ঢাকা থেকে রওনা হন বাফুফে সভাপতি তাবিথ আওয়াল ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। তাঁদের সফরসঙ্গী হওয়ার কথা ছিল বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের। কিন্তু বিমানবন্দর থেকে ফেরত আসতে হয় তাঁকে। এমনটাই জানিয়েছে বাফু
৪ ঘণ্টা আগেবিশ্বের সেরা ক্লাব থেকে কার্লো আনচেলত্তির ঠিকানা এখন ব্রাজিলে। দীর্ঘ দিন লেগে থাকা পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের যেন আকুতিই মেটালেন ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচ। নিজেদের পছন্দের কোচকে পেয়ে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনও (সিবিএফ) বেশ উচ্ছ্বসিত। কোচকে সুখে রাখতে কোনো কিছুরই কমতি রাখতে চাইছে না তারা।
৫ ঘণ্টা আগেভুটানের বিপক্ষে জিতে সবার আগে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল উঠেছে বাংলাদেশ। তবে আজ নিশ্চিত হলো বাংলাদেশ শেষ চারে খেলবে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। অবশ্য বাংলাদেশকে টপকানোর সুযোগ ছিল মালদ্বীপের সামনে। কিন্তু ভুটানের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে তারা।
৬ ঘণ্টা আগে