Ajker Patrika

পাকিস্তানের বিশ্বকাপ দল নিয়ে  খুশি নন বাবর

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১২: ৪৮
পাকিস্তানের বিশ্বকাপ দল নিয়ে  খুশি নন বাবর

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে গত ৬ সেপ্টেম্বর চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান। দলে বড় কোনো চমক না থাকলেও বিশ্বকাপের এই স্কোয়াড নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছেন বাবর আজম। 

জানা গেছে, বিশ্বকাপের জন্য দল নির্বাচনে বাবরের মতের গুরুত্ব পায়নি। দলের সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের ভিত্তিতে স্কোয়াডে কিছু পরিবর্তন এসেছে। কিছু খেলোয়াড় যাঁরা দীর্ঘদিন ধরে টি-টোয়েন্টি সংস্করণে খেলেননি, তাঁরা দলে জায়গা পেয়েছেন, যা পাকিস্তান অধিনায়ক বাবরের পছন্দ হয়নি৷

কদিন আগেই পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হওয়া আজম খান এবং পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ভালো করে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন শোয়েব মাকসুদ। এই দুজনকে দলে চাননি বাবর। জানা গেছে, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সম্ভাব্য সভাপতি রমিজ রাজার প্রভাবে আজম ও মাকসুদকে দলে নেওয়া হয়েছে। 

স্কোয়াডে জায়গা না পাওয়া ফাহিম আশরাফকে দলে নিতে সুপারিশ করেছিলেন বাবর। তবে তা গ্রহণ করেনি বোর্ড। এ নিয়েও চাপা ক্ষোভ রয়েছে পাকিস্তান অধিনায়কের। এদিকে বিশ্বকাপের মূল স্কোয়াডে না থাকলেও অতিরিক্ত খেলোয়াড় হিসেবে নেওয়া হয়েছে ফখর জামানকে। যদিও সেই তালিকাতেই ছিলেন না বাঁহাতি এই ওপেনার। তবে বাবর সুপারিশ করায় তাঁকে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে বিবেচনায় রেখেছে। এই সবকিছু নিয়ে নিজের অসন্তুষ্টির কথা সংবাদমাধ্যমে জানিয়েছেন বাবর। 

আগামী অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান খেলবে ভারত, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও বাছাই পর্ব পেরিয়ে আসা দুটি দলের বিপক্ষে। ২৪ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে পাকিস্তান। এর আগে ঘরের মাঠে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিন্দুর ঘিরে আলোচিত কে এই কর্নেল সোফিয়া কুরেশি

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

আকাশ প্রতিরক্ষায় কে এগিয়ে, পাকিস্তান কি ভারতের আক্রমণ ঠেকাতে সক্ষম

শ্রীনগরের কাছে যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ, ভারতের নাকি পাকিস্তানের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত