ক্রীড়া ডেস্ক
ক্রিকেটের বিশ্বায়নের ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কার্যক্রম নিয়ে প্রায়ই চলে সমালোচনা। যদিও টি-টোয়েন্টির কারণে ইউরোপের অনেক দল ক্রিকেটে আগ্রহী হচ্ছে, তবে তাদের খুব একটা নিয়মিত দেখা যাচ্ছে না। আর রাজস্ব বণ্টনের ক্ষেত্রে আইসিসি মাঝেমধ্যে নির্দিষ্ট কোনো বোর্ডকে বেশি প্রাধান্য দিয়ে থাকে।
২০২৩ সালের জুলাইয়ে আইসিসি বোর্ড সভায় ২০২৪-২৭ চক্রের রাজস্বের যে মডেল অনুমোদন করা হয়, তাতে সবচেয়ে বেশি ৩৮.৫০ শতাংশ পাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দ্বিতীয় সর্বোচ্চ ৬.৮৯ শতাংশ পাচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই তালিকায় তিন ও চারে থাকা ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাচ্ছে ৬.২৫ ও ৫.৭৫ শতাংশ। অন্য বোর্ডগুলো ৫ শতাংশের কম পাচ্ছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড যে সেই ‘অভাগাদের’ মধ্যেই পড়েছে।
আইসিসির এই রাজস্ব বণ্টন যে অনেক সময় একটা দেশের ক্রিকেটের ওপর প্রভাব ফেলে, সেই ব্যাপারে আলাপ-আলোচনা হয়েছে ‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্টের সর্বশেষ পর্বে। বৈঠকে ছিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ভন, অ্যালিস্টার কুক, ডেভিড লয়েড ও ফিল টাফনেল এবং উইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা। এই পডকাস্টে ভনের প্রশ্ন ছিল, ‘আধুনিক ক্রিকেটের সবচেয়ে বিরক্তিকর দিক কোনটা?’ উত্তরে কুক বলেন, ‘দেশের হয়ে খেলাটা আর বড় করে দেখা হয় না।’
কুকের কথায় যখন আন্তর্জাতিক ক্রিকেটে খেলার প্রতি অনীহার বিষয়টি চলে এল, সেই দিকেই আরও বেশি গুরুত্ব দেন ভন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন, ‘সবাই একদম সমানে সমান টাকা পাবে, সেটা বলছি না। তবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মতো দলগুলোর ভাগের টাকা আরও বেশি পাওয়া উচিত। এতে করে তারা ক্রিকেটারদের আরও বেশি টাকা দিতে পারবে। একটা ভালো অঙ্কের টাকা পেলে ক্রিকেটাররা জাতীয় দলের হয়ে আরও বেশি দিন খেলবেন।’
বোর্ডগুলোর মধ্যে রাজস্বের টাকা বণ্টনের ক্ষেত্রে ভারসাম্য কীভাবে আনা যায়, সেটার উপায়ও বাতলে দিয়েছেন ভন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন, ‘যে জিনিসটা আমার সবচেয়ে বাজে লাগে, তা হচ্ছে ক্রিকেটের টাকাপয়সা সঠিকভাবে বণ্টন করা হয় না। আইসিসির টাকা আছে অনেক। আমরা যদি ক্রিকেটে দুই স্তরও চালু করি, ভাগাভাগিটা ঠিক করা হচ্ছে সবচেয়ে ন্যায্য ব্যাপার।’
আইপিএল, বিপিএল, পিএসএল, বিগ ব্যাশসহ বিশ্বজুড়ে এখন চলছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট। অল্প সময়ে বেশি টাকা উপার্জন করা যায় বলেই এসব টুর্নামেন্টে ঝুঁকছেন ক্রিকেটাররা। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি আগ্রহ এখন কমে গেছে। কেউ কেউ এসব লিগে খেলতে বেশির ভাগ ক্রিকেটারই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ও আন্দ্রে রাসেল, দক্ষিণ আফ্রিকার হাইনরিখ ক্লাসেন—সাম্প্রতিক সময়ে তাঁদের নামই উদাহরণ হিসেবে বলা চলে।
