Ajker Patrika

বাবরদের পছন্দ বিদেশি কোচ, রমিজের ভরসা পাকিস্তানি কোচ

আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১২: ৩১
বাবরদের পছন্দ বিদেশি কোচ, রমিজের ভরসা পাকিস্তানি কোচ

জাতীয় দলের ব্যাটারদের ‘পাওয়ার হিটিং’ দক্ষতা বাড়াতে একজন বিশেষজ্ঞ কোচ খুঁজছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এ নিয়ে অধিনায়ক বাবর আজম, সহ-অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান এবং অন্তর্বর্তীকালীন কোচ সাকলায়েন মোশতাকের সঙ্গে আলোচনাও সেরে নিয়েছেন পিসিবির চেয়ারম্যান রমিজ রাজা।

বিশেষজ্ঞ ব্যাটিং কোচ হিসেবে বিদেশি কাউকে চান বাবর, রিজওয়ান ও সাকলায়েনরা। কিন্তু রমিজ দেশি কোচ রাখার পক্ষে। তাতে খেলোয়াড় ও কোচের সঙ্গে পিসিবি চেয়ারম্যানের মুখোমুখি অবস্থানের বিষয়টি সামনে চলে এসেছে। 

নতুন বছর উপলক্ষে ভিডিও শুভেচ্ছা বার্তায় রমিজ জানান, ‘আমি বাবর-সাকলায়েন-রিজওয়ানের সঙ্গে কথা বলেছি। তারা জাতীয় দলের ড্রেসিংরুমে বিদেশি কোচের পক্ষে। তবে আমার চিন্তাভাবনা এ বিষয়ে বেশ উন্মুক্ত। আমার ধারণা, সফরে দেশি কোচদেরও অন্তর্ভুক্ত করা উচিত। ড্রেসিংরুমের আবহাওয়া ঠিক রাখতে হলে স্থায়ী কোচ থাকা জরুরি।’ 

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য কোনো স্থায়ী কোচ নিয়োগ দেয়নি পিসিবি। কারণ হিসেবে রমিজ বলেন, ‘দেখতে চেয়েছিলাম কীভাবে তারা তাদের নিজেদের চিন্তাভাবনা দিয়ে নিজেদের পায়ে দাঁড়াতে পারে। তারা যদি সাহায্য ছাড়া কঠিন পরিস্থিতিতে টিকতে না পারে, তাহলে অসাধারণ কেউ হতে পারবে না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত