Ajker Patrika

বুমরা বিশ্বকাপ থেকে এখনো ছিটকে যায়নি, বলছেন সৌরভ

আপডেট : ০১ অক্টোবর ২০২২, ১৩: ০০
বুমরা বিশ্বকাপ থেকে এখনো ছিটকে যায়নি, বলছেন সৌরভ

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এক কর্মকর্তা গত বৃহস্পতিবার সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, জাসপ্রীত বুমরা পিঠের চোটে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন। কিন্তু সৌরভ গাঙ্গুলি জানাচ্ছেন, বুমরার বিশ্বকাপে খেলার সম্ভাবনা এখনো শেষ হয়নি। তাঁর কথায়, বুমরার বিশ্বকাপে খেলা নিয়ে শুরু হয়েছে নতুন করে জল্পনা।

এক ইউটিউব চ্যানেলে এমনটি জানিয়েছেন বিসিসিআইয়ের সভাপিত সৌরভ। তিনি বলেছেন, ‘বুমরা এখনো বিশ্বকাপ থেকে ছিটকে যায়নি। আগামী দুই-তিন দিনের মধ্যে জানা যাবে সে অস্ট্রেলিয়ায় যাচ্ছে কি না। এখনই তার সম্ভাবনা শেষ এটা বলা যাচ্ছে না।’

এর আগে পিটিআইকে তথ্য দেওয়া সেই কর্মকর্তা বলেছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপে বুমরার পক্ষে খেলা কোনোভাবেই সম্ভব হচ্ছে না। পিঠে মারাত্মক চোট রয়েছে ওর। ছয় মাসের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে।’

বর্তমানে বিসিসিআইয়ের চিকিৎসক টিমের তত্ত্বাবধানে আছেন বুমরা। এই পিঠের চোটে এশিয়া কাপে খেলতে পারেননি ভারতের এই পেসার। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ফিরে আবারও চোট পেলেন বুমরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ তো শেষ, এবার বিশ্বকাপে খেলতে পারবেন কি না, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। সৌরভের মতে, দুই-তিন দিনের মধ্যে সেটা জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত