Ajker Patrika

‘ভারতীয় ক্রিকেট বোর্ড বল টেম্পারিং খেয়াল করলই না’ 

আপডেট : ১০ জুন ২০২৩, ১৩: ১৪
‘ভারতীয় ক্রিকেট বোর্ড বল টেম্পারিং খেয়াল করলই না’ 

১০ বছরের আইসিসি শিরোপার আক্ষেপ ঘোচাতে ভারত খেলছে অস্ট্রেলিয়ার বিপক্ষে। লন্ডনের ওভালে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলছে এ দুই দল। আর রাজকীয় সংস্করণের এই ফাইনালে উঠেছে বল টেম্পারিংয়ের অভিযোগ।

৭ জুন শুরু হয়েছে এই ফাইনাল। দ্বিতীয় দিন ভারতের প্রথম ইনিংসের ব্যাটিংয়ের ঘটনা। অস্ট্রেলিয়া পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে বেশ হাঁসফাঁস করতে থাকে রোহিত শর্মার ভারত। ১৮.২ ওভারে ৭১ রানেই রোহিত, শুভমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি এই চার ব্যাটারের উইকেট হারায় ভারত। ৪টি উইকেটই নিয়েছেন অজি পেসাররা।

বাসিত আলীর মতে, ৪০ ওভারের আগে ডিউক বলে সুইং বেশি হয় না। তবে অস্ট্রেলিয়ার পেসারদের বলে দ্রুত বেশি সুইং করানোর কারণ তারা বল টেম্পারিং করেছেন। নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের সাবেক এই ব্যাটার বলেন, ‘আমি জানি না আম্পায়ার, খেলোয়াড়, ধারাভাষ্যকারেরা এখানে অন্ধ কি না। অস্ট্রেলিয়ার বোলাররা ১৬ থেকে ১৮ ওভারের মধ্যে স্পষ্ট বল টেম্পারিং করেছে। কিন্তু কেউ সেটা দেখলই না। কোহলি যে বলে আউট হলো, মিচেল স্টার্ক বলের শাইনিং অংশ কাজে লাগিয়েছিল। তবে ব্যাটারের দিকে বল সুইং করে। আমি জানি সেখানে অসম বাউন্স ছিল কিন্তু রিভার্স সুইং ছিল না। ইংল্যান্ডের কন্ডিশনে ডিউক বলে ১৬ থেকে ১৮ ওভারের মধ্যে রিভার্স হওয়ার কথা না। আমি অবাক যে সবচেয়ে ধনী বোর্ড বিসিসিআই এটা দেখলই না।’

অস্ট্রেলিয়ার ৪৬৯ এর পর প্রথম ইনিংসে ২৯৬ রানে অলআউট হয় ভারত। ১৭৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে গতকাল ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। ৪ উইকেটে ১২৩ রানে তৃতীয় দিনের খেলা শেষ করে প্যাট কামিন্সের দল। ২৯৬ রানে এগিয়ে থেকে আজ চতুর্থ দিনে খেলতে নামবে অস্ট্রেলিয়া।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধার শোধ না করায় অতিরিক্ত এসপিকে তিরস্কার

ট্রাম্প বরখাস্ত করেছেন শুনে মার্কিন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর বললেন, উনি করার কে

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

বিতর্কিত মন্তব্যে পাকিস্তানে জনপ্রিয় আলেম ইঞ্জিনিয়ার আলি মির্জা গ্রেপ্তার

শহীদ আবু সাঈদকে আমিই একুশ শতাব্দীর প্রথম ‘বীরশ্রেষ্ঠ’ বলেছিলাম—বিএনপির নোটিশের জবাবে ফজলুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত