Ajker Patrika

ভারতের বিপক্ষে পাকিস্তানই চাপে থাকবে, বলছেন গম্ভীর 

ভারতের বিপক্ষে পাকিস্তানই চাপে থাকবে, বলছেন গম্ভীর 

বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে কখনো জিততে পারেনি পাকিস্তান। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে আরও একবার মুখোমুখি হবে দুই দল। সুপার টুয়েলভের দ্বিতীয় দিন এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীর লড়াইয়ে পাকিস্তানই চাপে থাকবে বলে মনে করেন সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর। 

ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি কোনো বিশ্বকাপেই ভারতের বিপক্ষে এখন পর্যন্ত জিততে পারেনি পাকিস্তান। সর্বশেষ ২০১৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে ভারতের কাছে পাকিস্তান হেরেছিল ৮৯ রানে। প্রায় দুই বছর পর আরও একবার বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান দ্বৈরথ। 

দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে গম্ভীরের ধারণা পাকিস্তানের ওপরেই বেশি চাপ থাকবে। এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ভারতীয় ওপেনার বলেছেন, ‘আমি নিশ্চিত পাকিস্তানের ওপর বেশি চাপ থাকবে। কারণ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতই সব সময় জিতেছে। ম্যাচে ভারতের ওপর চাপ থাকবে কি না, সে বিষয়ে আমাদের কথা বলা উচিত নয়। তবে এটা নিশ্চিত পাকিস্তানের ওপর অনেক চাপ থাকবে। এখন পাকিস্তানের প্রত্যাশাও অনেক বেশি।’ 

ভারতকে এগিয়ে রাখলেও কাউকে ছোট করে না দেখা গম্ভীর বলেছেন, ‘এই মুহূর্তে শক্তির বিচারে ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে। টি-টোয়েন্টি সংস্করণে যে কেউ যে কাউকে হারাতে পারে। কোনো দলকেই তাই ছোট করে দেখা যাবে না। আফগানিস্তানের মতো দলগুলো নিজেদের দিনে যেকোনো দলকে হারিয়ে দিতে পারে। পাকিস্তানের ক্ষেত্রেও তাই। তারপরও পাকিস্তানের ওপর চাপ থাকবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত