একের পর এক বাধার মুখে মিরপুর টেস্ট। বৃষ্টি দিয়ে শুরু হয়ে আলোক স্বল্পতার মুখে পড়েছে বাংলাদেশ–নিউজিল্যান্ডের দ্বিতীয় ও শেষ টেস্টটি। বেরসিক বৃষ্টির কারণে গতকাল তো দ্বিতীয় দিনের খেলাই হয়নি। আজ খেলা হলেও দিনের খেলা শুরু হয় প্রায় তিন ঘণ্টা পর।
তৃতীয় দিনের খেলা শুরু হলেও শেষটা স্বাভাবিকভাবে হয়নি। আলোক স্বল্পতার কারণে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ের সময় খেলা বন্ধ হয়ে যায়। পরে শুরু হওয়ার কথা থাকলেও পর্যাপ্ত আলোর অভাবে আর খেলা হয়নি। পরে বিকেল ৪টা ১০ মিনিটে দিনের খেলা শেষ করতে বাধ্য হন আম্পায়াররা। আগামীকাল ৯টা ১৫ মিনিটে চতুর্থ দিনের খেলা শুরু হবে।
সব মিলিয়ে মিরপুর টেস্টে আজ ৯৮ ওভার খেলা হওয়ার কথা ছিল। বেরসিক বৃষ্টিতে প্রথম সেশন ভেস্তে যাওয়ার পরও ৭৪ ওভার খেলা হতো তৃতীয় দিনে। কিন্তু দিন শেষে দেখা গেলে তার অর্ধেক ওভারও খেলা হয়নি। পুরো দিনে খেলা হলো মোটে ৩৩ ওভার।
দিনের খেলা শেষ হওয়ার আগে ৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে ৩৮ রান তুলেছে তারা। ওপেনার মাহমুদুল হাসান জয় ২ রান ও নাজমুল হোসেন শান্ত ফিরেছেন ১৫ রানে। আগামীকাল জাকির হাসানকে (১৬) সঙ্গে নিয়ে রানের খাতা খুলতে নামবেন মুমিনুল হক।
দিনের শুরুতে অবশ্য প্রথম দিনে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। নিউজিল্যান্ডের ৪৬ রানেই সেদিন ৫ উইকেট নিয়েছিলেন বাংলাদেশি বোলাররা। জাগিয়েছিলেন লিড নেওয়ার সম্ভাবনাও। তবে তৃতীয় দিন উল্টো ৮ রানের লিড নিয়ে থামল কিউইরা। গ্লেন ফিলিপসের একার লড়াইয়ে প্রথম ইনিংসে ১৮০ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ৯ম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৮৭ রান করেন তিনি। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ১৭২ রান।
একের পর এক বাধার মুখে মিরপুর টেস্ট। বৃষ্টি দিয়ে শুরু হয়ে আলোক স্বল্পতার মুখে পড়েছে বাংলাদেশ–নিউজিল্যান্ডের দ্বিতীয় ও শেষ টেস্টটি। বেরসিক বৃষ্টির কারণে গতকাল তো দ্বিতীয় দিনের খেলাই হয়নি। আজ খেলা হলেও দিনের খেলা শুরু হয় প্রায় তিন ঘণ্টা পর।
তৃতীয় দিনের খেলা শুরু হলেও শেষটা স্বাভাবিকভাবে হয়নি। আলোক স্বল্পতার কারণে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ের সময় খেলা বন্ধ হয়ে যায়। পরে শুরু হওয়ার কথা থাকলেও পর্যাপ্ত আলোর অভাবে আর খেলা হয়নি। পরে বিকেল ৪টা ১০ মিনিটে দিনের খেলা শেষ করতে বাধ্য হন আম্পায়াররা। আগামীকাল ৯টা ১৫ মিনিটে চতুর্থ দিনের খেলা শুরু হবে।
সব মিলিয়ে মিরপুর টেস্টে আজ ৯৮ ওভার খেলা হওয়ার কথা ছিল। বেরসিক বৃষ্টিতে প্রথম সেশন ভেস্তে যাওয়ার পরও ৭৪ ওভার খেলা হতো তৃতীয় দিনে। কিন্তু দিন শেষে দেখা গেলে তার অর্ধেক ওভারও খেলা হয়নি। পুরো দিনে খেলা হলো মোটে ৩৩ ওভার।
দিনের খেলা শেষ হওয়ার আগে ৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ২ উইকেট হারিয়ে ৩৮ রান তুলেছে তারা। ওপেনার মাহমুদুল হাসান জয় ২ রান ও নাজমুল হোসেন শান্ত ফিরেছেন ১৫ রানে। আগামীকাল জাকির হাসানকে (১৬) সঙ্গে নিয়ে রানের খাতা খুলতে নামবেন মুমিনুল হক।
দিনের শুরুতে অবশ্য প্রথম দিনে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। নিউজিল্যান্ডের ৪৬ রানেই সেদিন ৫ উইকেট নিয়েছিলেন বাংলাদেশি বোলাররা। জাগিয়েছিলেন লিড নেওয়ার সম্ভাবনাও। তবে তৃতীয় দিন উল্টো ৮ রানের লিড নিয়ে থামল কিউইরা। গ্লেন ফিলিপসের একার লড়াইয়ে প্রথম ইনিংসে ১৮০ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড। ৯ম ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৮৭ রান করেন তিনি। প্রথম ইনিংসে বাংলাদেশ করেছিল ১৭২ রান।
বসুন্ধরা কিংসের শুরুর একাদশে ছিলেন না কিউবা মিচেল। যা দেখে বিস্মিত হন অনেকেই। শেষ পর্যন্ত ম্যাচের ৬৫ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন ইংল্যান্ড প্রবাসী এই মিডফিল্ডার। তাঁর অভিষেক জয়ে রাঙাল বসুন্ধরা কিংস। সিরিয়ার ক্লাব আল কারামাহকে ১-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূলপর্বে জায়গা করে নিয়েছে তারা।
৭ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইএল টি-টোয়েন্টিতে খেলার সুযোগ পেয়েছেন মোস্তাফিজুর রহমান। ২ ডিসেম্বর শুরু হতে যাওয়া সংযুক্ত আরব আমিরাতের এই টি-টোয়েন্টি লিগে বাংলাদেশের কাটার মাস্টার খেলবেন দুবাই ক্যাপিটালসের হয়ে।
১৩ ঘণ্টা আগেহাতের ব্যাটকে তলোয়ার বানালেন ডেওয়াল্ড ব্রেভিস। কচু কাটা করলেন অস্ট্রেলিয়ার বোলারদের। ৪১ বলে সেঞ্চুরি ছুঁয়ে খেললেন রেকর্ড ১২৫ রানের ইনিংস। আন্তর্জাতিক টি-টোয়েন্টি দক্ষিণ আফ্রিকার পক্ষে সর্বোচ্চ এই ইনিংসই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ব্যবধান গড়ে দিয়েছে। ৫৩ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
১৩ ঘণ্টা আগেএকেকটা পাসের পর হতাশা ঝাড়ছিলেন সুলেমান দিয়াবাতে। প্রতিপক্ষে দীর্ঘদেহী ফুটবলারদের সামনে কোনোভাবেই পেরে উঠছিলেন না বাকিরা। যা লড়াই করার তা দেখা গেছে শুধু দিয়াবাতের মধ্যে। দিন শেষে বিফলেই যায় তা। আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে নাম লিখিয়েছে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউন
১৪ ঘণ্টা আগে