Ajker Patrika

সূর্যকুমারের আরও কাছে বাবর, সবার ওপরে সাকিব 

আপডেট : ০২ মে ২০২৪, ১৬: ১০
সূর্যকুমারের আরও কাছে বাবর, সবার ওপরে সাকিব 

সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব ফিরে পাওয়ার সিরিজটা বাবর আজমের কাছে অম্লমধুর। নিউজিল্যান্ডের বিপক্ষে বাবরের নেতৃত্বাধীন পাকিস্তান সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজ শেষ করেছে ২-২ সমতায়। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এক ফিফটি করে আইসিসির র‍্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছেন বাবর। আন্তর্জাতিক ক্রিকেটে কয়েক মাস ধরে অনিয়মিত সাকিব আল হাসান এখনো শীর্ষস্থান ধরে রেখেছেন। 

সাপ্তাহিক র‍্যাঙ্কিং আজ হালনাগাদ করেছে আইসিসি। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়ে চারে উঠে এসেছেন বাবর। পাকিস্তানি ব্যাটারের রেটিং পয়েন্ট এখন ৭৬৩। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে চার ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন বাবর। ৩১.২৫ গড় ও ১৩৮.৮৮ স্ট্রাইকরেটে করেছেন ১২৫ রান। যেখানে ২৭ এপ্রিল পঞ্চম টি-টোয়েন্টিতে ৪৪ বলে করেছেন ৬৯ রান। ৬টি চার ও ২ ছক্কা মেরেছেন তিনি। ৮৬১ রেটিং পয়েন্ট নিয়ে এখনো টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে শীর্ষ ব্যাটার সূর্যকুমার যাদব। ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে দুই ও তিনে থাকা ফিল সল্ট ও মোহাম্মদ রিজওয়ানের রেটিং পয়েন্ট ৮০২ ও ৭৮৪। 

 নিউজিল্যান্ডের বিপক্ষে ফিফটি করে র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাবর আজম। ছবি: এএফপি আন্তর্জাতিক টি-টোয়েন্টি সাকিব সবশেষ ম্যাচ খেলেছেন গত বছরের জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে। ১০ মাসে বাংলাদেশের জার্সিতে কোনো টি-টোয়েন্টি খেলেননি ঠিকই। তবে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এখনো সবার ওপরে তিনি। বাংলাদেশের তারকা অলরাউন্ডারের রেটিং পয়েন্ট ২৪০। জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিন ম্যাচের দলে নেই সাকিব। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে অলরাউন্ডারের র‍্যাঙ্কিংয়ে সাকিবের ঘাড়ে নিশ্বাস ফেলছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মোহাম্মদ নবী। দুই ও তিনে থাকা হাসারাঙ্গা ও নবীর রেটিং পয়েন্ট ২২৮ ও ২১৮। 

বাবরের সতীর্থরাও সুখবর পেয়েছেন নিউজিল্যান্ড সিরিজের পর। টি-টোয়েন্টিতে বোলারদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে ১৪ নম্বরে উঠে এসেছেন শাহিন শাহ আফ্রিদি। শাহিনের রেটিং পয়েন্ট ৬২৭। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের পঞ্চম টি-টোয়েন্টিতে ৩০ রানে ৪ উইকেট নিয়ে জেতেন ম্যাচসেরার পুরস্কার। ৭.৩৮ ইকোনমিতে ৮ উইকেট নিয়ে সিরিজসেরাও হয়েছেন তিনি। সমান ৬২৭ রেটিং পয়েন্ট নিয়ে শাহিনের সঙ্গে যৌথভাবে ১৪ নম্বরে আফগানিস্তানের ফজলহক ফারুকি। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১০ ধাপ এগিয়ে ৬২ নম্বরে উঠে এসেছেন ফখর জামান। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে করেছেন ১০৪ রান। 

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেটে অনিয়মিত সাকিব আল হাসান। টি-টোয়েন্টিতে এখনো তিনি শীর্ষ অলরাউন্ডার। ছবি: এএফপিপাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর লাফ দিয়েছেন টিম সাইফার্ট। টি-টোয়েন্টিতে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠে এসেছেন সাইফার্ট। ২৮.৩৩ গড় ও ১৪৪.০৬ স্ট্রাইকরেটে সিরিজে করেন ৮৫ রান। সমান রেটিং পয়েন্ট ৬২২ নিয়ে সাইফার্টের সঙ্গে যৌথভাবে ১৭ নম্বরে ট্রাভিস হেড। বোলারদের র‍্যাঙ্কিংয়ে ৭২৬ রেটিং পয়েন্ট নিয়ে এখনো সবার ওপরে আদিল রশিদ। দুই ও তিনে থাকা হাসারাঙ্গা ও আকিল হোসেনের রেটিং পয়েন্ট ৬৮৭ ও ৬৮৪।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত