২০২৪ আইপিএল যতই শেষের দিকে এগোচ্ছে, ততই জমে উঠেছে। ১০ দলের টুর্নামেন্টে কোন চার দল খেলবে প্লে-অফ খেলবে, তা নিয়ে চলছে দারুণ প্রতিযোগিতা। পয়েন্ট টেবিলের অবস্থা দেখে মনে হবে যেন যানজট সৃষ্টি হয়েছে।
৭৪ ম্যাচের মধ্যে এরই মধ্যে ৫৬ ম্যাচ হয়ে গেছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত রাতে রাজস্থান রয়্যালসকে ২০ রানে হারিয়েই লড়াইটা জমিয়ে দেয় দিল্লি ক্যাপিটালস। যে ম্যাচ জিতলে রাজস্থান পয়েন্ট টেবিলের শীর্ষে উঠত, তা আর সম্ভব হয়নি। এক ও দুইয়ে থাকা কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থানের পয়েন্ট ১৬। তবে নেট রানরেট এগিয়ে থাকায় সবার ওপরে কলকাতা। কলকাতার নেট রানরেট + ১.৪৫৩ ও রাজস্থানের নেট রানরেট + ০.৪৭৬। ১০ দলের প্রত্যেকেরই পয়েন্ট ৪ এর গুণিতক। তিন থেকে ছয়ে থাকা চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস প্রত্যেকের পয়েন্ট ১২। ৮ করে পয়েন্ট পেয়েছে নিচের দিকের চার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস, মুম্বাই ইন্ডিয়ানস ও গুজরাট টাইটানস।
অবিশ্বাস্য কিছু না হলে কলকাতা, রাজস্থানের প্লে অফ খেলা নিশ্চিতই বলা চলে। দুটি দলেরই লিগ পর্বের ম্যাচ রয়েছে একটি করে। যার মধ্যে ১৯ মে গুয়াহাটিতে লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে তারাই। তিন ও চারের জন্য লড়াইটা চলছে বেশি। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ রাতে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। দুটি দলই খেলেছে ১১টি করে ম্যাচ। যে জিতবে, সে উঠে যাবে তিন নম্বরে। হারলে পিছিয়ে পড়বে প্লে-অফের দৌড় থেকে।
এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালস ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। প্রথম পাঁচ ম্যাচে তারা কেবল এক ম্যাচ জেতে। বর্তমানে ১২ ম্যাচে ৬টি করে জয় ও পরাজয়ে ১২ পয়েন্ট দলটির। দিল্লি নিজেদের শেষ দুই ম্যাচ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটানসের বিপক্ষে। বেঙ্গালুরু ও গুজরাটের প্লে-অফ খেলার ন্যুনতম আশা এখনো বেঁচে রয়েছে। দুটি দলকেই নিজেদের শেষ ম্যাচগুলো তো জিততে হবেই। খেয়াল রাখতে হবে রানরেট ও অন্যান্য ম্যাচের দিকে।
পাঞ্জাব কিংসেরও প্লে-অফে ওঠার পথ অনেকটা বেঙ্গালুরু ও গুজরাটের মতোই। যেখানে ধর্মশালায় আগামীকাল বেঙ্গালুরুর মুখোমুখি হবে পাঞ্জাব। যে দল হারবে, তারা টুর্নামেন্টে অষ্টম ম্যাচ হারবে। অর্ধেকের বেশি ম্যাচ হারলে সেই দলের তো সেরা চারে জায়গা করে নেওয়ার সম্ভাবনা নেই। উপরন্তু রাজস্থান, হায়দরাবাদের বিপক্ষেও খেলতে হবে পাঞ্জাবকে। রাজস্থান, হায়দরাবাদ দল দুটি এবারের আইপিএলে রানের বন্যা বইয়ে দিচ্ছে। আট ম্যাচ হেরে বসা মুম্বাইয়ের প্লে-অফে খেলার সম্ভাবনা কার্যত শেষ। যদি কলকাতা ও লক্ষ্ণৌকে শেষ দুই ম্যাচে হারায়ও, ১২ পয়েন্টের বেশি পাচ্ছে না মুম্বাই। বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাইয়ের শেষ তিন ম্যাচ গুজরাট, রাজস্থান ও বেঙ্গালুরুর বিপক্ষে।
২০২৪ আইপিএল যতই শেষের দিকে এগোচ্ছে, ততই জমে উঠেছে। ১০ দলের টুর্নামেন্টে কোন চার দল খেলবে প্লে-অফ খেলবে, তা নিয়ে চলছে দারুণ প্রতিযোগিতা। পয়েন্ট টেবিলের অবস্থা দেখে মনে হবে যেন যানজট সৃষ্টি হয়েছে।
