নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই দিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন আইসিসি সভাপতি গ্রেগ বার্কলে। বেশ কিছু অবকাঠামো পরিদর্শনসহ দেশের ক্রিকেটের নানা দিক সম্পর্কে ধারণা নিয়েছেন তিনি। তাঁর মতে, ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের আবেগ অতুলনীয়।
সংবাদ সম্মেলনে আজ বার্কলে বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের বড় অংশীদার। সব ধরনের সুবিধাই এখানে রয়েছে। অন্য দেশের সঙ্গে তুলনা করলে খেলাটার প্রতি এ দেশের মানুষের আবেগ অতুলনীয়। আইসিসির পরবর্তী চক্রে ইভেন্ট আয়োজনের সব ধরনের সুবিধাই এখানে রয়েছে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের প্রশংসাও ঝরেছে বার্কলের কণ্ঠে। আইসিসিতেও পাপন দারুণ কাজ করছেন বলে জানিয়েছেন তিনি।
গতকাল ঢাকায় পৌঁছে বিমানবন্দর থেকেই পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে চলে যান বার্কলে। সন্ধ্যায় বিসিবি সভাপতির আমন্ত্রণে ডিনার পার্টিতেও অংশ নেন।
আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা উপভোগ করা ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বার্কলে। পরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন। সেখানে স্কুল ক্রিকেটের ম্যাচ দেখেন ও বৃক্ষ রোপণ করেন।
পরে মিরপুরে ফিরে সংবাদমাধ্যমের সঙ্গে বাংলাদেশ সফরের অভিজ্ঞতা ভাগাভাগি করেন বার্কলে, ‘বাংলাদেশে দুটি দিন দারুণ কেটেছে। আমি আয়োজকদের ধন্যবাদ দিতে চাই। খুবই ফলপ্রসূ সময় কেটেছে। অনেকের সঙ্গে পরিচয় হয়েছে। এটা আমার জন্য খুব কাজের ছিল। আমি দারুণ কিছু নিয়ে আইসিসিতে ফিরব।’
পাপনকে নিয়ে বার্কলে বলেন, ‘এই মুহূর্তে তিনি আইসিসির অন্যতম সিনিয়র সদস্য। অভিজ্ঞতা বড় ব্যাপার। সে বোর্ডে বেশ ভালো পরামর্শ দিতে পারে, সঙ্গে নতুন পরিচালকদেরও। যখনই তাঁর কাছে কোনো সাহায্য চাওয়া হয়, খুশি মনে করে।’
আগামীকাল আইপিএল প্লে-অফ ও ফাইনাল দেখতে বিসিবি সভাপতি পাপনকে নিয়ে ভারত যাবেন বার্কলে। সেখানে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের বোর্ড প্রতিনিধিরা।
দুই দিনের সংক্ষিপ্ত সফরে বাংলাদেশে এসেছেন আইসিসি সভাপতি গ্রেগ বার্কলে। বেশ কিছু অবকাঠামো পরিদর্শনসহ দেশের ক্রিকেটের নানা দিক সম্পর্কে ধারণা নিয়েছেন তিনি। তাঁর মতে, ক্রিকেটের প্রতি বাংলাদেশের মানুষের আবেগ অতুলনীয়।
সংবাদ সম্মেলনে আজ বার্কলে বলেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের বড় অংশীদার। সব ধরনের সুবিধাই এখানে রয়েছে। অন্য দেশের সঙ্গে তুলনা করলে খেলাটার প্রতি এ দেশের মানুষের আবেগ অতুলনীয়। আইসিসির পরবর্তী চক্রে ইভেন্ট আয়োজনের সব ধরনের সুবিধাই এখানে রয়েছে।’
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনের প্রশংসাও ঝরেছে বার্কলের কণ্ঠে। আইসিসিতেও পাপন দারুণ কাজ করছেন বলে জানিয়েছেন তিনি।
গতকাল ঢাকায় পৌঁছে বিমানবন্দর থেকেই পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শনে চলে যান বার্কলে। সন্ধ্যায় বিসিবি সভাপতির আমন্ত্রণে ডিনার পার্টিতেও অংশ নেন।
আজ বাংলাদেশ-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা উপভোগ করা ছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন বার্কলে। পরে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম পরিদর্শন করেন। সেখানে স্কুল ক্রিকেটের ম্যাচ দেখেন ও বৃক্ষ রোপণ করেন।
পরে মিরপুরে ফিরে সংবাদমাধ্যমের সঙ্গে বাংলাদেশ সফরের অভিজ্ঞতা ভাগাভাগি করেন বার্কলে, ‘বাংলাদেশে দুটি দিন দারুণ কেটেছে। আমি আয়োজকদের ধন্যবাদ দিতে চাই। খুবই ফলপ্রসূ সময় কেটেছে। অনেকের সঙ্গে পরিচয় হয়েছে। এটা আমার জন্য খুব কাজের ছিল। আমি দারুণ কিছু নিয়ে আইসিসিতে ফিরব।’
পাপনকে নিয়ে বার্কলে বলেন, ‘এই মুহূর্তে তিনি আইসিসির অন্যতম সিনিয়র সদস্য। অভিজ্ঞতা বড় ব্যাপার। সে বোর্ডে বেশ ভালো পরামর্শ দিতে পারে, সঙ্গে নতুন পরিচালকদেরও। যখনই তাঁর কাছে কোনো সাহায্য চাওয়া হয়, খুশি মনে করে।’
আগামীকাল আইপিএল প্লে-অফ ও ফাইনাল দেখতে বিসিবি সভাপতি পাপনকে নিয়ে ভারত যাবেন বার্কলে। সেখানে উপস্থিত থাকবেন বিভিন্ন দেশের বোর্ড প্রতিনিধিরা।
কদিন আগে প্রকাশিত আইসিসি উইমেনস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ শুনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুড়ি ওভারের সংস্করণে নিচের নেমে গেছে তারা। তবে সুখবর পেল আজ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। এই সংস্করণে ৮ নম্বর থেকে থেকে ৭ নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।
১০ ঘণ্টা আগেরাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
১০ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
১২ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
১২ ঘণ্টা আগে