Ajker Patrika

বিসিবি নির্বাচকের চোখে আয়ারল্যান্ড সিরিজটা কঠিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বিসিবি নির্বাচকের চোখে আয়ারল্যান্ড সিরিজটা কঠিন

চেমসফোর্ডের কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে কোচের চাওয়া অনুযায়ী একটু আগেই ইংল্যান্ডে গেছে বাংলাদেশ দল। দুই দিন অনুশীলনের পর তাদের খেলার কথা ছিল একটি প্রস্তুতি ম্যাচও। কিন্তু গতকাল বৃষ্টির কারণে সেটি পরিত্যক্ত হয়। 

যদিও গত মাসে নিজেদের মাঠে আয়ারল্যান্ডকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন তামিম-সাকিবরা। তবে এবার আইরিশদের কাছাকাছি কন্ডিশনে খেলতে যাওয়ায় সিরিজটা বাংলাদেশের জন্য একটু কঠিনই হতে পারে বলে মনে করছেন নির্বাচক হাবিবুল বাশার সুমন। 

আজ ঢাকার পূর্বাচলে প্রতিবন্ধীদের ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনে গিয়ে হাবিবুল বাশার সংবাদমাধ্যমকে বলেন, ‘সিরিজটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। আমাদের একটা (প্রস্তুতি) ম্যাচ খেলার সুযোগ ছিল। ম্যাচটা খেলতে পারলে আমাদের জন্য খুব ভালো হতো। যদিও অনুশীলন করার কিছুটা সুযোগ পাচ্ছি, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সময় পাচ্ছি হাতে। তবে একটা ম্যাচ খেলতে পারলে খুব ভালো হতো। কারণ কন্ডিশন পুরোপুরি ভিন্ন।’ 

স্বভাবতই এ সময়ে ইংল্যান্ডের আবহাওয়া ঠান্ডা এবং বৃষ্টি হয় অনেক। যে কন্ডিশনে খেলা বাংলাদেশের জন্য বেশ চ্যালেঞ্জিং বললেন হাবিবুল বাশার, ‘যদি জুলাই-আগস্ট মাসে খেলা হতো, আমাদের জন্য ভালো হতো। কারণ ওই সময় ইংল্যান্ডের উইকেট একদম শুষ্ক থাকে। যেটা আমাদের পক্ষে থাকত। কিন্তু এই মে মাসের দিকে উইকেট একটু নরম থাকে, বৃষ্টি হয়। কন্ডিশনটা কিন্তু খুব চ্যালেঞ্জিং।’ 

কন্ডিশনকে বড় প্রতিপক্ষ মেনে বাংলাদেশের এ নির্বাচক অবশ্য সবকিছুর ওপরে রাখলেন দলের পারফরম্যান্সকে, ‘আমার মনে হয়, প্রতিপক্ষ হিসেবে আয়ারল্যান্ড যখন ওদের মাটিতে খেলা হয় তখন খুব ভালো একটা প্রতিপক্ষ। তবে আমাদের জন্য বড় প্রতিপক্ষ কন্ডিশনটা। আমরা কতটা মানিয়ে নিতে পারছি, তার ওপরে আমাদের পারফরম্যান্সটা নির্ভর করবে।’ 

 ‘দল হিসেবে তো আমরা খুব ভালো খেলছি। সবাই আত্মবিশ্বাসী, খুব ভালো খেলছে। তবে কন্ডিশনটা একটা বড় চ্যালেঞ্জ। আমার মনে হয়, এই সিরিজটা বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’ , যোগ করেন হাবিবুল বাশার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

এক ভারতীয়র কারণে যুক্তরাষ্ট্রে বন্ধ হলো ট্রাকচালকদের ভিসা

সরকারি-আধা সরকারি-স্বায়ত্তশাসিত সব প্রতিষ্ঠানের দপ্তর থাকবে সমন্বিত ভবনে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত