নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তেল দাম বৃদ্ধির বিষয়টি কদিন ধরেই আলোচনায়। তেলের উল্লেখ বাদ গেল না বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের সংবাদ সম্মেলনেও। সাকিব অবশ্য রূপক অর্থে তেল ও গ্যাসের কথা উল্লেখ করেছেন। এশিয়া কাপ সামনে রেখে নিজেদের সীমিত শক্তি ও রসদ নিয়ে কথা বলতে গিয়েই এই দুটি বিষয়কে উপমা হিসেবে ব্যবহার করেছেন তিনি।
এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের একাধিক খেলোয়াড় চোটে পড়েছেন। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দলের গুরুত্বপূর্ণ একাধিক খেলোয়াড়কে পাচ্ছে না বাংলাদেশ। তবে বর্তমান সময়ের ব্যস্ত ক্রিকেটে এটা স্বাভাবিক উল্লেখ করে সাকিব বলেছেন, ‘আমাদের অনেক চোটের সমস্যা আছে। এখন যে সময় যাচ্ছে, যে পরিমাণ খেলা হচ্ছে, এটা সব সময় হবে। এই প্রতিকূলতার মাঝেও আমরা কীভাবে উন্নতি করতে পারি, সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি বলছি না যে খেলাটার ধরন পুরোপুরি বদলে ফেলতে হবে। আমরা চাইলেই আমাদের শরীর হুট করে বড় করে ফেলতে পারব না। কিন্তু আমাদের যে রসদ আছে, সেটা আমরা যেন ব্যবহার করতে পারি, সেটা গুরুত্বপূর্ণ।’
তেল না থাকলে গ্যাস দিয়েই নিজেদের কাজ সারতে হবে উল্লেখ করে সাকিব আরও বলেছেন, ‘এখন আমার কাছে তেল নেই। এখন তেল দিয়ে কি করতে পারি সেটা ভেবে লাভ নেই। আমার কাছে গ্যাস আছে, সেটা দিয়ে কী কী কাজ করতে পারি সেটা বোঝাটা গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি আমরা ভালো দল। আমরা যদি রসদকে ভালোভাবে ব্যবহার করতে পারি, তাহলে বুঝতে হবে যে আমাদের সে সামর্থ্য আছে। এটা হচ্ছে আমরা কতটা ধারাবাহিকভাবে করতে পারি, সেটা গুরুত্বপূর্ণ। যেটা আমরা শেষ কিছুদিন করতে পারছি না। সেটা করতে পারলে জেতা শুরু করব।’
হারলেও লড়াই করে হারতে চান উল্লেখ করে সাকিব আরও যোগ করেন, ‘যদি হেরেও যাই তাহলে শেষ ওভারে গিয়ে হেরে গেলাম। প্রতিটা ম্যাচ প্রতিযোগিতা করলাম। যেন মানুষ বুঝে যে আমাদের মধ্যে উন্নতির ছায়া আছে। এখনকার মতো না যে আগেই হেরে যাচ্ছি। কিন্তু সেকেন্ড ইনিংসের ১০ ওভার হতে না হতেই হেরে যাচ্ছি।’
তেল দাম বৃদ্ধির বিষয়টি কদিন ধরেই আলোচনায়। তেলের উল্লেখ বাদ গেল না বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের সংবাদ সম্মেলনেও। সাকিব অবশ্য রূপক অর্থে তেল ও গ্যাসের কথা উল্লেখ করেছেন। এশিয়া কাপ সামনে রেখে নিজেদের সীমিত শক্তি ও রসদ নিয়ে কথা বলতে গিয়েই এই দুটি বিষয়কে উপমা হিসেবে ব্যবহার করেছেন তিনি।
এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের একাধিক খেলোয়াড় চোটে পড়েছেন। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দলের গুরুত্বপূর্ণ একাধিক খেলোয়াড়কে পাচ্ছে না বাংলাদেশ। তবে বর্তমান সময়ের ব্যস্ত ক্রিকেটে এটা স্বাভাবিক উল্লেখ করে সাকিব বলেছেন, ‘আমাদের অনেক চোটের সমস্যা আছে। এখন যে সময় যাচ্ছে, যে পরিমাণ খেলা হচ্ছে, এটা সব সময় হবে। এই প্রতিকূলতার মাঝেও আমরা কীভাবে উন্নতি করতে পারি, সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি বলছি না যে খেলাটার ধরন পুরোপুরি বদলে ফেলতে হবে। আমরা চাইলেই আমাদের শরীর হুট করে বড় করে ফেলতে পারব না। কিন্তু আমাদের যে রসদ আছে, সেটা আমরা যেন ব্যবহার করতে পারি, সেটা গুরুত্বপূর্ণ।’
তেল না থাকলে গ্যাস দিয়েই নিজেদের কাজ সারতে হবে উল্লেখ করে সাকিব আরও বলেছেন, ‘এখন আমার কাছে তেল নেই। এখন তেল দিয়ে কি করতে পারি সেটা ভেবে লাভ নেই। আমার কাছে গ্যাস আছে, সেটা দিয়ে কী কী কাজ করতে পারি সেটা বোঝাটা গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি আমরা ভালো দল। আমরা যদি রসদকে ভালোভাবে ব্যবহার করতে পারি, তাহলে বুঝতে হবে যে আমাদের সে সামর্থ্য আছে। এটা হচ্ছে আমরা কতটা ধারাবাহিকভাবে করতে পারি, সেটা গুরুত্বপূর্ণ। যেটা আমরা শেষ কিছুদিন করতে পারছি না। সেটা করতে পারলে জেতা শুরু করব।’
হারলেও লড়াই করে হারতে চান উল্লেখ করে সাকিব আরও যোগ করেন, ‘যদি হেরেও যাই তাহলে শেষ ওভারে গিয়ে হেরে গেলাম। প্রতিটা ম্যাচ প্রতিযোগিতা করলাম। যেন মানুষ বুঝে যে আমাদের মধ্যে উন্নতির ছায়া আছে। এখনকার মতো না যে আগেই হেরে যাচ্ছি। কিন্তু সেকেন্ড ইনিংসের ১০ ওভার হতে না হতেই হেরে যাচ্ছি।’
আমরা প্রতিটি ম্যাচই জেতার জন্য খেলি। ম্যাচ জিতলে সিরিজ জেতার ভাবনাও আসে। আশা করি, এই সিরিজেও ম্যাচ জিততে পারব। (২০২৬) বিশ্বকাপ বাছাইয়ে ভালো করায় (খেলার যোগ্যতা অর্জন করা) আমরা আত্মবিশ্বাসী মনেই আসছি।
১২ মিনিট আগেঅ্যাথলেটিকসে দূরপাল্লার দৌড় নিয়ে খুব একটা আলোচনা হয় না কখনো। রিনকী বিশ্বাস রেকর্ডের পর রেকর্ডের জন্ম না দিলে এবারও কি হতো! সে ক্ষেত্রে ‘না’র পাল্লাই হয়তো ভারী হবে। ৩০০০, ৫০০০ ও ১০০০০ মিটার—খালি পায়ে দৌড়ে তিনটি ইভেন্ট রেকর্ডময় করেছেন রিনকী।
৪০ মিনিট আগেযেকোনো বড় টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে বাংলাদেশ দলের জার্সির নকশা কেমন হচ্ছে, সেটি এক কৌতূহলের বিষয়। বিশেষ করে টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে বিশ্বকাপের মতো এশিয়া কাপের জার্সি নিয়ে সেভাবে আলোচনা না হলেও এবার লিটনদের জার্সি নিয়ে ভিন্ন একটা বিষয় জানা গেল।
১ ঘণ্টা আগের্যাকেটের ওপর এত ক্ষোভ দানিল মেদভেদেভের! ইউএস ওপেনে হারের পর সেটিকে ভেঙেই ফেললেন। বাছাই তারকা হয়েও তিনি প্রথম রাউন্ডে ৩ ঘণ্টা ৪৫ মিনিটের লড়াইয়ে হেরে গেছেন অবাছাই প্রতিযোগী ফ্রান্সের বেনজামিন বঁজির কাছে। হেরেছেন ৬-৩, ৭-৫, ৬-৭ (৫/৭), ০-৬, ৬-৪ গেমে।
১৩ ঘণ্টা আগে