Ajker Patrika

বাংলাদেশের কাছে টানা ১১ হার ‘তাতিয়ে’ দিয়েছিল উইন্ডিজকে

সেন্ট কিটসে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ
সেন্ট কিটসে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

একটা সংস্করণেই বাংলাদেশ গত ৬ বছর দাপট দেখিয়ে খেলিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের ওপর। সেন্ট কিটসে গতকাল সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে সেই জুজু কাটাল উইন্ডিজ। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ জানিয়েছেন, পুরোনো ঘটনা তাঁদের ম্যাচটি জিতে অনুপ্রেরণা জুগিয়েছে।

মিরপুরে ২০১৮ সালের ডিসেম্বরে বাংলাদেশকে হারানোর পর ওয়ানডেতে তাদের কাছে পাত্তাই পাচ্ছিল না ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ গুনে গুনে টানা ১১ ওয়ানডে জেতে ক্যারিবীয়দের বিপক্ষে। সেন্ট কিটসে প্রথমে ব্যাটিং নিয়ে স্কোরবোর্ডে বাংলাদেশ যখন ২৯৪ রান জমা করে তখন আশা করা হচ্ছিল, সংখ্যাটা হয়ত ১২ পর্যন্ত যাবে। বাংলাদেশের আক্রমণাত্মক বোলিংয়ে ২৭ রানেই ২ উইকেট হারিয়ে বসে উইন্ডিজ। রানের জন্য হাঁসফাঁস করতে থাকা উইন্ডিজ ম্যাচটি শেষ পর্যন্ত জিতেছে ১৪ বল হাতে রেখে ৫ উইকেটে। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হোপ বলেন, ‘ছেলেরা এভাবেই মাঠে খেলেছে এবং দেখিয়েছে টানা ১১ ম্যাচ হারের বৃত্ত থেকে এভাবেই বেরিয়ে আসতে চেয়েছি। এই ব্যাপার নিয়ে আমরা একটু হলেও আলোচনা করেছি।’

বাংলাদেশের বিপক্ষে গতকাল ওয়েস্ট ইন্ডিজের টপ অর্ডার ব্যর্থ হয়েছে। দুই ওপেনার এভিন লুইস (১৬), ব্র্যান্ডন কিং (৯) এবং কিসি কার্টি (২১) ইনিংস বড় করতে পারেনি। বড় জুটি হয়েছে মিডল অর্ডারে। চতুর্থ ও পঞ্চম উইকেটে হোপ ও জাস্টিন গ্রিভসের সঙ্গে ৯৯ ও ৯৫ রানের জুটি দুটি গড়তে অবদান রাখেন শারফেন রাদারফোর্ড। যেখানে পঞ্চম উইকেটের জুটিটা এসেছে ৫৭ বলে। অধিনায়ক হোপ চার নম্বরে নেমে খেলেছেন ৮৮ বলে ৮৬ রানের ইনিংস। উইন্ডিজ অধিনায়ক বলেন, ‘ব্যাটারদের দায়িত্ব নেওয়ার কথা বলি এবং প্রায় সময়ই বড় স্কোরের তাগিদ দিই। প্রথম তিন-চার ব্যাটারকে অবশ্যই জ্বলে উঠতে হবে।’

নিজেদের সবশেষ ৫ ম্যাচের ৪টিতেই জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। যার মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে উইন্ডিজের ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি রয়েছে। তবে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ের পর আত্মতুষ্টিতে ভুগতে চান না হোপ। কারণ, পিছিয়ে থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়ের উদাহরণ রয়েছে ভুঁড়ি ভুঁড়ি। উইন্ডিজ অধিনায়ক বলেন,‘আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই। নির্ভার না, যতটা সম্ভব ধারাবাহিক হতে চাই।’

৮০ বলে ১১৩ রানের ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন রাদারফোর্ড। ৮০ বলের ইনিংসে ৭ চার ও ৮ ছক্কা মেরেছেন তিনি। এটা তাঁর ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত