Ajker Patrika

‘তেল’ নেই, সাকিব ‘গ্যাস’ দিয়ে কাজ চালাতে চান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘তেল’ নেই, সাকিব ‘গ্যাস’ দিয়ে কাজ চালাতে চান

তেল দাম বৃদ্ধির বিষয়টি কদিন ধরেই আলোচনায়। তেলের উল্লেখ বাদ গেল না বাংলাদেশের টি-টোয়েন্টি ও টেস্ট অধিনায়ক সাকিব আল হাসানের সংবাদ সম্মেলনেও। সাকিব অবশ্য রূপক অর্থে তেল ও গ্যাসের কথা উল্লেখ করেছেন। এশিয়া কাপ সামনে রেখে নিজেদের সীমিত শক্তি ও রসদ নিয়ে কথা বলতে গিয়েই এই দুটি বিষয়কে উপমা হিসেবে ব্যবহার করেছেন তিনি। 

এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের একাধিক খেলোয়াড় চোটে পড়েছেন। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দলের গুরুত্বপূর্ণ একাধিক খেলোয়াড়কে পাচ্ছে না বাংলাদেশ। তবে বর্তমান সময়ের ব্যস্ত ক্রিকেটে এটা স্বাভাবিক উল্লেখ করে সাকিব বলেছেন, ‘আমাদের অনেক চোটের সমস্যা আছে। এখন যে সময় যাচ্ছে, যে পরিমাণ খেলা হচ্ছে, এটা সব সময় হবে। এই প্রতিকূলতার মাঝেও আমরা কীভাবে উন্নতি করতে পারি, সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমি বলছি না যে খেলাটার ধরন পুরোপুরি বদলে ফেলতে হবে। আমরা চাইলেই আমাদের শরীর হুট করে বড় করে ফেলতে পারব না। কিন্তু আমাদের যে রসদ আছে, সেটা আমরা যেন ব্যবহার করতে পারি, সেটা গুরুত্বপূর্ণ।’ 

তেল না থাকলে গ্যাস দিয়েই নিজেদের কাজ সারতে হবে উল্লেখ করে সাকিব আরও বলেছেন, ‘এখন আমার কাছে তেল নেই। এখন তেল দিয়ে কি করতে পারি সেটা ভেবে লাভ নেই। আমার কাছে গ্যাস আছে, সেটা দিয়ে কী কী কাজ করতে পারি সেটা বোঝাটা গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি আমরা ভালো দল। আমরা যদি রসদকে ভালোভাবে ব্যবহার করতে পারি, তাহলে বুঝতে হবে যে আমাদের সে সামর্থ্য আছে। এটা হচ্ছে আমরা কতটা ধারাবাহিকভাবে করতে পারি, সেটা গুরুত্বপূর্ণ। যেটা আমরা শেষ কিছুদিন করতে পারছি না। সেটা করতে পারলে জেতা শুরু করব।’ 

হারলেও লড়াই করে হারতে চান উল্লেখ করে সাকিব আরও যোগ করেন, ‘যদি হেরেও যাই তাহলে শেষ ওভারে গিয়ে হেরে গেলাম। প্রতিটা ম্যাচ প্রতিযোগিতা করলাম। যেন মানুষ বুঝে যে আমাদের মধ্যে উন্নতির ছায়া আছে। এখনকার মতো না যে আগেই হেরে যাচ্ছি। কিন্তু সেকেন্ড ইনিংসের ১০ ওভার হতে না হতেই হেরে যাচ্ছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত