Ajker Patrika

সাকিবকে বেছে বেছে খেলতে কি আর দেবেন নতুন সভাপতি

আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৮: ০৮
সাকিবকে বেছে বেছে খেলতে কি আর দেবেন নতুন সভাপতি

সাকিব আল হাসান থাকছেন কি থাকছেন না—বাংলাদেশের কোনো সিরিজ থাকলে এই প্রশ্নটা আসে বেশি করে। কারণ আন্তর্জাতিক ক্রিকেটে সাকিব গত কয়েক বছর অনিয়মিত হয়ে পড়েছেন। এই আছেন তো এই নেই—এভাবে তিনি (সাকিব) খেলতে পারেন কি না তা খতিয়ে দেখবেন বিসিবির নবনির্বাচিত সভাপতি ফারুক আহমেদ।

প্রথম ক্রিকেটার হিসেবে বিসিবির সভাপতি পদে আজ বসেছেন ফারুক। মিরপুর শেরেবাংলায় সংবাদ সম্মেলন হয়েছে এক ঘণ্টারও বেশি। ফারুক যখন সংবাদ সম্মেলন করছেন, তখন বাংলাদেশ ক্রিকেট দল ব্যস্ত রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে আছেন সাকিব। ফারুকের কাছে সাকিবের প্রশ্ন আসতেই বাংলাদেশ-পাকিস্তান টেস্ট সিরিজের প্রসঙ্গও চলে এসেছে। বিসিবির নতুন সভাপতি বলেছেন, ‘সাকিবের ব্যাপারে পলিসি কী হওয়া উচিত, সেটা বোর্ডের সঙ্গে আলাপ করব। সাকিব এখন যে অবস্থায় আছে, সেই অবস্থা সে চালিয়ে যেতে পারবে কি না বোর্ডের সঙ্গে আলোচনা করব। আমাদের এখন দুটি টেস্ট ম্যাচ আছে। তারপরে কী হবে, সেটা তখন বোর্ডের একটা পলিসির ব্যাপার হবে।’ 

অতীতে দেখা গেছে আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে আইপিএলের সূচি প্রায় সময়ই সাংঘর্ষিক হয়ে যায়। ২০২১ আইপিএলের সময় বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট চলছিল। আন্তর্জাতিক ক্রিকেট থাকলেও  অনাপত্তিপত্র পাওয়া (এনওসি) নিয়ে বিসিবির সঙ্গে তুলকালাম কান্ড ঘটে গিয়েছিল। শ্রীলঙ্কার মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজ তিনি খেলেনওনি শেষ পর্যন্ত। টেস্ট খেলা নিয়ে সাকিবের কতটা অনীহা সেটা এক সাম্প্রতিক পরিসংখ্যানেই স্পষ্ট হবে। ২০২১ থেকে শুরু করে তিনি এখন পর্যন্ত খেলছেন ১২ টেস্ট। যেখানে গত তিন বছরে বাংলাদেশ ক্রিকেটের রাজকীয় সংস্করণে খেলছে ২৪ ম্যাচ। 

টেস্ট ছাড়াও সীমিত ওভারের ক্রিকেটে তেমন একটা ধারাবাহিক নন সাকিব। ২০২৪ বিপিএলে সেভাবে আলো ছড়াতে পারেননি।জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলেছেন শেষ দুই ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁর নেতৃত্বে বাংলাদেশ সেমিফাইনালে উঠতে পারেননি। বিশ্বকাপের পরপরই কানাডা ও যুক্তরাষ্ট্রে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলেছেন সাকিব। এদিকে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিও বেশি দূরে নেই। যেই সিরিজটা দিয়ে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে ইতি টানার কথা জানিয়েছিলেন গত বছর। 

চ্যাম্পিয়নস ট্রফির পাশাপাশি বাংলাদেশকে বর্তমান টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে খেলতে হবে ৮ ম্যাচ। বাংলাদেশের জার্সিতে তাঁকে (সাকিব) নিয়মিত পাওয়া যাবে কি না, এই প্রশ্ন আসতেই ফারুক বারবার বিসিবির পলিসির কথা বলেছেন। বিসিবির নবনির্বাচিত সভাপতি সংবাদ সম্মেলনে বলেছেন,‘এখন যদি বোর্ড থেকে বলে দেওয়া হতো যে তাকে (সাকিব) নিও না, তাহলে সেটা পলিসির ব্যাপার হতো। তখন সেই দায়িত্বটা বোর্ডের ওপর দিত। নির্বাচনের বাইরে তাকে চিন্তা কর। সাকিব বাইরে ঘুরে ঘুরে খেলতে পারবে কি না সেটা একটা ব্যাপার। সেটা আমরা ভালোভাবে দেখব।’ 

বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে প্রথম বোর্ড সভাপতি এই ফারুক। আপাতত ফারুক বিসিবির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে অক্টোবর পর্যন্ত বোর্ডের নতুন নির্বাচন হওয়ার আগ পর্যন্ত কাজ করবেন। পাপনের পদত্যাগের পর বিসিবির ১৫তম সভাপতি হলেন তিনি। এর আগে ২০১৬ সালে বিসিবির প্রধান নির্বাচকের দায়িত্বে ছিলেন ফারুক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অপারেশন সিঁদুরে নিহত প্রায় দেড় শ সেনার তালিকা প্রকাশ করে মুছে ফেলল পাকিস্তানি টিভি

ঢাবিতে পাঁচ প্যানেলে ভোটের যুদ্ধ

এনবিআর কর্মকর্তার কাণ্ড: কৃত্রিম অঙ্গের ঘোষণা দিয়ে ৪৫০ টন গয়না আমদানি

দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এনসিপির মাহিন সরকারকে বহিষ্কার

যুগ্ম সদস্যসচিব মাহিন সরকারকে বহিষ্কারের কারণ জানাল এনসিপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত