ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে বিশেষ এক উদ্যোগ নিয়েছিলেন উসমান খাজা। পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে স্লোগানসংবলিত জুতা পরে খেলতে নামবেন তিনি। সেই অনুযায়ী ‘স্বাধীনতা একটি মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান’ লেখা জুতা পরে অনুশীলনও করছিলেন বাঁহাতি ব্যাটার।
আগামীকাল যখন তিন টেস্ট সিরিজের প্রথমটিতে খেলতে নামবেন খাজা, ঠিক তার আগে নিষেধাজ্ঞা পেয়েছেন তাঁর উদ্যোগে। এতে করে অনুশীলন করলেও মাঠে নামা হচ্ছে না স্লোগানসংবলিত জুতা পরে। আইসিসি থেকে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
সংবাদ সম্মেলনে কামিন্স বলেছেন, ‘উজির (খাজা) এ নিয়ে কোনো হইচই করার উদ্দেশ্যই ছিল না। তার জুতায় লেখা ছিল ‘প্রতিটি জীবনের মূল্য সমান’। আমি মনে করি, এটা খুব বেশি বিভেদ সৃষ্টিকারী ছিল না। আমার মনে হয় না, খুব বেশি মানুষের এটা নিয়ে অভিযোগ থাকত।’
কামিন্স যেমন তাঁর সতীর্থের প্রতি সমর্থন জানিয়েছেন, ঠিক তেমনি দিন কয়েক আগে খাজার ব্যক্তিগত মত প্রকাশের অধিকারকে সমর্থন জানিয়ে এক বিবৃতি প্রকাশ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তখন অবশ্য আইসিসির নিষেধাজ্ঞার বিষয়টিও স্মরণ করিয়ে দিয়েছিল অজিদের ক্রিকেট বোর্ড।
আইসিসির ৬৮ পৃষ্ঠার নথিতে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, খেলোয়াড়েরা কী পরতে পারবেন আর কী পরতে পারবেন না। আইসিসি কিংবা নিজ বোর্ড থেকে অনুমতি না নিয়ে পোশাক বা খেলার সরঞ্জামে কোনো ধরনের বার্তা প্রকাশ করতে পারবেন না। নথিতে স্পষ্টভাবে বলা হয়েছে, রাজনৈতিক কারণে বার্তা কোনোভাবে মঞ্জুর করা হবে না।
২০১৪ সালে ইংল্যান্ডের এক টেস্টে মঈন আলি ‘সেভ গাজা, ফ্রি প্যালেস্টাইন’ রিস্টব্যান্ড পরে খেলতে নেমেছিলেন। পরে ইংলিশ অলরাউন্ডারকে সেই রিস্টব্যান্ড পরা থেকে বিরত থাকতে বাধ্য করেছিল আইসিসি।
ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে বিশেষ এক উদ্যোগ নিয়েছিলেন উসমান খাজা। পাকিস্তানের বিপক্ষে পার্থ টেস্টে স্লোগানসংবলিত জুতা পরে খেলতে নামবেন তিনি। সেই অনুযায়ী ‘স্বাধীনতা একটি মানবাধিকার, প্রতিটি জীবনের মূল্য সমান’ লেখা জুতা পরে অনুশীলনও করছিলেন বাঁহাতি ব্যাটার।
আগামীকাল যখন তিন টেস্ট সিরিজের প্রথমটিতে খেলতে নামবেন খাজা, ঠিক তার আগে নিষেধাজ্ঞা পেয়েছেন তাঁর উদ্যোগে। এতে করে অনুশীলন করলেও মাঠে নামা হচ্ছে না স্লোগানসংবলিত জুতা পরে। আইসিসি থেকে নিষেধাজ্ঞার বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
সংবাদ সম্মেলনে কামিন্স বলেছেন, ‘উজির (খাজা) এ নিয়ে কোনো হইচই করার উদ্দেশ্যই ছিল না। তার জুতায় লেখা ছিল ‘প্রতিটি জীবনের মূল্য সমান’। আমি মনে করি, এটা খুব বেশি বিভেদ সৃষ্টিকারী ছিল না। আমার মনে হয় না, খুব বেশি মানুষের এটা নিয়ে অভিযোগ থাকত।’
কামিন্স যেমন তাঁর সতীর্থের প্রতি সমর্থন জানিয়েছেন, ঠিক তেমনি দিন কয়েক আগে খাজার ব্যক্তিগত মত প্রকাশের অধিকারকে সমর্থন জানিয়ে এক বিবৃতি প্রকাশ করেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। তখন অবশ্য আইসিসির নিষেধাজ্ঞার বিষয়টিও স্মরণ করিয়ে দিয়েছিল অজিদের ক্রিকেট বোর্ড।
আইসিসির ৬৮ পৃষ্ঠার নথিতে স্পষ্টভাবে উল্লেখ করা আছে, খেলোয়াড়েরা কী পরতে পারবেন আর কী পরতে পারবেন না। আইসিসি কিংবা নিজ বোর্ড থেকে অনুমতি না নিয়ে পোশাক বা খেলার সরঞ্জামে কোনো ধরনের বার্তা প্রকাশ করতে পারবেন না। নথিতে স্পষ্টভাবে বলা হয়েছে, রাজনৈতিক কারণে বার্তা কোনোভাবে মঞ্জুর করা হবে না।
২০১৪ সালে ইংল্যান্ডের এক টেস্টে মঈন আলি ‘সেভ গাজা, ফ্রি প্যালেস্টাইন’ রিস্টব্যান্ড পরে খেলতে নেমেছিলেন। পরে ইংলিশ অলরাউন্ডারকে সেই রিস্টব্যান্ড পরা থেকে বিরত থাকতে বাধ্য করেছিল আইসিসি।
অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টিতে বাংলাদেশ ‘এ’ দল এক ম্যাচ জিতছে তো আরেক ম্যাচ হারছে। নিজেদের প্রথম ম্যাচ হারের পর গতকাল ৩২ রানে নেপালকে হারিয়েছিল বাংলাদেশ ‘এ’। আজ আবার হারের স্বাদ পেয়েছে নুরুল হাসান সোহানের দল। টিআইও স্টেডিয়ামে বিগ ব্যাশর দল পার্থ স্করচার্সের একাডেমির কাছে তারা হেরেছে ৫
১১ মিনিট আগেনিরাপত্তাজনিত কারণ দেখিয়ে হকি এশিয়া কাপ থেকে নাম প্রত্যাহার করেছে পাকিস্তান। আজ এক বিবৃতিতে নিশ্চিত করেছে তারা। পাকিস্তানের জায়গায় এশিয়া কাপে খেলার অপেক্ষায় রয়েছে বাংলাদেশ।
১ ঘণ্টা আগেইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেডে’ চলছে রেকর্ডের বন্যা। বোলারদের চেয়েও ব্যাটাররা রেকর্ড গড়ছেন মুড়ি-মুড়কির মতো। এবার ইংল্যান্ডের এই ১০০ বলের টুর্নামেন্টে ভেঙে গেল তিন বছরের পুরোনো রেকর্ড। এই ম্যাচে হয়েছে ছক্কার বন্যা।
৩ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট থেকে মহেন্দ্র সিং ধোনি অবসর নিয়েছেন পাঁচ বছর আগে। প্রতিযোগিতামূলক ক্রিকেটে তাঁকে শুধু দেখা যায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেই (আইপিএল)। খেলোয়াড়ি জীবনে শিরোপা, রেকর্ড—কোনো কিছুরই তো অভাব নেই তাঁর। ভারতীয় এই ব্যাটিং কিংবদন্তির এবার একটি রেকর্ড ভাঙলেন কুইন্টন ডি কক।
৪ ঘণ্টা আগে