Ajker Patrika

তামিম কেন ক্রীড়া উপদেষ্টার সঙ্গে, জানেন না বিসিবির সিইও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৯: ৩২
তামিম কেন ক্রীড়া উপদেষ্টার সঙ্গে, জানেন না বিসিবির সিইও

দায়িত্ব নেওয়ার পর আজ প্রথমবারের মতো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বেলা ১টার দিকে বিসিবি কার্যালয়ে যান যুব ও ক্রীড়া উপদেষ্টা। মূলত বিসিবির অবকাঠামো, সুযোগ-সুবিধা পরিদর্শন এবং নারী ক্রিকেটার ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

তামিম ইকবালকে সঙ্গে নিয়ে মিরপুরের মাঠ, গ্যালারি, ড্রেসিংরুম, প্রেসবক্স, একাডেমি মাঠ, ইনডোর, হসপিটালিটি বক্স ঘুরে দেখেন আসিফ মাহমুদ। পুরো সময়টায় তাঁকে সঙ্গ দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। তবে তামিম ঠিক কী কারণে উপদেষ্টার সঙ্গে বিসিবিতে এলেন, তা জানেন না বিসিবির কর্তারা।

তামিম প্রসঙ্গে প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এই বিষয়টা আসলে আমি অবগত না। কী পর্যায় থেকে...উনি এসেছেন, উপদেষ্টা মহোদয় যেহেতু ছিলেন। ওনার সঙ্গে কথা হয়েছে। সব সময় পাশে উনি ছিলেন। এর বাইরে কিছু বলতে পারব না।’

শেরেবাংলা পরিদর্শনের সময় ক্রীড়া উপদেষ্টার সঙ্গে ছিলেন তামিম-নিজাম উদ্দিনসহ সাবেক নির্বাচক ও বর্তমানে বিসিবির নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমন, কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। পরিদর্শন শেষে তাঁরা বিসিবি কার্যালয়ে বোর্ড সভাকক্ষে মতবিনিময় করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত