নিজস্ব প্রতিবেদক, ঢাকা
লক্ষ্য ছিল একটাই—ধবলধোলাই এড়ানো। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম দুটি টি-টোয়েন্টি হেরে সিরিজ খুইয়ে বসা বাংলাদেশের সে লক্ষ্য পূরণ হয়েছে। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ১০ উইকেটে ৫০ বল হাতে রেখেই জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেটের ব্যবধানে কিংবা বেশি বল হাতে রেখে এটিই রেকর্ড জয় বাংলাদেশের।
আগের দুই ম্যাচ ব্যাটিংব্যর্থতার কারণে হারলেও এদিন ব্যাটিংদৃঢ়তা দেখিয়েছে দল। ওভারপ্রতি ৮ রান তুলে ৪৮ রানে কোনো উইকেট না হারিয়েই শেষ করেছে পাওয়ার প্লে। শেষ পর্যন্ত অপরাজিত থেকেই মাঠ শেষ করেছেন দুই ওপেনার—দুই ওপেনার তানজিদ হাসান এবং সৌম্য সরকার; গড়েছেন ১০৮ রানের অবিছিন্ন জুটি। ৪২ বলে ৫৮* করেছেন তানজিদ, সৌম্যের রান ২৮ বলে অপরাজিত ৪৩।
দলের সহজ ও সান্ত্বনার জয়ের এ ভিতটা যুক্তরাষ্ট্রকে ১০৪ রানে আটকে গড়ে দিয়েছিলেন বোলাররাই। এখানে অবশ্য আলাদা করে বলতেই হয়, মোস্তাফিজুর রহমানের কথা। ১০ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন বাংলাদেশের কাটারমাস্টার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তাঁর ক্যারিয়ারসেরা বোলিং তো বটেই, বাংলাদেশের পক্ষেও কোনো বোলারের ৬ উইকেট নেওয়ার প্রথম ঘটনাও এটি। মোস্তাফিজের রেকর্ড গড়ার দিনে রেকর্ড গড়েছেন সাকিব আল হাসানও। ১ উইকেট নিয়ে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৭০০ আন্তর্জাতিক উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব। আর নামের পাশে ১৪ হাজারেরও বেশি রান থাকায় আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট ও ১৪ হাজার রান করার একমাত্র কীর্তি গড়েছেন বাংলাদেশের অলরাউন্ডার।
আগেই সিরিজ নিশ্চিত হওয়ায় নির্ভার যুক্তরাষ্ট্র অবশ্য এদিন চার পরিবর্তন এনে একাদশ সাজায়। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ছাড়াও অলরাউন্ডার স্টিভেন টেইলর, অলরাউন্ডার হারমিত সিং ও দ্বিতীয় ম্যাচের জয়ের নায়ক আলী খানকে বিশ্রামে রাখে তারা। তাদের ইনিংসে সর্বোচ্চ ২৭ রান করেন ওপেনার আন্দ্রিয়েস গাউস।
সংক্ষিপ্ত স্কোর
যুক্তরাষ্ট্র: ২০ ওভারে ১০৪ / ৯ (গাউস ২৭, জাহাঙ্গীর ১৮, অ্যান্ডারসন ১৮; মোস্তাফিজ ৬ / ১০, রিশাদ ১ / ৭, সাকিব ১ / ২৩, তানজিম ১ / ৩২)।
বাংলাদেশ: ১১.৪ ওভারে ১০৮ / ০ (তানজিদ ৫৮ *, সৌম্য ৪৩ *)।
ফল: বাংলাদেশ ১০ উইকেটেজয়ী।
ম্যাচ ও সিরিজসেরা: মোস্তাফিজুর রহমান।
লক্ষ্য ছিল একটাই—ধবলধোলাই এড়ানো। যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রথম দুটি টি-টোয়েন্টি হেরে সিরিজ খুইয়ে বসা বাংলাদেশের সে লক্ষ্য পূরণ হয়েছে। হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে ১০ উইকেটে ৫০ বল হাতে রেখেই জিতেছে নাজমুল হোসেন শান্তর দল। আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেটের ব্যবধানে কিংবা বেশি বল হাতে রেখে এটিই রেকর্ড জয় বাংলাদেশের।
