ক্রীড়া ডেস্ক
অ্যান্টিগার সেন্ট জোনসে ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪০০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ব্রায়ান লারা। পরের ২১ বছরে টেস্টে ৩০০ রানের ইনিংস হয়েছে ১৪ বার। বুলাওয়েতে আজ লারার সেই এভারেস্ট টপকে যাওয়ার কাছাকাছি চলেও গিয়েছিলেন ভিয়ান মুল্ডার। শেষ পর্যন্ত সেটা আর করলেন না মুল্ডার।
কেশব মহারাজ না থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টের নেতৃত্বভার পড়ে মুল্ডারের কাঁধে। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুল্ডার। দলীয় ২১ রানে প্রথম উইকেট হারানোর পর গতকাল প্রথম দিনই ব্যাটিংয়ে নেমেছেন। সেই থেকে আজ দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ম্যারাথন ইনিংস খেলেছেন। ৩৩৪ বলে ৪৯ চার ও ৪ ছক্কায় ৩৬৭ রান করে অপরাজিত ছিলেন তিনি। তাঁর ক্যারিয়ারসেরা ইনিংসে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৫ উইকেটে ৬২৬ রানে শেষ করে দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা।মধ্যাহ্নভোজের বিরতির পর তিনি এখানেই ইনিংস ঘোষণা করেছেন।
মুল্ডারের ৩৬৭ রান টেস্ট ইতিহাসে পঞ্চম ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। লারার ৪০০-এর পরে এই তালিকায় দুইয়ে ম্যাথু হেইডেন। ২০০৩ সালে পার্থে হেইডেন জিম্বাবুয়ের বিপক্ষে ৩৮০ রান করেছিলেন। তিনে আবার সেই লারা। তাঁর এবারের ইনিংস ৩৭৫ রানের। ১৯৯৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগাতেই খেলেছিলেন এই ইনিংস। ৩৭৪ রান করে টেস্ট ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ ইনিংসের রেকর্ড মাহেলা জয়াবর্ধনের। ২০০৬ সালে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যারাথন ইনিংস খেলেছিলেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্টে মুল্ডারের ৩৬৭ রানের পর দক্ষিণ আফ্রিকার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন ডেভিড বেডিংহাম। ১০১ বলে বেডিংহাম করেছেন ৮২ রান। ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে বেশ বেকায়দায় পড়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকেরা ২ ওভারে ২ উইকেটে ৫ রান করেছে।
টেস্টে অধিনায়কত্বের অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ডটি ৫৭ বছর ধরে ছিল নিউজিল্যান্ডের গ্রাহাম ডাউলিংয়ের। ১৯৬৮ সালে ভারতের বিপক্ষে টেস্টে নেতৃত্বের প্রথম ম্যাচে ২৩৯ রান করেছিলেন ডাউলিং। বুলাওয়েতে গতকাল প্রথম দিনে ২৬৪ রান করে ৫৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন মুল্ডার। আজ দ্বিতীয় দিনে করলেন ট্রিপল সেঞ্চুরি। তবে লারার সেই এভারেস্ট ছোঁয়া থেকে ৩৩ রান আগে থেমে গেলেন মুল্ডার।
টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রানের পাঁচ ইনিংস
রান দল প্রতিপক্ষ সাল
ব্রায়ান লারা ৪০০* ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ২০০৪
ম্যাথু হেইডেন ৩৮০ অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে ২০০৩
ব্রায়ান লারা ৩৭৫ ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ১৯৯৪
মাহেলা জয়াবর্ধনে ৩৭৪ শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ২০০৬
ভিয়ান মুল্ডার ৩৬৭ দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ২০২৫
অ্যান্টিগার সেন্ট জোনসে ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪০০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ব্রায়ান লারা। পরের ২১ বছরে টেস্টে ৩০০ রানের ইনিংস হয়েছে ১৪ বার। বুলাওয়েতে আজ লারার সেই এভারেস্ট টপকে যাওয়ার কাছাকাছি চলেও গিয়েছিলেন ভিয়ান মুল্ডার। শেষ পর্যন্ত সেটা আর করলেন না মুল্ডার।
কেশব মহারাজ না থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টের নেতৃত্বভার পড়ে মুল্ডারের কাঁধে। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুল্ডার। দলীয় ২১ রানে প্রথম উইকেট হারানোর পর গতকাল প্রথম দিনই ব্যাটিংয়ে নেমেছেন। সেই থেকে আজ দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ম্যারাথন ইনিংস খেলেছেন। ৩৩৪ বলে ৪৯ চার ও ৪ ছক্কায় ৩৬৭ রান করে অপরাজিত ছিলেন তিনি। তাঁর ক্যারিয়ারসেরা ইনিংসে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৫ উইকেটে ৬২৬ রানে শেষ করে দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা।মধ্যাহ্নভোজের বিরতির পর তিনি এখানেই ইনিংস ঘোষণা করেছেন।
মুল্ডারের ৩৬৭ রান টেস্ট ইতিহাসে পঞ্চম ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। লারার ৪০০-এর পরে এই তালিকায় দুইয়ে ম্যাথু হেইডেন। ২০০৩ সালে পার্থে হেইডেন জিম্বাবুয়ের বিপক্ষে ৩৮০ রান করেছিলেন। তিনে আবার সেই লারা। তাঁর এবারের ইনিংস ৩৭৫ রানের। ১৯৯৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগাতেই খেলেছিলেন এই ইনিংস। ৩৭৪ রান করে টেস্ট ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ ইনিংসের রেকর্ড মাহেলা জয়াবর্ধনের। ২০০৬ সালে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যারাথন ইনিংস খেলেছিলেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্টে মুল্ডারের ৩৬৭ রানের পর দক্ষিণ আফ্রিকার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন ডেভিড বেডিংহাম। ১০১ বলে বেডিংহাম করেছেন ৮২ রান। ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে বেশ বেকায়দায় পড়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকেরা ২ ওভারে ২ উইকেটে ৫ রান করেছে।
টেস্টে অধিনায়কত্বের অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ডটি ৫৭ বছর ধরে ছিল নিউজিল্যান্ডের গ্রাহাম ডাউলিংয়ের। ১৯৬৮ সালে ভারতের বিপক্ষে টেস্টে নেতৃত্বের প্রথম ম্যাচে ২৩৯ রান করেছিলেন ডাউলিং। বুলাওয়েতে গতকাল প্রথম দিনে ২৬৪ রান করে ৫৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন মুল্ডার। আজ দ্বিতীয় দিনে করলেন ট্রিপল সেঞ্চুরি। তবে লারার সেই এভারেস্ট ছোঁয়া থেকে ৩৩ রান আগে থেমে গেলেন মুল্ডার।
টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রানের পাঁচ ইনিংস
রান দল প্রতিপক্ষ সাল
ব্রায়ান লারা ৪০০* ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ২০০৪
ম্যাথু হেইডেন ৩৮০ অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে ২০০৩
ব্রায়ান লারা ৩৭৫ ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ১৯৯৪
মাহেলা জয়াবর্ধনে ৩৭৪ শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ২০০৬
ভিয়ান মুল্ডার ৩৬৭ দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ২০২৫
ট্রাজেডি—শব্দটি যেন মোহাম্মদ সিরাজের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। উদাহরণ দিতে চাইলে এই সিরিজেরই অনেক কিছু মুহূর্ত তুলে ধরতে পারেন সিরাজ। লর্ডসে অদ্ভুতভাবে বোল্ড হয়ে ঠাঁয় দাঁড়িয়ে থাকার সেই দৃশ্য, বোলারদের ক্যাচ মিসের পর হতাশাচ্ছন্ন মুখ, একের পর এক ক্লান্তিকর স্পেল, এমনকি ব্রুকের ক্যাচ নিয়েও
৮ মিনিট আগেঅস্ট্রেলিয়ার ডারউইনে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে শুরু হবে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ। গত বছরের মতো এবারও সিরিজে অংশ নেবে বাংলাদেশ ‘এ’ দল। নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে আজ দল ঘোষণা করেছে বিসিবি।
২৪ মিনিট আগেলন্ডনের ওভালে পঞ্চম টেস্ট শুরুর আগে সিরিজের স্কোরলাইন ছিল ইংল্যান্ড ২: ভারত ১। সিরিজ জিততে ইংল্যান্ডের জন্য সমীকরণ ছিল এই টেস্ট জেতা না হয় ড্র করা। অন্যদিকে সিরিজ বাঁচাতে ভারতকে এই ম্যাচটা জিততেই হতো। টানটান উত্তেজনায় ঠাসা ম্যাচটি ৬ রানে জিতে সিরিজ বাঁচাল ভারত।
২ ঘণ্টা আগেপাকিস্তানের ম্যাচ হলে আলোচিত ঘটনা না ঘটে কি পারে। কারণ, ‘আনপ্রেডিক্টেবল’ তকমা পাকিস্তানের নামের সঙ্গে ভালোভাবে জুড়ে গেছে। এবার পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তৃতীয় টি-টোয়েন্টিতে ঘটেছে এক বিরল ঘটনা। এই ঘটনা আগে অনেকবার হলেও পাকিস্তানের ম্যাচের ঘটনাটা একটু বিশেষ।
৩ ঘণ্টা আগে