Ajker Patrika

হঠাৎ বিসিবিতে তামিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৫: ৫২
হঠাৎ বিসিবিতে তামিম

ওয়ানডে অধিনায়কত্ব থেকে গত বৃহস্পতিবার সরে দাঁড়ানোর ঘোষণা দেন তামিম ইকবাল। কোমরের চোট থেকে সেরে না ওঠায় তামিমের নিয়মিত খেলা নিয়ে অনিশ্চয়তা আছে। দলের স্বার্থের কথা ভেবে তাই অধিনায়কত্ব দীর্ঘায়িত করেননি তিনি। 

অধিনায়কত্ব থেকে ইস্তফা দেওয়ার দুই দিনের মাথায় আজ বিসিবিতে এসেছেন তামিম। জানা গেছে, মেডিকেল টিমের সঙ্গে কথা বলেছেন তিনি। লন্ডন থেকে ইনজেকশন নিয়ে আসার পর আপাতত বিশ্রামে আছেন তিনি। ৭-১০ দিনের বিশ্রামে থাকার পর তামিমের পুনর্বাসন প্রক্রিয়া শুরু হওয়ার কথা। মেডিকেল টিমের সঙ্গে এসব নিয়েই আলাপ করে এর মধ্যে বিসিবি ছেড়ে গেছেন তামিম। 

ছাড়ার আগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যানের সঙ্গেও দেখা করেছেন তামিম। কোমরের চোটে এশিয়া কাপ পর্যন্ত খেলার বাইরে থাকতে হবে তাঁকে। ফিরবেন ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে। এশিয়া কাপ ও বিশ্বকাপ সামনে রেখে এর মধ্যে ক্যাম্প শুরু করেছে বাংলাদেশ। 

ক্রিকেটারদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর্ব শেষ হয়েছে। আগামী পরশু থেকে স্কিল ক্যাম্প শুরু হওয়ার কথা। আজ অবশ্য মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গা গরমের ফুটবল খেলে কাটিয়েছেন প্রাথমিক ক্যাম্পে থাকা ক্রিকেটাররা। ফুটবল শেষে জিমে সেশনও করেছেন তাঁরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত