নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারত-পাকিস্তানের সংঘাত শুরুর পর থেকেই গত কয়েক দিনে বাড়তে থাকে আতঙ্ক আর অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় ক্রীড়াঙ্গনও। দুই দেশের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট কার্যক্রম কার্যত থমকে গেছে। বন্ধ হয়ে গেছে আইপিএল-পিএসএলের মতো বড় দুটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। তবে কাল কিছুটা আশার বার্তা মিলেছে—দুই দেশই সম্মতি জানিয়েছে যুদ্ধবিরতিতে। তবু পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় অনিশ্চয়তা কাটেনি বাংলাদেশের আসন্ন পাকিস্তান সফর নিয়ে।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৫ ম্যাচের সিরিজ শুরু হতে এখনো দুই সপ্তাহ সময় আছে। বিসিবি দেখতে চাইছে যুদ্ধবিরতির শর্তগুলো ভারত ও পাকিস্তান ঠিকমতো মানছে কি না। সফরের আগে নিরাপত্তা প্রতিনিধিদল পাঠানো হবে কি না, কিংবা নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইয়ের প্রস্তাব দেওয়া হবে কি না—এসব নিয়েও চিন্তাভাবনা করছে বিসিবি।
বিসিবিতে গতকাল আসন্ন পাকিস্তান সফরের সম্ভাবনা-শঙ্কা নিয়ে সভায় বসেছিলেন সভাপতিসহ কয়েকজন পরিচালক। ওই সভায় অংশ নেওয়া বিসিবির মিডিয়া ও আম্পায়ার্স বিভাগের প্রধান ইফতেখার রহমান মিঠু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা একটা সভা করেছি পাকিস্তান সিরিজ নিয়ে। আপাতত মনোযোগ দিচ্ছি আমিরাতের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে। পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তবে রাতারাতি সব শান্ত হয়ে যাবে, এমন নয়। যেহেতু এখনো সূচি অনুযায়ী সময় হাতে আছে, পাকিস্তানই সিরিজের আয়োজক হিসেবে কী পরিকল্পনা করছে, সেটাই গুরুত্বপূর্ণ। তাদের কাছ থেকে প্রস্তাব এলে, আমরা পরিস্থিতি বুঝে সেই প্রস্তাবে প্রতিক্রিয়া জানাব।’
বিসিবি গতকাল বিকেলে এক বিবৃতিতে জানায়, খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাকিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে অত্যন্ত সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশের ক্রিকেট ও খেলোয়াড়দের সর্বোচ্চ স্বার্থকে বিবেচনায় রেখেই হবে সব সিদ্ধান্ত।
পাকিস্তান সফরের আগে ১৭ ও ১৯ মে সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে। বিসিবি নিশ্চিত করেছে, নির্ধারিত সূচি অনুযায়ী এই সিরিজ অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ দল আমিরাত সফরে যাবে। পাকিস্তান সফর নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বিসিবির আলোচনা চলছে বলেও নিশ্চিত করেছে বোর্ড। বিসিবি সভাপতি, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমসহ কয়েকজন পরিচালক এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন নিয়মিত।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কাল বিকেলে সংবাদমাধ্যমকে বলেছেন, এই মুহূর্তে পাকিস্তানে যাওয়াটা ঝুঁকিপূর্ণ, ‘বিসিবি এই বিষয়ে জানাবে। তবে বর্তমান পরিস্থিতে কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না। পাকিস্তান হাইকমিশন থেকেও নিরাপত্তাঝুঁকির বিষয়টি আমাদের জানিয়েছে।’
পাকিস্তানে গত রাতে চলমান পিএসএলে অংশ নেওয়া সব বিদেশি ক্রিকেটারকে দুবাইয়ে ফিরিয়ে নেওয়া হয়েছে। আজ ভারত ছাড়ছেন আইপিএল খেলা বেশির ভাগ বিদেশি ক্রিকেটার। এই পরিস্থিতিতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে দুই দেশের অভ্যন্তরে ক্রিকেট মাঠে ফেরার সম্ভাবনা ক্ষীণ বলা চলে।
ভারত-পাকিস্তানের সংঘাত শুরুর পর থেকেই গত কয়েক দিনে বাড়তে থাকে আতঙ্ক আর অনিশ্চয়তা। সেই অনিশ্চয়তার মধ্যে পড়ে যায় ক্রীড়াঙ্গনও। দুই দেশের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট কার্যক্রম কার্যত থমকে গেছে। বন্ধ হয়ে গেছে আইপিএল-পিএসএলের মতো বড় দুটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ। তবে কাল কিছুটা আশার বার্তা মিলেছে—দুই দেশই সম্মতি জানিয়েছে যুদ্ধবিরতিতে। তবু পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় অনিশ্চয়তা কাটেনি বাংলাদেশের আসন্ন পাকিস্তান সফর নিয়ে।
পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ৫ ম্যাচের সিরিজ শুরু হতে এখনো দুই সপ্তাহ সময় আছে। বিসিবি দেখতে চাইছে যুদ্ধবিরতির শর্তগুলো ভারত ও পাকিস্তান ঠিকমতো মানছে কি না। সফরের আগে নিরাপত্তা প্রতিনিধিদল পাঠানো হবে কি না, কিংবা নিরপেক্ষ ভেন্যু হিসেবে দুবাইয়ের প্রস্তাব দেওয়া হবে কি না—এসব নিয়েও চিন্তাভাবনা করছে বিসিবি।
বিসিবিতে গতকাল আসন্ন পাকিস্তান সফরের সম্ভাবনা-শঙ্কা নিয়ে সভায় বসেছিলেন সভাপতিসহ কয়েকজন পরিচালক। ওই সভায় অংশ নেওয়া বিসিবির মিডিয়া ও আম্পায়ার্স বিভাগের প্রধান ইফতেখার রহমান মিঠু আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা একটা সভা করেছি পাকিস্তান সিরিজ নিয়ে। আপাতত মনোযোগ দিচ্ছি আমিরাতের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজে। পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে, তবে রাতারাতি সব শান্ত হয়ে যাবে, এমন নয়। যেহেতু এখনো সূচি অনুযায়ী সময় হাতে আছে, পাকিস্তানই সিরিজের আয়োজক হিসেবে কী পরিকল্পনা করছে, সেটাই গুরুত্বপূর্ণ। তাদের কাছ থেকে প্রস্তাব এলে, আমরা পরিস্থিতি বুঝে সেই প্রস্তাবে প্রতিক্রিয়া জানাব।’
বিসিবি গতকাল বিকেলে এক বিবৃতিতে জানায়, খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। পাকিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে অত্যন্ত সতর্কতার সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশের ক্রিকেট ও খেলোয়াড়দের সর্বোচ্চ স্বার্থকে বিবেচনায় রেখেই হবে সব সিদ্ধান্ত।
পাকিস্তান সফরের আগে ১৭ ও ১৯ মে সংযুক্ত আরব আমিরাতে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে। বিসিবি নিশ্চিত করেছে, নির্ধারিত সূচি অনুযায়ী এই সিরিজ অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ দল আমিরাত সফরে যাবে। পাকিস্তান সফর নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে বিসিবির আলোচনা চলছে বলেও নিশ্চিত করেছে বোর্ড। বিসিবি সভাপতি, ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিমসহ কয়েকজন পরিচালক এ বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছেন নিয়মিত।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া কাল বিকেলে সংবাদমাধ্যমকে বলেছেন, এই মুহূর্তে পাকিস্তানে যাওয়াটা ঝুঁকিপূর্ণ, ‘বিসিবি এই বিষয়ে জানাবে। তবে বর্তমান পরিস্থিতে কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না। পাকিস্তান হাইকমিশন থেকেও নিরাপত্তাঝুঁকির বিষয়টি আমাদের জানিয়েছে।’
পাকিস্তানে গত রাতে চলমান পিএসএলে অংশ নেওয়া সব বিদেশি ক্রিকেটারকে দুবাইয়ে ফিরিয়ে নেওয়া হয়েছে। আজ ভারত ছাড়ছেন আইপিএল খেলা বেশির ভাগ বিদেশি ক্রিকেটার। এই পরিস্থিতিতে আগামী কয়েক সপ্তাহের মধ্যে দুই দেশের অভ্যন্তরে ক্রিকেট মাঠে ফেরার সম্ভাবনা ক্ষীণ বলা চলে।
চ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের কাছে হারের ক্ষত এখনো পুরোপুরি শুকায়নি বার্সেলোনার। কিন্তু দুয়ারে কড়া নাড়ছে লিগ শিরোপা। হতাশ হয়ে বসে থাকলে তো আর চলবে না। রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাই উজ্জীবিত দেখা গেল তাদের। নয়তো ১৪ মিনিটে দুই গোলে পিছিয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস খুব কম দলেরই থাকে। বারুদে ঠ
৭ ঘণ্টা আগেপ্রথমার্ধ শেষে দুই গোলে এগিয়ে থেকে বিরতিতে যাওয়াটা মনে করিয়ে দিচ্ছিল আগের ম্যাচের কথা। ঠিক একই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে সেদিন বাংলাদেশকে রুখে দিয়েছিল মালদ্বীপ। ভুটান অবশ্য আজ এর পুনরাবৃত্তি করতে পারেনি। তাদের ৩-০ গোলে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
১১ ঘণ্টা আগে২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এ সংস্করণে বাংলাদেশ দলের অধিনায়কত্ব দেওয়া হয়েছে লিটন দাসকে। তবে সাম্প্রতিক ব্যাট হাতে ছন্দে নেই এ উইকেটরক্ষক-ব্যাটার। ব্যাটে রান না থাকলেও তাঁর কাঁধেই নেতৃত্বের আস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যাটিং নিয়ে প্রশ্ন থাকলেও লিটনের নেতৃত্বগুণ ও কৌশলী
১১ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ আগেই খুইয়েছে বাংলাদেশ নারী ইমার্জিং ক্রিকেট দল। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ বাংলাদেশের কাছে ম্যাচটি ছিল ধবলধোলাই এড়ানোর মিশন। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ।
১১ ঘণ্টা আগে