৭৪ ম্যাচের মধ্যে এরই মধ্যে ৫৬ ম্যাচ হয়ে গেছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে গত রাতে রাজস্থান রয়্যালসকে ২০ রানে হারিয়েই লড়াইটা জমিয়ে দেয় দিল্লি ক্যাপিটালস। যে ম্যাচ জিতলে রাজস্থান পয়েন্ট টেবিলের শীর্ষে উঠত, তা আর সম্ভব হয়নি। এক ও দুইয়ে থাকা কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থানের পয়েন্ট ১৬। তবে নেট রানরেট এগিয়ে থাকায় সবার ওপরে কলকাতা। কলকাতার নেট রানরেট + ১.৪৫৩ ও রাজস্থানের নেট রানরেট + ০.৪৭৬। ১০ দলের প্রত্যেকেরই পয়েন্ট ৪ এর গুণিতক। তিন থেকে ছয়ে থাকা চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস প্রত্যেকের পয়েন্ট ১২। ৮ করে পয়েন্ট পেয়েছে নিচের দিকের চার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পাঞ্জাব কিংস, মুম্বাই ইন্ডিয়ানস ও গুজরাট টাইটানস।
অবিশ্বাস্য কিছু না হলে কলকাতা, রাজস্থানের প্লে অফ খেলা নিশ্চিতই বলা চলে। দুটি দলেরই লিগ পর্বের ম্যাচ রয়েছে একটি করে। যার মধ্যে ১৯ মে গুয়াহাটিতে লিগ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে তারাই। তিন ও চারের জন্য লড়াইটা চলছে বেশি। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ রাতে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। দুটি দলই খেলেছে ১১টি করে ম্যাচ। যে জিতবে, সে উঠে যাবে তিন নম্বরে। হারলে পিছিয়ে পড়বে প্লে-অফের দৌড় থেকে।
এবারের আইপিএলে দিল্লি ক্যাপিটালস ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। প্রথম পাঁচ ম্যাচে তারা কেবল এক ম্যাচ জেতে। বর্তমানে ১২ ম্যাচে ৬টি করে জয় ও পরাজয়ে ১২ পয়েন্ট দলটির। দিল্লি নিজেদের শেষ দুই ম্যাচ খেলবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটানসের বিপক্ষে। বেঙ্গালুরু ও গুজরাটের প্লে-অফ খেলার ন্যুনতম আশা এখনো বেঁচে রয়েছে। দুটি দলকেই নিজেদের শেষ ম্যাচগুলো তো জিততে হবেই। খেয়াল রাখতে হবে রানরেট ও অন্যান্য ম্যাচের দিকে।
পাঞ্জাব কিংসেরও প্লে-অফে ওঠার পথ অনেকটা বেঙ্গালুরু ও গুজরাটের মতোই। যেখানে ধর্মশালায় আগামীকাল বেঙ্গালুরুর মুখোমুখি হবে পাঞ্জাব। যে দল হারবে, তারা টুর্নামেন্টে অষ্টম ম্যাচ হারবে। অর্ধেকের বেশি ম্যাচ হারলে সেই দলের তো সেরা চারে জায়গা করে নেওয়ার সম্ভাবনা নেই। উপরন্তু রাজস্থান, হায়দরাবাদের বিপক্ষেও খেলতে হবে পাঞ্জাবকে। রাজস্থান, হায়দরাবাদ দল দুটি এবারের আইপিএলে রানের বন্যা বইয়ে দিচ্ছে। আট ম্যাচ হেরে বসা মুম্বাইয়ের প্লে-অফে খেলার সম্ভাবনা কার্যত শেষ। যদি কলকাতা ও লক্ষ্ণৌকে শেষ দুই ম্যাচে হারায়ও, ১২ পয়েন্টের বেশি পাচ্ছে না মুম্বাই। বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাইয়ের শেষ তিন ম্যাচ গুজরাট, রাজস্থান ও বেঙ্গালুরুর বিপক্ষে।
রাজনৈতিক দ্বন্দ্বের কারণে লম্বা সময় ধরে দ্বিপাক্ষিক সিরিজ খেলছে না ভারত-পাকিস্তান। সেই দ্বন্দ্বের আঁচ পড়ে ক্রিকেটারদের মধ্যেও। বন্ধুত্বের আড়ালে উঠে আসে উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা। তেমনই এক ঘটনা শোনালেন ভারতের সাবেক পেসার ইরফান পাঠান। ২০০৬ সালে করাচি থেকে লাহোরে যাওয়ার সময় পাকিস্তানের সাবেক অলরাউন্ডা
১ ঘণ্টা আগেডিসেম্বরে ভারতে আসছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। ভারতে এবারই যে তাঁর প্রথম সফর তা নয়। ২০১১ সালেও পা রাখেন তিনি। তবে সেবার তাঁর সঙ্গী হয়েছিল পুরো আর্জেন্টিনা দল। এবার আসছেন ব্যক্তিগতভাবে। মেসিকে রাজি করানোটা তাই সহজ ছিল না ভারতের ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তের জন্য।
২ ঘণ্টা আগে‘রুত, দিনিস, দুয়ার্তে, মাতিলদা—অ্যানফিল্ড সবসময় তোমাদের ঘর হয়ে থাকবে। তোমরা কখনো একা হাঁটবে না।’
৩ ঘণ্টা আগেমিরপুরে কোয়াবের গত দুটি সভায় উপস্থিত ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। বিসিবিতে হওয়া সভায় ক্রিকেটারদের কল্যাণ সমিতি কোয়াবের নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনা করা হয়।
৪ ঘণ্টা আগে