রাসেল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি খেলে অবসরে যাচ্ছেন। জ্যামাইকায় আগামীকাল সকালে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি হবে। একই মাঠে ২৩ জুলাই হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। সিরিজের শেষ তিন টি-টোয়েন্টির ভেন্যু সেন্ট কিটস এন্ড নেভিসের ওয়ার্নার পার্ক। ২৬, ২৭ ও ২৯ জুলাই হবে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি।
ক্রিকেটের বিশ্বায়নের ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কার্যক্রম নিয়ে প্রায়ই চলে সমালোচনা। যদিও টি-টোয়েন্টির কারণে ইউরোপের অনেক দল ক্রিকেটে আগ্রহী হচ্ছে, তবে তাদের খুব একটা নিয়মিত দেখা যাচ্ছে না। আর রাজস্ব বণ্টনের ক্ষেত্রে আইসিসি মাঝেমধ্যে নির্দিষ্ট কোনো বোর্ডকে বেশি প্রাধান্য দিয়ে থাকে।
২০২৩ সালের জুলাইয়ে আইসিসি বোর্ড সভায় ২০২৪-২৭ চক্রের রাজস্বের যে মডেল অনুমোদন করা হয়, তাতে সবচেয়ে বেশি ৩৮.৫০ শতাংশ পাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দ্বিতীয় সর্বোচ্চ ৬.৮৯ শতাংশ পাচ্ছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। এই তালিকায় তিন ও চারে থাকা ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) পাচ্ছে ৬.২৫ ও ৫.৭৫ শতাংশ। অন্য বোর্ডগুলো ৫ শতাংশের কম পাচ্ছে। বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড যে সেই ‘অভাগাদের’ মধ্যেই পড়েছে।
আইসিসির এই রাজস্ব বণ্টন যে অনেক সময় একটা দেশের ক্রিকেটের ওপর প্রভাব ফেলে, সেই ব্যাপারে আলাপ-আলোচনা হয়েছে ‘স্টিক টু ক্রিকেট’ পডকাস্টের সর্বশেষ পর্বে। বৈঠকে ছিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ভন, অ্যালিস্টার কুক, ডেভিড লয়েড ও ফিল টাফনেল এবং উইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারা। এই পডকাস্টে ভনের প্রশ্ন ছিল, ‘আধুনিক ক্রিকেটের সবচেয়ে বিরক্তিকর দিক কোনটা?’ উত্তরে কুক বলেন, ‘দেশের হয়ে খেলাটা আর বড় করে দেখা হয় না।’
কুকের কথায় যখন আন্তর্জাতিক ক্রিকেটে খেলার প্রতি অনীহার বিষয়টি চলে এল, সেই দিকেই আরও বেশি গুরুত্ব দেন ভন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন, ‘সবাই একদম সমানে সমান টাকা পাবে, সেটা বলছি না। তবে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের মতো দলগুলোর ভাগের টাকা আরও বেশি পাওয়া উচিত। এতে করে তারা ক্রিকেটারদের আরও বেশি টাকা দিতে পারবে। একটা ভালো অঙ্কের টাকা পেলে ক্রিকেটাররা জাতীয় দলের হয়ে আরও বেশি দিন খেলবেন।’
বোর্ডগুলোর মধ্যে রাজস্বের টাকা বণ্টনের ক্ষেত্রে ভারসাম্য কীভাবে আনা যায়, সেটার উপায়ও বাতলে দিয়েছেন ভন। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক বলেন, ‘যে জিনিসটা আমার সবচেয়ে বাজে লাগে, তা হচ্ছে ক্রিকেটের টাকাপয়সা সঠিকভাবে বণ্টন করা হয় না। আইসিসির টাকা আছে অনেক। আমরা যদি ক্রিকেটে দুই স্তরও চালু করি, ভাগাভাগিটা ঠিক করা হচ্ছে সবচেয়ে ন্যায্য ব্যাপার।’
আইপিএল, বিপিএল, পিএসএল, বিগ ব্যাশসহ বিশ্বজুড়ে এখন চলছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট। অল্প সময়ে বেশি টাকা উপার্জন করা যায় বলেই এসব টুর্নামেন্টে ঝুঁকছেন ক্রিকেটাররা। আন্তর্জাতিক ক্রিকেটের প্রতি আগ্রহ এখন কমে গেছে। কেউ কেউ এসব লিগে খেলতে বেশির ভাগ ক্রিকেটারই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যাচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ও আন্দ্রে রাসেল, দক্ষিণ আফ্রিকার হাইনরিখ ক্লাসেন—সাম্প্রতিক সময়ে তাঁদের নামই উদাহরণ হিসেবে বলা চলে।
রাসেল অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি খেলে অবসরে যাচ্ছেন। জ্যামাইকায় আগামীকাল সকালে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া প্রথম টি-টোয়েন্টি হবে। একই মাঠে ২৩ জুলাই হবে দ্বিতীয় টি-টোয়েন্টি। সিরিজের শেষ তিন টি-টোয়েন্টির ভেন্যু সেন্ট কিটস এন্ড নেভিসের ওয়ার্নার পার্ক। ২৬, ২৭ ও ২৯ জুলাই হবে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টি-টোয়েন্টি।
অম্ল-মধুর এক ম্যাচই কাটালেন দুনিথ ভেল্লালাগে। আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে তাঁর দল শ্রীলঙ্কা। এই ম্যাচেই আফগান ব্যাটার মোহাম্মদ নবির কাছে তাঁকে হজম করতে হয় টানা ৫ ছক্কা। সবমিলিয়ে শেষ ওভারে ৩২ রান খরচ করেন তিনি। পরে সেই দুঃসহ অভিজ্ঞতা ভুলিয়ে দেয় শ্রীলঙ্কার ৬ উইকেটের জয়।
৬ ঘণ্টা আগেসুপার ফোরে যাওয়ার জন্য ১০১ রান হলেই চলত শ্রীলঙ্কার। তাতে ম্যাচ হারলেও তাদের ‘আসে-যায়’-এর কিছু ছিল না। কিন্তু টি-টোয়েন্টি এশিয়া কাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। লক্ষ্য যখন শিরোপা ধরে রাখা, তখন আফগানদের কাছে হারলে চলে!
৭ ঘণ্টা আগেলঙ্কান বোলারদের তোপে বড় পুঁজি আফগানদের জন্য কঠিনই ছিল। কিন্তু ওস্তাদের মার যে হয় শেষ রাতে। ওস্তাদের ভূমিকাটা বেশ সাদরেই নিলেন মোহাম্মদ নবি। দুনিথ ভেল্লালাগের শেষ ওভারে ৫ ছক্কা মেরে শ্রীলঙ্কাকে চ্যালেঞ্জিং লক্ষ্য ছুড়ে দেন এই অভিজ্ঞ ব্যাটার। একটা পর্যায়ে দেড় শ পেরোনো মুশকিল মনে হচ্ছিল আফগানিস্তানের।
৯ ঘণ্টা আগে২৫ বছর পর উৎসে ফিরলেন জোসে মরিনিও। প্রধান কোচ হিসেবে যে ক্লাবে ডাগআউটে তাঁর ক্যারিয়ার শুরু, সেই বেনফিকায় ফিরলেন তিনি। গতকাল দুই বছরের জন্য মরিনিওর ফেরার কথা নিশ্চিত করেছে পর্তুগিজ ক্লাবটি।
৯ ঘণ্টা আগে