ক্রিকেটের সৌজন্যে মাঝে মাঝে অনেক বিস্ময় দেখারও সুযোগ হয়। বাবা-ছেলের জুটি আগেও বিভিন্ন সময় দেখা গেছে ক্রিকেটে। ডার্বিশায়ার ক্রিকেট লিগে ডিভিশন নাইনের ম্যাচে যা হয়েছে, তা বিস্ময়ই!
জুটি বেঁধে দলের বিপর্যয়ে ঢাল হয়ে ম্যাচ ড্র করলেন বাবা ও ছেলে। বাবা ১৩৭ বলে শূন্য রানে অপরাজিত থাকেন। ছেলে ৭১ বলে ৪ রান করে আউট হয়েছেন। ছেলের ৪টি রানও এসেছে একটি বাউন্ডারি থেকে।
ডার্বিশায়ার ক্রিকেট লিগে মিকলওভার থার্ড ইলেভেনের বিপক্ষে এমন ব্যাটিং ডার্লি অ্যাবি ক্রিকেট ক্লাব ফোর্থ ইলেভেনের বাবা ইয়ান বেস্টউইক ও ছেলে থমাস বেস্টউইক। দুজনে মিলে ২০৮ বল খেলে করেছেন ৪ রান।
আগে ব্যাটিংয়ে নেমে ওপেনার ম্যাক্স থমসন ১৭ চার ও ১৪ ছক্কার তাণ্ডবে ১২৮ বলে খেলেন ১৮৬ রানের কল্যাণে মিকলওভার ৩৫ ওভারে ৪ উইকেটে ২৭১ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে ডার্লি অ্যাবি ৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে শুরুতেই কঠিন বিপর্যয়ে পড়ে।
তারপর বাবা-ছেলে ইয়ান-থমাস থিতু হয়ে দাঁড়ালেন। মিকলওভারের বোলারদের হতাশ করে ম্যাচ ড্রয়ের দিকে নিয়ে যান তাঁরা। শেষ দিকে জুটি ভাঙে লিয়াম ফিঞ্চের বলে থমাস বোল্ড হলে। ৭১ বলে ৪ রান করেন তিনি।
ছেলে আউট হলেও বাবাকে আউট করা অসম্ভবই থাকল। ১৩৭ বলে ০ যেন জ্বলজ্বল করছিল তাঁর নামের পাশে! ডার্লি অ্যাবি হার এড়াল তাঁর ‘শূন্য’ রানের কল্যাণেই। ৪৫ ওভারে ৪ উইকেটে ২১ রান করার পর ড্র হয় ম্যাচ। এর মধ্যে ৯ রান আসে অতিরিক্ত থেকে।
ম্যাচ শেষে বাবা ইয়ান বেস্টউইক বললেন, ‘একটা পর্যায়ে রান না করতেই দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম আমি। আমাদের ড্রেসিং রুম তো উল্লাসে কাঁপছিল। উচ্ছ্বসিত ছিল সবাই। এই ম্যাচই তুলে ধরেছে, স্থানীয় ক্রিকেট কতটা ভালো হতে পারে। বোলিংয়ের সময় তিন ঘণ্টা ধরে মাঠের সব প্রান্তে ছুটোছুটি করতে হয়েছে আমাদের। ইনিংস শেষে আমাদের ছেলেরা খুবই হতাশ ছিল। কিন্তু ম্যাচ শেষে মনে হয়েছে, আমরা কাপ জিতেছি বা এ রকম কিছু।’
ক্রিকেটের সৌজন্যে মাঝে মাঝে অনেক বিস্ময় দেখারও সুযোগ হয়। বাবা-ছেলের জুটি আগেও বিভিন্ন সময় দেখা গেছে ক্রিকেটে। ডার্বিশায়ার ক্রিকেট লিগে ডিভিশন নাইনের ম্যাচে যা হয়েছে, তা বিস্ময়ই!
জুটি বেঁধে দলের বিপর্যয়ে ঢাল হয়ে ম্যাচ ড্র করলেন বাবা ও ছেলে। বাবা ১৩৭ বলে শূন্য রানে অপরাজিত থাকেন। ছেলে ৭১ বলে ৪ রান করে আউট হয়েছেন। ছেলের ৪টি রানও এসেছে একটি বাউন্ডারি থেকে।
ডার্বিশায়ার ক্রিকেট লিগে মিকলওভার থার্ড ইলেভেনের বিপক্ষে এমন ব্যাটিং ডার্লি অ্যাবি ক্রিকেট ক্লাব ফোর্থ ইলেভেনের বাবা ইয়ান বেস্টউইক ও ছেলে থমাস বেস্টউইক। দুজনে মিলে ২০৮ বল খেলে করেছেন ৪ রান।
আগে ব্যাটিংয়ে নেমে ওপেনার ম্যাক্স থমসন ১৭ চার ও ১৪ ছক্কার তাণ্ডবে ১২৮ বলে খেলেন ১৮৬ রানের কল্যাণে মিকলওভার ৩৫ ওভারে ৪ উইকেটে ২৭১ রান তুলে ইনিংস ঘোষণা করে। জবাবে ডার্লি অ্যাবি ৮ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে শুরুতেই কঠিন বিপর্যয়ে পড়ে।
তারপর বাবা-ছেলে ইয়ান-থমাস থিতু হয়ে দাঁড়ালেন। মিকলওভারের বোলারদের হতাশ করে ম্যাচ ড্রয়ের দিকে নিয়ে যান তাঁরা। শেষ দিকে জুটি ভাঙে লিয়াম ফিঞ্চের বলে থমাস বোল্ড হলে। ৭১ বলে ৪ রান করেন তিনি।
ছেলে আউট হলেও বাবাকে আউট করা অসম্ভবই থাকল। ১৩৭ বলে ০ যেন জ্বলজ্বল করছিল তাঁর নামের পাশে! ডার্লি অ্যাবি হার এড়াল তাঁর ‘শূন্য’ রানের কল্যাণেই। ৪৫ ওভারে ৪ উইকেটে ২১ রান করার পর ড্র হয় ম্যাচ। এর মধ্যে ৯ রান আসে অতিরিক্ত থেকে।
ম্যাচ শেষে বাবা ইয়ান বেস্টউইক বললেন, ‘একটা পর্যায়ে রান না করতেই দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম আমি। আমাদের ড্রেসিং রুম তো উল্লাসে কাঁপছিল। উচ্ছ্বসিত ছিল সবাই। এই ম্যাচই তুলে ধরেছে, স্থানীয় ক্রিকেট কতটা ভালো হতে পারে। বোলিংয়ের সময় তিন ঘণ্টা ধরে মাঠের সব প্রান্তে ছুটোছুটি করতে হয়েছে আমাদের। ইনিংস শেষে আমাদের ছেলেরা খুবই হতাশ ছিল। কিন্তু ম্যাচ শেষে মনে হয়েছে, আমরা কাপ জিতেছি বা এ রকম কিছু।’
আর্সেনালের চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ওঠার ঘটনা মাত্র দুই সপ্তাহ পুরোনো। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলে জিতে গানার্সরা ওঠে শেষ চারে। তবে ১৬ বছর পর সেমিতে উঠে শুরুতেই ধাক্কা খেল আর্সেনাল।
৩৭ মিনিট আগেকাশ্মীরের পেহেলগামে নৃশংস হামলায় ২৬ পর্যটক নিহত হয়েছেন। ভারত দাবি করেছে, এর পেছনে পাকিস্তানের সম্পৃক্ততা রয়েছে। এ ইস্যুতে দুই দলের মধ্যে বিরাজ করছে উত্তেজনা। ভারত সরকার তাদের দেশে পাকিস্তানের বিভিন্ন নিউজ সাইট, ইউটিউব চ্যানেল ব্লক কেরে দিয়েছে। ক্রিকেটাররাও জড়িয়ে গেছেন বাগ্যুদ্ধে। শোয়েব আখতারের ইউটি
১৩ ঘণ্টা আগেসাত বছর চলছে সাদমান ইসলামের আন্তর্জাতিক ক্যারিয়ারের। চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন দেখা পেয়েছেন নিজের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি, সঙ্গে পূর্ণ করলেন ১০০০ রান। বাংলাদেশের ১৮ তম ক্রিকেটার হিসেবে ১ হাজার রান সাদমানের।
১৪ ঘণ্টা আগে