ক্রিকেটের সৌজন্যে মাঝে মাঝে অনেক বিস্ময় দেখারও সুযোগ হয়। বাবা-ছেলের জুটি আগেও বিভিন্ন সময় দেখা গেছে ক্রিকেটে। ডার্বিশায়ার ক্রিকেট লিগে ডিভিশন নাইনের ম্যাচে যা হয়েছে, তা বিস্ময়ই!
জুটি বেঁধে দলের বিপর্যয়ে ঢাল হয়ে ম্যাচ ড্র করলেন বাবা ও ছেলে। বাবা ১৩৭ বলে শূন্য রানে অপরাজিত থাকেন। ছেলে ৭১ বলে ৪ রান করে আউট হয়েছেন। ছেলের ৪টি রানও এসেছে একটি বাউন্ডারি থেকে।
ডার্বিশায়ার ক্রিকেট লিগে মিকলওভার থার্ড ইলেভেনের বিপক্ষে এমন ব্যাটিং ডার্লি অ্যাবি ক্রিকেট ক্লাব ফোর্থ ইলেভেনের বাবা ইয়ান বেস্টউইক ও ছেলে থমাস বেস্টউইক। দুজনে মিলে ২০৮ বল খেলে করেছেন ৪ রান।
আগে ব্যাটিংয়ে নেমে ওপেনার ম্যাক্স থমসন ১৭ চার ও ১৪ ছক্কার তাণ্ডবে ১২৮ বলে খেলেন ১৮৬ রানের কল্যাণে মিকলওভার ৩৫ ওভারে ৪ উইকেটে ২৭১ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে ডার্লি অ্যাবি ৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে শুরুতেই কঠিন বিপর্যয়ে পড়ে।
তারপর বাবা-ছেলে ইয়ান-থমাস থিতু হয়ে দাঁড়ালেন। মিকলওভারের বোলারদের হতাশ করে ম্যাচ ড্রয়ের দিকে নিয়ে যান তাঁরা। শেষ দিকে জুটি ভাঙে লিয়াম ফিঞ্চের বলে থমাস বোল্ড হলে। ৭১ বলে ৪ রান করেন তিনি।
ছেলে আউট হলেও বাবাকে আউট করা অসম্ভবই থাকল। ১৩৭ বলে ০ যেন জ্বলজ্বল করছিল তাঁর নামের পাশে! ডার্লি অ্যাবি হার এড়াল তাঁর ‘শূন্য’ রানের কল্যাণেই। ৪৫ ওভারে ৪ উইকেটে ২১ রান করার পর ড্র হয় ম্যাচ। এর মধ্যে ৯ রান আসে অতিরিক্ত থেকে।
ম্যাচ শেষে বাবা ইয়ান বেস্টউইক বললেন, ‘একটা পর্যায়ে রান না করতেই দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম আমি। আমাদের ড্রেসিং রুম তো উল্লাসে কাঁপছিল। উচ্ছ্বসিত ছিল সবাই। এই ম্যাচই তুলে ধরেছে, স্থানীয় ক্রিকেট কতটা ভালো হতে পারে। বোলিংয়ের সময় তিন ঘণ্টা ধরে মাঠের সব প্রান্তে ছুটোছুটি করতে হয়েছে আমাদের। ইনিংস শেষে আমাদের ছেলেরা খুবই হতাশ ছিল। কিন্তু ম্যাচ শেষে মনে হয়েছে, আমরা কাপ জিতেছি বা এ রকম কিছু।’
ক্রিকেটের সৌজন্যে মাঝে মাঝে অনেক বিস্ময় দেখারও সুযোগ হয়। বাবা-ছেলের জুটি আগেও বিভিন্ন সময় দেখা গেছে ক্রিকেটে। ডার্বিশায়ার ক্রিকেট লিগে ডিভিশন নাইনের ম্যাচে যা হয়েছে, তা বিস্ময়ই!
জুটি বেঁধে দলের বিপর্যয়ে ঢাল হয়ে ম্যাচ ড্র করলেন বাবা ও ছেলে। বাবা ১৩৭ বলে শূন্য রানে অপরাজিত থাকেন। ছেলে ৭১ বলে ৪ রান করে আউট হয়েছেন। ছেলের ৪টি রানও এসেছে একটি বাউন্ডারি থেকে।
ডার্বিশায়ার ক্রিকেট লিগে মিকলওভার থার্ড ইলেভেনের বিপক্ষে এমন ব্যাটিং ডার্লি অ্যাবি ক্রিকেট ক্লাব ফোর্থ ইলেভেনের বাবা ইয়ান বেস্টউইক ও ছেলে থমাস বেস্টউইক। দুজনে মিলে ২০৮ বল খেলে করেছেন ৪ রান।
আগে ব্যাটিংয়ে নেমে ওপেনার ম্যাক্স থমসন ১৭ চার ও ১৪ ছক্কার তাণ্ডবে ১২৮ বলে খেলেন ১৮৬ রানের কল্যাণে মিকলওভার ৩৫ ওভারে ৪ উইকেটে ২৭১ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে ডার্লি অ্যাবি ৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে শুরুতেই কঠিন বিপর্যয়ে পড়ে।
তারপর বাবা-ছেলে ইয়ান-থমাস থিতু হয়ে দাঁড়ালেন। মিকলওভারের বোলারদের হতাশ করে ম্যাচ ড্রয়ের দিকে নিয়ে যান তাঁরা। শেষ দিকে জুটি ভাঙে লিয়াম ফিঞ্চের বলে থমাস বোল্ড হলে। ৭১ বলে ৪ রান করেন তিনি।
ছেলে আউট হলেও বাবাকে আউট করা অসম্ভবই থাকল। ১৩৭ বলে ০ যেন জ্বলজ্বল করছিল তাঁর নামের পাশে! ডার্লি অ্যাবি হার এড়াল তাঁর ‘শূন্য’ রানের কল্যাণেই। ৪৫ ওভারে ৪ উইকেটে ২১ রান করার পর ড্র হয় ম্যাচ। এর মধ্যে ৯ রান আসে অতিরিক্ত থেকে।
ম্যাচ শেষে বাবা ইয়ান বেস্টউইক বললেন, ‘একটা পর্যায়ে রান না করতেই দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম আমি। আমাদের ড্রেসিং রুম তো উল্লাসে কাঁপছিল। উচ্ছ্বসিত ছিল সবাই। এই ম্যাচই তুলে ধরেছে, স্থানীয় ক্রিকেট কতটা ভালো হতে পারে। বোলিংয়ের সময় তিন ঘণ্টা ধরে মাঠের সব প্রান্তে ছুটোছুটি করতে হয়েছে আমাদের। ইনিংস শেষে আমাদের ছেলেরা খুবই হতাশ ছিল। কিন্তু ম্যাচ শেষে মনে হয়েছে, আমরা কাপ জিতেছি বা এ রকম কিছু।’
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৫ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
১৬ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
১৭ ঘণ্টা আগে