Ajker Patrika

মোস্তাফিজকে ছেড়ে দিল চেন্নাই

ক্রীড়া ডেস্ক    
মোস্তাফিজুর রহমান। ছবি: এএফপি
মোস্তাফিজুর রহমান। ছবি: এএফপি

বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিল চেন্নাই সুপার কিংস (সিএসকে)। তবে ধরে রেখেছে মহেন্দ্র সিং ধোনি ও আরও পাঁচ খেলোয়াড়কে।

আগামী আইপিএলের মেগা নিলামের আগে ১০ ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড় ধরে রাখার তালিকা জমা দেওয়ার শেষ সময় ছিল আজ। সেই নিয়ম অনুসারে ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে চেন্নাই।

সেই তালিকায় নেই মোস্তাফিজ। চেন্নাইয়ের হয়ে মাত্র এক মৌসুম খেলেছেন তিনি। গত মৌসুমে ফ্র্যাঞ্চাইজিটির হয়ে ৯ ম্যাচে ১৪ উইকেট নেন তিনি। এর আগের সংস্করণে তিনি খেলেছেন দিল্লি ক্যাপিটালসের হয়ে।

নিয়ম অনুসারে, চেন্নাই ধোনিকে ধরে রেখেছে ‘আনক্যাপড’ হিসেবে। তাতেই ৪৩ বছর বয়সী সাবেক ভারতীয় অধিনায়কের ২০২৫ আইপিএলে খেলার শঙ্কা কেটে গেল। চেন্নাই খেলোয়াড় ধরে রাখার যে তালিকা দিয়েছে সেখানে ১৮ কোটি রুপির ক্যাটাগরিতে আছেন রুতুরাজ গাইকোয়াড ও রবীন্দ্র জাদেজা।

শ্রীলঙ্কান পেসার মাতিশা পাতিরানা আছেন ১৩ কোটি রুপিতে। ১২ কোটি রুপিতে শিবম দুবে। ধোনি ভিত্তিমূল্য (প্রাইস ট্যাগ) ধরা হয়েছে ৪ কোটি রুপি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

এপিএসের বেতন ১ বছরে বেড়েছে ১৮ বছরের সমান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত