নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
বাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
বাজে ফর্মের জন্য এমনিতেই চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন। তার ওপর দর্শকদের এমন আচরণ লিটনের ওপর মানসিক চাপ সৃষ্টি করতে পারে। এই অবস্থায় লিটনের পাশে এসে দাঁড়িয়েছে তাঁর ফ্র্যাঞ্চাইজি দল ঢাকা ক্যাপিটাল। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে তারা লিখেছে, ‘আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুয়োধ্বনি শুনতে দেখেছেন। আমরা দেখেছি, একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ড গড়া পার্টনারশিপের অংশ হয়ে ওঠা। আপনি সমালোচনা দেখেন। আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেলা এবং দেশের হয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা। আপনি বাধা-বিপত্তি দেখেন। আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি। লিটন দাস, আপনি আমাদের ভালোবাসার প্রতীক। আপনি আমাদের গৌরব।’
দলের এমন ভালোবাসা ও সমর্থনে আপ্লুত হয়ে নিজের স্বীকৃত ফেসবুক পেজে লিটন দাস কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, ‘আমার দল ঢাকা ক্যাপিটালের এই দারুণ ভালোবাসায় আমি অভিভূত। ধন্যবাদ তাঁদের, যাঁরা আমাদের এবং সব অ্যাথলেটের পাশে থাকেন, ভালো-মন্দ সব সময়েই। আপনাদের বিশ্বাস আমাদের কাছে অনেক মূল্যবান।’
একসময় স্টেডিয়ামের সাউন্ড সিস্টেম থেকে খেলার বিরতিতে নিয়মিত ঘোষণা দেওয়া হতো—দর্শকদের ক্রিকেটারদের প্রতি সম্মান দেখানো এবং কোনো রকম আপত্তিকর মন্তব্য কিংবা শৃঙ্খলাবিরোধী কাজে লিপ্ত না হওয়ার আহ্বান জানিয়ে। তবে এবারের বিপিএলে সেই প্রচারণা একেবারেই অনুপস্থিত।
বাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
বাজে ফর্মের জন্য এমনিতেই চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন। তার ওপর দর্শকদের এমন আচরণ লিটনের ওপর মানসিক চাপ সৃষ্টি করতে পারে। এই অবস্থায় লিটনের পাশে এসে দাঁড়িয়েছে তাঁর ফ্র্যাঞ্চাইজি দল ঢাকা ক্যাপিটাল। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে তারা লিখেছে, ‘আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুয়োধ্বনি শুনতে দেখেছেন। আমরা দেখেছি, একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ড গড়া পার্টনারশিপের অংশ হয়ে ওঠা। আপনি সমালোচনা দেখেন। আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেলা এবং দেশের হয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা। আপনি বাধা-বিপত্তি দেখেন। আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি। লিটন দাস, আপনি আমাদের ভালোবাসার প্রতীক। আপনি আমাদের গৌরব।’
দলের এমন ভালোবাসা ও সমর্থনে আপ্লুত হয়ে নিজের স্বীকৃত ফেসবুক পেজে লিটন দাস কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, ‘আমার দল ঢাকা ক্যাপিটালের এই দারুণ ভালোবাসায় আমি অভিভূত। ধন্যবাদ তাঁদের, যাঁরা আমাদের এবং সব অ্যাথলেটের পাশে থাকেন, ভালো-মন্দ সব সময়েই। আপনাদের বিশ্বাস আমাদের কাছে অনেক মূল্যবান।’
একসময় স্টেডিয়ামের সাউন্ড সিস্টেম থেকে খেলার বিরতিতে নিয়মিত ঘোষণা দেওয়া হতো—দর্শকদের ক্রিকেটারদের প্রতি সম্মান দেখানো এবং কোনো রকম আপত্তিকর মন্তব্য কিংবা শৃঙ্খলাবিরোধী কাজে লিপ্ত না হওয়ার আহ্বান জানিয়ে। তবে এবারের বিপিএলে সেই প্রচারণা একেবারেই অনুপস্থিত।
নেপাল সফরের জন্য গত পরশু শুরু হয়েছে জাতীয় দলের ক্যাম্প। সেজন্য ২৪ জনের দলও সাজিয়েছেন কোচ হাভিয়ের কাবরেরা। কিন্তু মাঠের অনুশীলন এখনো পুরোদমে শুরু হয়নি। এর মধ্যে নতুন খবর, ক্যাম্পের জন্য আপাতত নিজেদের খেলোয়াড়দের ছাড়ছে না বসুন্ধরা কিংস। আজ এক চিঠির মাধ্যমে বিষয়টি বাফুফেকে জানিয়েছে তারা।
২ ঘণ্টা আগেলিওনেল মেসির সঙ্গে ধারেকাছে কেউ এলেই হতো। দেহরক্ষী ইয়াসিন চেউকো দ্রুত তাঁকে ধরে ফেলেন। বিমানের চেয়ে যেন ক্ষিপ্রগতিতে ছুটতে পারেন চেউকো। তাঁর কারণে তাই ভক্ত-সমর্থকেরা সেলফি তোলা তো দূরে থাক, অটোগ্রাফ পর্যন্ত নিতে পারেন না।
৩ ঘণ্টা আগেভুটানের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ ফুটবল ক্লাবে (আরটিসি) খেলবেন বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক আফঈদা খন্দকার। একই ক্লাবের হয়ে খেলতে আজ তাঁর সঙ্গে ভুটানে গিয়েছেন স্বপ্না রানী। এএফসি চ্যাম্পিয়নস লিগের প্রাথমিক পর্বে ‘ডি’ গ্রুপে খেলবে আরটিসি। মূলত এই টুর্নামেন্টের জন্য আফঈদা-স্বপ্নাকে নিয়েছে।
৩ ঘণ্টা আগেলিওনেল মেসি তাঁর ক্যারিয়ারে কত শিরোপা জিতেছেন, সেটা তিনি যে নিজেও গুণে শেষ করতে পারবেন না। বার্সেলোনা, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি), আর্জেন্টিনা—যে দলের হয়েই খেলেছেন, জিতেছেন শিরোপা। পরম আরাধ্য বিশ্বকাপ জিতেছেন ২০২২ সালে। একের পর এক রেকর্ড গড়েছেন বলে ‘রেকর্ডের বরপুত্র’ উপাধিও পেয়েছেন তিনি।
৫ ঘণ্টা আগে