নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লক্ষ্য ছিল একটাই—ধবলধোলাই এড়ানো। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম দুটি টি-টোয়েন্টি হেরে সিরিজ খুইয়ে বসা বাংলাদেশের সে লক্ষ্য পূরণ হয়েছে। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ১০ উইকেটে ৫০ বল হাতে রেখেই জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেটের ব্যবধানে কিংবা বেশি বল হাতে রেখে এটিই রেকর্ড জয় বাংলাদেশের।
আগের দুই ম্যাচ ব্যাটিংব্যর্থতার কারণে হারলেও এদিন ব্যাটিংদৃঢ়তা দেখিয়েছে দল। ওভারপ্রতি ৮ রান তুলে ৪৮ রানে কোনো উইকেট না হারিয়েই শেষ করেছে পাওয়ার প্লে। শেষ পর্যন্ত অপরাজিত থেকেই মাঠ শেষ করেছেন দুই ওপেনার—দুই ওপেনার তানজিদ হাসান এবং সৌম্য সরকার; গড়েছেন ১০৮ রানের অবিছিন্ন জুটি। ৪২ বলে ৫৮* করেছেন তানজিদ, সৌম্যের রান ২৮ বলে অপরাজিত ৪৩।
দলের সহজ ও সান্ত্বনার জয়ের এ ভিতটা যুক্তরাষ্ট্রকে ১০৪ রানে আটকে গড়ে দিয়েছিলেন বোলাররাই। এখানে অবশ্য আলাদা করে বলতেই হয়, মোস্তাফিজুর রহমানের কথা। ১০ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন বাংলাদেশের কাটারমাস্টার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তাঁর ক্যারিয়ারসেরা বোলিং তো বটেই, বাংলাদেশের পক্ষেও কোনো বোলারের ৬ উইকেট নেওয়ার প্রথম ঘটনাও এটি। মোস্তাফিজের রেকর্ড গড়ার দিনে রেকর্ড গড়েছেন সাকিব আল হাসানও। ১ উইকেট নিয়ে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৭০০ আন্তর্জাতিক উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব। আর নামের পাশে ১৪ হাজারেরও বেশি রান থাকায় আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট ও ১৪ হাজার রান করার একমাত্র কীর্তি গড়েছেন বাংলাদেশের অলরাউন্ডার।
আগেই সিরিজ নিশ্চিত হওয়ায় নির্ভার যুক্তরাষ্ট্র অবশ্য এদিন চার পরিবর্তন এনে একাদশ সাজায়। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ছাড়াও অলরাউন্ডার স্টিভেন টেইলর, অলরাউন্ডার হারমিত সিং ও দ্বিতীয় ম্যাচের জয়ের নায়ক আলী খানকে বিশ্রামে রাখে তারা। তাদের ইনিংসে সর্বোচ্চ ২৭ রান করেন ওপেনার আন্দ্রিয়েস গাউস।
সংক্ষিপ্ত স্কোর
যুক্তরাষ্ট্র: ২০ ওভারে ১০৪ / ৯ (গাউস ২৭, জাহাঙ্গীর ১৮, অ্যান্ডারসন ১৮; মোস্তাফিজ ৬ / ১০, রিশাদ ১ / ৭, সাকিব ১ / ২৩, তানজিম ১ / ৩২)।
বাংলাদেশ: ১১.৪ ওভারে ১০৮ / ০ (তানজিদ ৫৮ *, সৌম্য ৪৩ *)।
ফল: বাংলাদেশ ১০ উইকেটেজয়ী।
ম্যাচ ও সিরিজসেরা: মোস্তাফিজুর রহমান।
লক্ষ্য ছিল একটাই—ধবলধোলাই এড়ানো। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম দুটি টি-টোয়েন্টি হেরে সিরিজ খুইয়ে বসা বাংলাদেশের সে লক্ষ্য পূরণ হয়েছে। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ১০ উইকেটে ৫০ বল হাতে রেখেই জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেটের ব্যবধানে কিংবা বেশি বল হাতে রেখে এটিই রেকর্ড জয় বাংলাদেশের।
আগের দুই ম্যাচ ব্যাটিংব্যর্থতার কারণে হারলেও এদিন ব্যাটিংদৃঢ়তা দেখিয়েছে দল। ওভারপ্রতি ৮ রান তুলে ৪৮ রানে কোনো উইকেট না হারিয়েই শেষ করেছে পাওয়ার প্লে। শেষ পর্যন্ত অপরাজিত থেকেই মাঠ শেষ করেছেন দুই ওপেনার—দুই ওপেনার তানজিদ হাসান এবং সৌম্য সরকার; গড়েছেন ১০৮ রানের অবিছিন্ন জুটি। ৪২ বলে ৫৮* করেছেন তানজিদ, সৌম্যের রান ২৮ বলে অপরাজিত ৪৩।
দলের সহজ ও সান্ত্বনার জয়ের এ ভিতটা যুক্তরাষ্ট্রকে ১০৪ রানে আটকে গড়ে দিয়েছিলেন বোলাররাই। এখানে অবশ্য আলাদা করে বলতেই হয়, মোস্তাফিজুর রহমানের কথা। ১০ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন বাংলাদেশের কাটারমাস্টার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তাঁর ক্যারিয়ারসেরা বোলিং তো বটেই, বাংলাদেশের পক্ষেও কোনো বোলারের ৬ উইকেট নেওয়ার প্রথম ঘটনাও এটি। মোস্তাফিজের রেকর্ড গড়ার দিনে রেকর্ড গড়েছেন সাকিব আল হাসানও। ১ উইকেট নিয়ে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৭০০ আন্তর্জাতিক উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব। আর নামের পাশে ১৪ হাজারেরও বেশি রান থাকায় আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট ও ১৪ হাজার রান করার একমাত্র কীর্তি গড়েছেন বাংলাদেশের অলরাউন্ডার।
আগেই সিরিজ নিশ্চিত হওয়ায় নির্ভার যুক্তরাষ্ট্র অবশ্য এদিন চার পরিবর্তন এনে একাদশ সাজায়। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ছাড়াও অলরাউন্ডার স্টিভেন টেইলর, অলরাউন্ডার হারমিত সিং ও দ্বিতীয় ম্যাচের জয়ের নায়ক আলী খানকে বিশ্রামে রাখে তারা। তাদের ইনিংসে সর্বোচ্চ ২৭ রান করেন ওপেনার আন্দ্রিয়েস গাউস।
সংক্ষিপ্ত স্কোর
যুক্তরাষ্ট্র: ২০ ওভারে ১০৪ / ৯ (গাউস ২৭, জাহাঙ্গীর ১৮, অ্যান্ডারসন ১৮; মোস্তাফিজ ৬ / ১০, রিশাদ ১ / ৭, সাকিব ১ / ২৩, তানজিম ১ / ৩২)।
বাংলাদেশ: ১১.৪ ওভারে ১০৮ / ০ (তানজিদ ৫৮ *, সৌম্য ৪৩ *)।
ফল: বাংলাদেশ ১০ উইকেটেজয়ী।
ম্যাচ ও সিরিজসেরা: মোস্তাফিজুর রহমান।
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৪ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৫ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৬ ঘণ্টা আগে