ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে আজ মুখোমুখি সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। এ ম্যাচে মাঠে নামলেই নতুন মাইলফলক স্পর্শ করবেন বিরাট কোহলি। প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলের নির্দিষ্ট একটি দলের হয়ে ২০০ তম ম্যাচ খেলার কীর্তি গড়বেন কোহলি।
আইপিএলে এ পর্যন্ত চারজন ক্রিকেটার ২০০ ম্যাচ খেলছেন। তবে কেউই নির্দিষ্ট একটি দলের হয়ে সব ম্যাচ খেলেননি। সবচেয়ে বেশি ম্যাচ খেলাদের তালিকায় মাহেন্দ্র সিং ধোনি আছেন শীর্ষে। তবে ২১২ ম্যাচ খেলা ধোনি চেন্নাই সুপার কিংস ছাড়াও রাইজিং পুনে সুপার জায়ান্টের হয়ে খেলেছেন দুই মৌসুম।
বর্তমানে অবশ্য চেন্নাইকেই নেতৃত্ব দিচ্ছেন ধোনি। গত রাতে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে জয় দিয়েই আসরের শেষ ভাগ শুরু করেছে তাঁর দল।
রোহিত শর্মা, সুরেশ রায়না, দীনেশ কার্তিকরাও আছেন ২০০ ম্যাচ খেলাদের তালিকায়। এই তিন ক্রিকেটারও আইপিএল খেলেছেন একাধিক দলের হয়ে। তবে ২০০ ম্যাচের অভিজাত ক্লাবে পা দিতে যাওয়া একমাত্র ক্রিকেটার কোহলি, যিনি সব ম্যাচই খেলেছেন বেঙ্গালোরের হয়ে।
২০১৩ সাল থেকে বেঙ্গালোরের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন কোহলি। তবে গত রাতে আচমকা জানিয়ে দেন, এই মৌসুমের পর ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক হিসেবে আর থাকছেন না তিনি। অধিনায়ক হিসেবে না থাকলেও তিনি বেঙ্গালারের হয়েই ক্যারিয়ার শেষ করার ইচ্ছে পোষণ করেন, ‘আইপিএলে আমার শেষ দিন পর্যন্ত বেঙ্গালোরের খেলোয়াড় হিসেবে দেখতে চাই। আমাকে সমর্থন জোগানোয় ও আমার প্রতি আস্থা রাখায় সবাইকে ধন্যবাদ।’
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে আজ মুখোমুখি সাকিব আল হাসানের কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোর। এ ম্যাচে মাঠে নামলেই নতুন মাইলফলক স্পর্শ করবেন বিরাট কোহলি। প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলের নির্দিষ্ট একটি দলের হয়ে ২০০ তম ম্যাচ খেলার কীর্তি গড়বেন কোহলি।
আইপিএলে এ পর্যন্ত চারজন ক্রিকেটার ২০০ ম্যাচ খেলছেন। তবে কেউই নির্দিষ্ট একটি দলের হয়ে সব ম্যাচ খেলেননি। সবচেয়ে বেশি ম্যাচ খেলাদের তালিকায় মাহেন্দ্র সিং ধোনি আছেন শীর্ষে। তবে ২১২ ম্যাচ খেলা ধোনি চেন্নাই সুপার কিংস ছাড়াও রাইজিং পুনে সুপার জায়ান্টের হয়ে খেলেছেন দুই মৌসুম।
বর্তমানে অবশ্য চেন্নাইকেই নেতৃত্ব দিচ্ছেন ধোনি। গত রাতে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে জয় দিয়েই আসরের শেষ ভাগ শুরু করেছে তাঁর দল।
রোহিত শর্মা, সুরেশ রায়না, দীনেশ কার্তিকরাও আছেন ২০০ ম্যাচ খেলাদের তালিকায়। এই তিন ক্রিকেটারও আইপিএল খেলেছেন একাধিক দলের হয়ে। তবে ২০০ ম্যাচের অভিজাত ক্লাবে পা দিতে যাওয়া একমাত্র ক্রিকেটার কোহলি, যিনি সব ম্যাচই খেলেছেন বেঙ্গালোরের হয়ে।
২০১৩ সাল থেকে বেঙ্গালোরের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন কোহলি। তবে গত রাতে আচমকা জানিয়ে দেন, এই মৌসুমের পর ফ্র্যাঞ্চাইজিটির অধিনায়ক হিসেবে আর থাকছেন না তিনি। অধিনায়ক হিসেবে না থাকলেও তিনি বেঙ্গালারের হয়েই ক্যারিয়ার শেষ করার ইচ্ছে পোষণ করেন, ‘আইপিএলে আমার শেষ দিন পর্যন্ত বেঙ্গালোরের খেলোয়াড় হিসেবে দেখতে চাই। আমাকে সমর্থন জোগানোয় ও আমার প্রতি আস্থা রাখায় সবাইকে ধন্যবাদ।’
নতুন কোচ নিয়োগ নিয়ে ঝক্কির মধ্যে আছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। এর মধ্যে যোগ হলো নতুন বিতর্ক। ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য ব্রাজিল জাতীয় দলের সম্ভাব্য নতুন অ্যাওয়ে জার্সির একটি ছবি ফাঁস হওয়ার পর দেশটিতে শুরু হয়েছে তীব্র বিতর্ক। এ বিতর্ক শুধু তাদের ক্রীড়াঙ্গনে নয়, ছড়িয়ে পড়েছে ব্রাজিলের রাজনৈতিক
২ মিনিট আগেসিলেট টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩ উইকেটের ঐতিহাসিক জয় পেয়েছে জিম্বাবুয়ে। এই জয়ে জিম্বাবুয়ের পেসার ব্লেসিং মুজারাবানি অসাধারণ অবদান রাখেন। বাংলাদেশকে কাঁপিয়ে দেওয়ার পুরস্কার আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে পেয়েছেন মুজারাবানি।
৪৪ মিনিট আগেচট্টগ্রাম টেস্টে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেছে জিম্বাবুয়ে। কিন্তু ব্যাটিংয়ে নেমেই তাইজুল ইসলাম-নাঈম হাসানদের ঘূর্ণি জাদুতে কাঁপাকাঁপি অবস্থা তাদের। ২২ রানেই হারিয়েছে ৩ উইকেট। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়া তাইজুল এরই মধ্যে শিকার করেছেন ২ উইকেট। নাঈম নিয়েছেন একটি।
১ ঘণ্টা আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দুপুরের সূর্যটা তখন মাথার ওপরে। কিছুক্ষণ আগে আকাশে যে মেঘ ছিল, সেটাও সরে গেছে। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করতে যে ২৪ রান বাকি ছিল, সেটা মেহেদী হাসান মিরাজ পূর্ণ করেছেন লাঞ্চের পরে।
২ ঘণ্টা আগে