Ajker Patrika

কাউন্টি ক্রিকেটে এক পাকিস্তানির ইতিহাস

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১৩: ৫৬
কাউন্টি ক্রিকেটে এক পাকিস্তানির ইতিহাস

৯ বছরের ক্যারিয়ারে প্রথম শ্রেণির ক্রিকেটে এর আগে কখনোই ডাবল সেঞ্চুরি পাননি পাকিস্তানি ব্যাটার শান মাসুদ। বাঁহাতি এই ব্যাটার জীবনের প্রথম দ্বিশতকের দেখা পেলেন ইংল্যান্ডে। আর তাতেই গড়লেন ইতিহাস। 

ডার্বিশায়ারের হয়ে সাসেক্সের বিপক্ষে চ্যাম্পিয়নশিপ ডিভিশন টুয়ের ম্যাচের প্রথম দিনে গতকাল পুরো দিনটাই ব্যাট হাতে পার করে দিয়েছেন মাসুদ। পাকিস্তানি ওপেনার খেলেছেন ২৭১ বলে ২০১ রানের অপরাজিত এক ইনিংস। ২২ চারে সাজানো ইনিংসটি কোনো পাকিস্তানি ক্রিকেটারের কাউন্টি ক্রিকেটে প্রথম ডাবল সেঞ্চুরির কীর্তি। 

এর আগে ক্যারিয়ার-সেরা ১৫৬ রানের ইনিংসটি এই ইংল্যান্ডের মাটিতেই খেলেছিলেন মাসুদ। প্রিয় দেশের ঘরোয়া ক্রিকেট লিগ খেলতে গিয়েছিলেন দারুণ ফর্ম নিয়েই। মিডলসেক্সের বিপক্ষে প্রথম দুই ইনিংসে খেলেছেন ৯২ ও ৬২ রানের ইনিংস। 

চোটজর্জর সাসেক্সের বোলারদের ওপর গতকাল শুরু থেকেই চড়াও হয়ে খেলেছেন মাসুদ। ওয়ানডের ধরনে খেলে সেঞ্চুরি পেয়েছেন ১২১ বলে। ওয়েইন ম্যাডসেনের সঙ্গে তার ২৩৬ রানের জুটিতে ভেঙেছে তৃতীয় উইকেটে ডার্বিশায়ারের ৮৪ বছর আগের রেকর্ড। মাসুদের দ্বিশতকে প্রথম দিনে মাত্র ২ উইকেট হারিয়ে ৩২৭ রান করেছে ডার্বিশায়ার। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত