ক্রীড়া ডেস্ক
বিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
ইডেন গার্ডেন্সে গত রাতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টস করতে নামেন গুজরাট টাইটান্সের অধিনায়ক শুবমান গিল। দর্শকপূর্ণ স্টেডিয়ামে বাংলায় ‘কেমন আছ’ বলেন মরিসন। নিউজিল্যান্ডের এই ধারাভাষ্যকারের সঙ্গে এরপর কথা বলেন কলকাতা অধিনায়ক আজিঙ্কা রাহানে ও গুজরাট অধিনায়ক গিল। হাসিখুশি গিলকে দেখে মরিসনের প্রশ্ন, ‘অনেক হাসিখুশি মনে হচ্ছে তোমাকে দেখে। ব্যাপার কী? সামনেই কি বিয়ে নাকি?’ এমন প্রশ্ন শুনে গিল হতভম্ব হয়ে পড়েন। হাসতে হাসতে ২৫ বছর বয়সী ভারতীয় এই ক্রিকেটার উত্তর দিলেন, ‘না। তেমন কিছু না।’
ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের সঙ্গে গিলের সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে শোনা যায় অনেক কথাবার্তা। সামাজিক মাধ্যমে যে ব্যাপার নিয়ে এত আলোচনা হচ্ছে, সেটা কি এত সহজে মানুষের দৃষ্টি এড়ায়! মরিসন সেই ধারণা থেকেই হয়তো হাসিখুশি গিলকে দেখে বিয়ে সংক্রান্ত প্রশ্ন করেছেন। আবার গিল-সারার সম্পর্কে ভাঙন ধরার গুঞ্জনও শোনা গেছে। সারা-গিলের সম্পর্কের এখন কী অবস্থা, সেটা তাঁরাই ভালো বলতে পারবেন।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে গত রাতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন গিল। গুজরাট টাইটান্সের ৩৯ রানের জয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন। ৫৫ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৯০ রান করেছেন তিনি। আট ম্যাচে ৬ জয় ও ২ পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে গিলের গুজরাট এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। ৬ পয়েন্ট নিয়ে কলকাতা অবস্থান করছে সাত নম্বরে। ১৮ মে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ দিয়ে শেষ হচ্ছে লিগ পর্ব। ২৫ মে ফাইনাল হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।
বিপিএল, আইপিএল বা আন্তর্জাতিক ক্রিকেট—বিশ্বের যে টুর্নামেন্টই হোক, ড্যানি মরিসনের হাস্যরসাত্মক উপস্থাপনা না থেকে কি পারে! মজার ছলে এমন প্রশ্ন মরিসন করেন, তাতে অপর মানুষও হতচকিত হয়ে পড়েন। কলকাতার ইডেন গার্ডেন্সে গতকাল এমন ঘটনা ঘটেছে।
ইডেন গার্ডেন্সে গত রাতে কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে টস করতে নামেন গুজরাট টাইটান্সের অধিনায়ক শুবমান গিল। দর্শকপূর্ণ স্টেডিয়ামে বাংলায় ‘কেমন আছ’ বলেন মরিসন। নিউজিল্যান্ডের এই ধারাভাষ্যকারের সঙ্গে এরপর কথা বলেন কলকাতা অধিনায়ক আজিঙ্কা রাহানে ও গুজরাট অধিনায়ক গিল। হাসিখুশি গিলকে দেখে মরিসনের প্রশ্ন, ‘অনেক হাসিখুশি মনে হচ্ছে তোমাকে দেখে। ব্যাপার কী? সামনেই কি বিয়ে নাকি?’ এমন প্রশ্ন শুনে গিল হতভম্ব হয়ে পড়েন। হাসতে হাসতে ২৫ বছর বয়সী ভারতীয় এই ক্রিকেটার উত্তর দিলেন, ‘না। তেমন কিছু না।’
ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের মেয়ে সারা টেন্ডুলকারের সঙ্গে গিলের সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে শোনা যায় অনেক কথাবার্তা। সামাজিক মাধ্যমে যে ব্যাপার নিয়ে এত আলোচনা হচ্ছে, সেটা কি এত সহজে মানুষের দৃষ্টি এড়ায়! মরিসন সেই ধারণা থেকেই হয়তো হাসিখুশি গিলকে দেখে বিয়ে সংক্রান্ত প্রশ্ন করেছেন। আবার গিল-সারার সম্পর্কে ভাঙন ধরার গুঞ্জনও শোনা গেছে। সারা-গিলের সম্পর্কের এখন কী অবস্থা, সেটা তাঁরাই ভালো বলতে পারবেন।
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে গত রাতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন গিল। গুজরাট টাইটান্সের ৩৯ রানের জয়ে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেয়েছেন। ৫৫ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৯০ রান করেছেন তিনি। আট ম্যাচে ৬ জয় ও ২ পরাজয়ে ১২ পয়েন্ট নিয়ে গিলের গুজরাট এখন পয়েন্ট টেবিলের শীর্ষে। ৬ পয়েন্ট নিয়ে কলকাতা অবস্থান করছে সাত নম্বরে। ১৮ মে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস-সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ দিয়ে শেষ হচ্ছে লিগ পর্ব। ২৫ মে ফাইনাল হবে কলকাতার ইডেন গার্ডেন্সে।
এশিয়া কাপের আগে বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল ভারতের। কিন্তু সেই সিরিজ পিছিয়ে নেওয়া হয়েছে আগামী বছরে। এশিয়া কাপের আগে তাই আর কোনো সিরিজ নেই তাদের।
৩ ঘণ্টা আগেএশিয়া কাপ ও নেদারল্যান্ডস সিরিজ সামনে রেখে ভোর থেকেই ব্যস্ততা বাড়ে মিরপুরের হোম অব ক্রিকেটের জিমে। বিসিবির স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ নাথান কেলি জিম থেকে মূল মাঠ, আবার সেখান থেকে পল্টনের জাতীয় স্টেডিয়াম পর্যন্ত ছুটছেন একঝাঁক ক্রিকেটার নিয়ে। উদ্দেশ্য তাঁর একটাই ক্রিকেটারদের ফিটনেসকে পোক্ত করে তোলা। ভাল
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
৪ ঘণ্টা আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
৫ ঘণ্টা আগে