Ajker Patrika

বোপারার বল বিকৃতি কাণ্ডে ভুল কিছু দেখছে না সিলেট 

বোপারার বল বিকৃতি কাণ্ডে ভুল কিছু দেখছে না সিলেট 

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের দ্বিতীয় ম্যাচেই প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডে জড়ান রবি বোপারা। প্রথমবার সিলেট সানরাইজার্সের অধিনায়কত্ব পেয়ে মাঠে নেমেই বল বিকৃতির মতো ‘অপরাধ’ করেন ইংলিশ এই অলরাউন্ডার। গতকাল খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে এ জন্য মাঠেই জরিমানা গুনতে হয় ফ্র্যাঞ্চাইজিটিকে। 

তবে ব্যাপারটাকে ভুল কিছু দেখছে না সিলেট কর্তৃপক্ষ। আজ এ বিষয়ে কথা বলেন দলটির মালিক শেখ কুদরাত-ই-ইবতিহাজ জয়। তিনি বলেন, ‘সন্দেহের যে কথাটা বলছেন, এই ব্যাপারে নির্দিষ্ট কোনো কিছু আমার কাছে আসেনি। বিসিবির গভর্নিং কাউন্সিল থেকে কিছু জানানো হয়নি। আমি যেটা পরে জানতে পেরেছি, এটা আসলে নাকল বোলিং। বিসিবির টিম ম্যানেজমেন্ট, বিসিবির রেফারি, তাঁরা বিষয়টা দেখছেন। এটার ব্যাপারে যে ধরনের নিয়ম আছে সেভাবে দেখছেন তাঁরা।’ 

এবারের বিপিএলে সিলেটের নানা কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠছে। মাঠে এই ঘটনার আগে দলের অধিনায়কও পরিবর্তন করে তারা। মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গায় বোপারাকে অধিনায়ক করেছে সিলেট। এ ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিটির মালিক কুদরাত-ই-ইবতিহাজ জয় বলেছেন, ‘ওর (মোসাদ্দেক) নিজের পারফরম্যান্সের ব্যাপারে বেশি খেয়াল করতে চাইছিল। এই কারণে রবি বোপারাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কোচ ও মোসাদ্দেক মিলেই সিদ্ধান্তটা নিয়েছে।’ 

এবারের বিপিএলে টানা হারের মধ্যে আছে সিলেট। টুর্নামেন্টে এখন পর্যন্ত একটি ম্যাচ জিতেছে তারা। দলটির মাঠের নানা সিদ্ধান্তও প্রশ্নবিদ্ধ হচ্ছে। গতকাল খুলনার বিপক্ষে ম্যাচে যেমন এক ওভারও বল করানো হয়নি নাজমুল ইসলাম অপুকে। অথচ একাদশে বিশেষজ্ঞ বোলার হিসেবে ছিলেন এই বাঁহাতি স্পিনার। এ ব্যাপারে কুদরাত-ই-ইবতিহাজ জয়ের ভাষ্য, ‘আমি কোচ অধিনায়ককে জিজ্ঞেস করেছিলাম। তারা বলেছে বাঁহাতি ব্যাটার সৌম্য সরকার সে মুহূর্তে খুব ভালো খেলছিল। ওই মুহূর্তে তাই অপুকে বল করালে ফল ভালো হতো না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

জয়পুরহাটে হত্যা মামলায় স্কুলশিক্ষক গ্রেপ্তার

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত