নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পূর্ব গ্যালারিতে স্বাগতিক দর্শকের ভিড়েও আলাদা করে চেনা যাচ্ছিল তাঁকে। গায়ে দক্ষিণ আফ্রিকার জার্সি। মাথায় প্রোটিয়া টেস্ট ক্যাপ। হাতে দক্ষিণ আফ্রিকার পতাকা। থেকে থেকেই নাড়ছিলেন সেই পতাকা।
প্রেসবক্স থেকে পরিষ্কার দেখা যাচ্ছিল ম্যানুয়াল স্কোরবোর্ডের নিচে বসে থাকা সেই দর্শককে। কাছে গিয়ে জানলাম, তাঁর নাম জোনাথন নলস। বর্তমানে লন্ডনের বাসিন্দা। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। কাজের ব্যস্ততা ফেলে জোনাথন ছুটে এসেছেন ঢাকায়, মিরপুর টেস্ট দেখতে।
ক্রিকেট, বিশেষ করে টেস্টের প্রতি আলাদা টান তাঁর। সেই টানেই সময় পেলে চলে আসেন মাঠে। যেমন এসেছেন এবার। অবশ্য কর্মস্থলে ফিরে যাওয়ার তাড়া থাকায় মিরপুর টেস্ট দেখেই ফিরে যাবেন লন্ডনে। চট্টগ্রামে যাবেন না।
কেমন লাগছে বাংলাদেশ? জোনাথনের উত্তর, ‘বাংলাদেশে এসে দারুণ লাগছে। গ্যালারির দর্শকেরা দারুণ। যদিও আমি বাংলা বুঝি না, তবে আশপাশের কিছু ছাত্র আমাকে ইংরেজিতে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে। আমার সঙ্গে কথা বলার চেষ্টা করছে। মুহূর্তগুলো বেশ উপভোগ করছি।’
জোনাথনের পরনে যে সাদা টেস্ট জার্সি, সেটি একটি বিশেষ স্মারক। জার্সির গল্পটা তাঁর কাছ থেকেই শোনা যাক, ‘এটা আমাকে এইডেন মার্করাম দিয়েছেন। তিনি আমার প্রিয় খেলোয়াড়দের একজন এবং এই টেস্টে তিনি অধিনায়কত্ব করছেন।’ মাথার টেস্ট ক্যাপটি যদিও অনলাইনে কেনা, কিন্তু জার্সির এই বিশেষ উপহার নিয়ে তাঁর মুখে গর্বের হাসি।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে জোনাথনের প্রিয় সাকিব আল হাসান আর তামিম ইকবাল। তাঁদের অনেক খেলা তিনি দেখেছেন। দুই তারকা ক্রিকেটারকে মিরপুর টেস্টে না দেখতে পেয়ে খানিকটা হতাশও। ‘তাঁরা অসাধারণ ক্রিকেটার, তাঁদের না দেখে অবাক হয়েছি। তবে সব সময় বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি আমার সম্মান রয়েছে’—বলছিলেন জোনাথন।
পূর্ব গ্যালারিতে স্বাগতিক দর্শকের ভিড়েও আলাদা করে চেনা যাচ্ছিল তাঁকে। গায়ে দক্ষিণ আফ্রিকার জার্সি। মাথায় প্রোটিয়া টেস্ট ক্যাপ। হাতে দক্ষিণ আফ্রিকার পতাকা। থেকে থেকেই নাড়ছিলেন সেই পতাকা।
প্রেসবক্স থেকে পরিষ্কার দেখা যাচ্ছিল ম্যানুয়াল স্কোরবোর্ডের নিচে বসে থাকা সেই দর্শককে। কাছে গিয়ে জানলাম, তাঁর নাম জোনাথন নলস। বর্তমানে লন্ডনের বাসিন্দা। পেশায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট। কাজের ব্যস্ততা ফেলে জোনাথন ছুটে এসেছেন ঢাকায়, মিরপুর টেস্ট দেখতে।
ক্রিকেট, বিশেষ করে টেস্টের প্রতি আলাদা টান তাঁর। সেই টানেই সময় পেলে চলে আসেন মাঠে। যেমন এসেছেন এবার। অবশ্য কর্মস্থলে ফিরে যাওয়ার তাড়া থাকায় মিরপুর টেস্ট দেখেই ফিরে যাবেন লন্ডনে। চট্টগ্রামে যাবেন না।
কেমন লাগছে বাংলাদেশ? জোনাথনের উত্তর, ‘বাংলাদেশে এসে দারুণ লাগছে। গ্যালারির দর্শকেরা দারুণ। যদিও আমি বাংলা বুঝি না, তবে আশপাশের কিছু ছাত্র আমাকে ইংরেজিতে অনেক কিছু বুঝিয়ে দিচ্ছে। আমার সঙ্গে কথা বলার চেষ্টা করছে। মুহূর্তগুলো বেশ উপভোগ করছি।’
জোনাথনের পরনে যে সাদা টেস্ট জার্সি, সেটি একটি বিশেষ স্মারক। জার্সির গল্পটা তাঁর কাছ থেকেই শোনা যাক, ‘এটা আমাকে এইডেন মার্করাম দিয়েছেন। তিনি আমার প্রিয় খেলোয়াড়দের একজন এবং এই টেস্টে তিনি অধিনায়কত্ব করছেন।’ মাথার টেস্ট ক্যাপটি যদিও অনলাইনে কেনা, কিন্তু জার্সির এই বিশেষ উপহার নিয়ে তাঁর মুখে গর্বের হাসি।
বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে জোনাথনের প্রিয় সাকিব আল হাসান আর তামিম ইকবাল। তাঁদের অনেক খেলা তিনি দেখেছেন। দুই তারকা ক্রিকেটারকে মিরপুর টেস্টে না দেখতে পেয়ে খানিকটা হতাশও। ‘তাঁরা অসাধারণ ক্রিকেটার, তাঁদের না দেখে অবাক হয়েছি। তবে সব সময় বাংলাদেশি ক্রিকেটারদের প্রতি আমার সম্মান রয়েছে’—বলছিলেন জোনাথন।
পাকিস্তানের স্কোরবোর্ডে যখন ১৩৫ রান উঠল, তাদের ভক্ত-সমর্থকেরা জয়ের আশা হয়তো তেমন একটা করেননি। দুবাইয়ের পিচ যতই ধীর গতির হোক, এত কম রান ডিফেন্ড করতে পাকিস্তানকে করতে হতো বিশেষ কিছুই। সালমান আলী আঘার নেতৃত্বাধীন পাকিস্তান সেটা করে দেখিয়েছে বাংলাদেশের বিপক্ষে।
১৬ মিনিট আগেদুবাইয়ে গত রাতে বাংলাদেশকে ১১ রানে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে পাকিস্তান। এদিকে ভারত তো আগেই উঠে গেছে ফাইনালে। শিরোপা নির্ধারণী ম্যাচে পরশু মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। তার আগে আজ টুর্নামেন্টের নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হবে ভারত-শ্রীলঙ্কা।
১ ঘণ্টা আগে২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে ৯ মাসের মতো বাকি থাকলেও এখনই যে দামামা বেজে গেছে। ১২ সেপ্টেম্বর টিকিট বিক্রির কার্যক্রমের প্রথম ধাপেই জমা পড়েছিল এক লাখের বেশি আবেদন। এবার ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ সামনে রেখে তিনটি রঙিন মাস্কট প্রকাশ করল ফিফা।
২ ঘণ্টা আগেবর্নাঢ্য ক্যারিয়ার ছিল ওয়েইন রুনির। ইংল্যান্ডের ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলারদের একজন মানা হয় তাঁকে। এমন একজন ফুটবলারই কি না পেয়ে বসেছিল মদের নেশা। মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল ইংল্যান্ডের কিংবদন্তি ফুটবলার। এমন অবস্থায় তাঁকে বাঁচিয়েছেন তাঁর স্ত্রী কোলিন।
৩ ঘণ্টা আগে