আগের দুই ম্যাচ ব্যাটিংব্যর্থতার কারণে হারলেও এদিন ব্যাটিংদৃঢ়তা দেখিয়েছে দল। ওভারপ্রতি ৮ রান তুলে ৪৮ রানে কোনো উইকেট না হারিয়েই শেষ করেছে পাওয়ার প্লে। শেষ পর্যন্ত অপরাজিত থেকেই মাঠ শেষ করেছেন দুই ওপেনার—দুই ওপেনার তানজিদ হাসান এবং সৌম্য সরকার; গড়েছেন ১০৮ রানের অবিছিন্ন জুটি। ৪২ বলে ৫৮* করেছেন তানজিদ, সৌম্যের রান ২৮ বলে অপরাজিত ৪৩।
দলের সহজ ও সান্ত্বনার জয়ের এ ভিতটা যুক্তরাষ্ট্রকে ১০৪ রানে আটকে গড়ে দিয়েছিলেন বোলাররাই। এখানে অবশ্য আলাদা করে বলতেই হয়, মোস্তাফিজুর রহমানের কথা। ১০ রান দিয়ে ৬ উইকেট নিয়েছেন বাংলাদেশের কাটারমাস্টার। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটি তাঁর ক্যারিয়ারসেরা বোলিং তো বটেই, বাংলাদেশের পক্ষেও কোনো বোলারের ৬ উইকেট নেওয়ার প্রথম ঘটনাও এটি। মোস্তাফিজের রেকর্ড গড়ার দিনে রেকর্ড গড়েছেন সাকিব আল হাসানও। ১ উইকেট নিয়ে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে ৭০০ আন্তর্জাতিক উইকেটের মাইলফলক ছুঁয়েছেন সাকিব। আর নামের পাশে ১৪ হাজারেরও বেশি রান থাকায় আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেট ও ১৪ হাজার রান করার একমাত্র কীর্তি গড়েছেন বাংলাদেশের অলরাউন্ডার।
আগেই সিরিজ নিশ্চিত হওয়ায় নির্ভার যুক্তরাষ্ট্র অবশ্য এদিন চার পরিবর্তন এনে একাদশ সাজায়। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল ছাড়াও অলরাউন্ডার স্টিভেন টেইলর, অলরাউন্ডার হারমিত সিং ও দ্বিতীয় ম্যাচের জয়ের নায়ক আলী খানকে বিশ্রামে রাখে তারা। তাদের ইনিংসে সর্বোচ্চ ২৭ রান করেন ওপেনার আন্দ্রিয়েস গাউস।
সংক্ষিপ্ত স্কোর
যুক্তরাষ্ট্র: ২০ ওভারে ১০৪ / ৯ (গাউস ২৭, জাহাঙ্গীর ১৮, অ্যান্ডারসন ১৮; মোস্তাফিজ ৬ / ১০, রিশাদ ১ / ৭, সাকিব ১ / ২৩, তানজিম ১ / ৩২)।
বাংলাদেশ: ১১.৪ ওভারে ১০৮ / ০ (তানজিদ ৫৮ *, সৌম্য ৪৩ *)।
ফল: বাংলাদেশ ১০ উইকেটেজয়ী।
ম্যাচ ও সিরিজসেরা: মোস্তাফিজুর রহমান।
জিয়ানলুইজি দোন্নারুম্মার ওপর গত রাতে কী ভর করেছিল, সেটা তিনিই ভালো জানেন। পিএসজির রক্ষণদুর্গে বারবার হানা দেওয়া আর্সেনালকে গোলই করতে দেননি। যত ভাবেই গোলের চেষ্টা করুক না কেন, দোন্নারুম্মার বীরত্বের কাছে বারবার হার মানতে হয়েছে আর্সেনালকে।
১৬ মিনিট আগেচট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে গতকাল দ্বিতীয় দিনের শেষ বিকেলে এলোমেলো হয়ে পড়েছিল বাংলাদেশ। নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা করেছিলেন ‘আত্মহত্যা’। আজ তৃতীয় দিনের সকালে জিম্বাবুয়ের বিপক্ষে সাবলীলভাবে খেলছে বাংলাদেশ।
৩৭ মিনিট আগে২০০৮-এর ১১ এপ্রিল ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-পাকিস্তান। এই মাঠে এখন পর্যন্ত এটাই সবশেষ কোনো আন্তর্জাতিক ম্যাচ। অবশেষে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দিয়েই ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের অপেক্ষা ফুরোচ্ছে।
১ ঘণ্টা আগেসকাল থেকেই চট্টগ্রামের আকাশে ছিল মেঘের আনাগোনা। চারপাশে গুমোট আবহাওয়া। আবহাওয়ার পূর্বাভাসে যেমনটা বলা হয়েছিল, তেমনটিই দেখা যায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের তৃতীয় দিনের সকালে।
২ ঘণ্টা আগে