ক্রীড়া ডেস্ক
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর। শাহজালাল বিমানবন্দরে তাদের ফুলের শুভেচ্ছায় বরণ করা হয়েছে। অধিনায়ক সালমান আলী আঘা, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, সাইম আইয়ুব, আবরার আহমেদ, খুশদিল শাহ, ফাহিম আশরাফসহ বেশ কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফ এই বহরে ঢাকায় পা রাখেন।
করাচি থেকে দুবাই হয়ে ঢাকায় পৌঁছান সালমানরা। দলের বাকি সদস্যদের নিয়ে বিকেলে দ্বিতীয় বহর এসে পৌঁছানোর কথা। আগামী ২০,২২ ও ২৪ জুলাই, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। সব ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। কিছুদিন আগেই পাকিস্তান সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ দল। এবার ঘরের মাঠে সেই হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন লিটনরা।
সব ম্যাচ যেহেতু মিরপুরে, সেভাবে উইকেট-কন্ডিশন বিবেচনায় করাচিতে আবহ তৈরি করে ক্যাম্প করেছে পাকিস্তান দল। সালমান বললেন, ‘এই ক্যাম্প আয়োজন করা হয়েছিল ঢাকার কন্ডিশনের সঙ্গে মিল রেখে। আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে যাচ্ছি। কারণ, নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ সব সময়ই কঠিন প্রতিপক্ষ হয়ে থাকে।’
বাংলাদেশে খেলা সব সময় চ্যালেঞ্জিং বললেন সালমান। অবশ্য স্বাগতিকদের মোকাবিলায় প্রস্তুতির কথাও বললেন সফরকারী অধিনায়ক, ‘বাংলাদেশে খেলাটা সব সময়ই চ্যালেঞ্জিং, তবে আমরা প্রস্তুত।’
ক্যাম্প চলাকালে দলের মধ্যে নেতৃত্ব ও পরিকল্পনা নিয়ে নানা আলোচনা হলেও তা নিয়ে মাথা ঘামাতে রাজি নন পাকিস্তান অধিনায়ক। তিনি বলেন, ‘আমি কীভাবে আমার দল থেকে সেরাটা বের করে আনতে পারি, সেটাই ভাবি। আগের অধিনায়কদের কী হয়েছে, সেটা আমার দেখার বিষয় নয়। আমি কেবল সেই কাজগুলোই করি, যেগুলো পাকিস্তান দলের জন্য ভালো।’
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আজ ঢাকায় এসে পৌঁছেছে পাকিস্তান ক্রিকেট দলের প্রথম বহর। শাহজালাল বিমানবন্দরে তাদের ফুলের শুভেচ্ছায় বরণ করা হয়েছে। অধিনায়ক সালমান আলী আঘা, ফখর জামান, মোহাম্মদ নওয়াজ, সাইম আইয়ুব, আবরার আহমেদ, খুশদিল শাহ, ফাহিম আশরাফসহ বেশ কয়েকজন খেলোয়াড় ও কোচিং স্টাফ এই বহরে ঢাকায় পা রাখেন।
করাচি থেকে দুবাই হয়ে ঢাকায় পৌঁছান সালমানরা। দলের বাকি সদস্যদের নিয়ে বিকেলে দ্বিতীয় বহর এসে পৌঁছানোর কথা। আগামী ২০,২২ ও ২৪ জুলাই, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে হবে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো। সব ম্যাচই শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। কিছুদিন আগেই পাকিস্তান সফরে গিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছিল বাংলাদেশ দল। এবার ঘরের মাঠে সেই হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন লিটনরা।
সব ম্যাচ যেহেতু মিরপুরে, সেভাবে উইকেট-কন্ডিশন বিবেচনায় করাচিতে আবহ তৈরি করে ক্যাম্প করেছে পাকিস্তান দল। সালমান বললেন, ‘এই ক্যাম্প আয়োজন করা হয়েছিল ঢাকার কন্ডিশনের সঙ্গে মিল রেখে। আমরা যথেষ্ট প্রস্তুতি নিয়ে যাচ্ছি। কারণ, নিজেদের ঘরের মাঠে বাংলাদেশ সব সময়ই কঠিন প্রতিপক্ষ হয়ে থাকে।’
বাংলাদেশে খেলা সব সময় চ্যালেঞ্জিং বললেন সালমান। অবশ্য স্বাগতিকদের মোকাবিলায় প্রস্তুতির কথাও বললেন সফরকারী অধিনায়ক, ‘বাংলাদেশে খেলাটা সব সময়ই চ্যালেঞ্জিং, তবে আমরা প্রস্তুত।’
ক্যাম্প চলাকালে দলের মধ্যে নেতৃত্ব ও পরিকল্পনা নিয়ে নানা আলোচনা হলেও তা নিয়ে মাথা ঘামাতে রাজি নন পাকিস্তান অধিনায়ক। তিনি বলেন, ‘আমি কীভাবে আমার দল থেকে সেরাটা বের করে আনতে পারি, সেটাই ভাবি। আগের অধিনায়কদের কী হয়েছে, সেটা আমার দেখার বিষয় নয়। আমি কেবল সেই কাজগুলোই করি, যেগুলো পাকিস্তান দলের জন্য ভালো।’
২০০ মিটার স্প্রিন্টে মৌসুমের সেরা টাইমিং করলেন নোয়া লাইলস। যুক্তরাষ্ট্রের ট্রায়ালে গতকাল এই ইভেন্টে ২৮ বছর বয়সী লাইলস সময় নিয়েছেন ১৯ দশমিক ৬৩ সেকেন্ড। আগামী মাসে টোকিওতে শুরু হতে যাওয়া বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নসশিপের আগে এই টাইমিংটা লাইলসের জন্য খুশি হওয়ার মতোই।
৭ ঘণ্টা আগেআগস্টে ঢাকায় আসার কথা ছিল ভারতের। কিন্তু সিরিজটি এক বছর পিছিয়েছে দুই বোর্ড। এশিয়া কাপের আগে বিসিবি তাই ফাঁকা সময়টায় ক্রিকেটারদের বিশ্রামে রাখতে চায়নি। বড় দলগুলো ব্যস্ত থাকায় শেষ পর্যন্ত নেদারল্যান্ডসের দ্বারস্থ হতে হয় বিসিবিকে। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ২৬ আগস্ট ঢাকায় আসছে ডাচরা।
৭ ঘণ্টা আগেবাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি
৯ ঘণ্টা আগেসিঙ্গাপুর ম্যাচ ঘিরে কতই উন্মাদনা ছিল। কিন্তু সেসব বিষাদে পরিণত হয় ঘরের মাঠে বাংলাদেশের ২-১ গোলের হারে। প্রায় দুই মাস পেরোলেও সেই হারের রেশ এখনো কাটেনি। কোচ হাভিয়ের কাবরেরা প্রশ্নের মুখে পড়েছেন বারংবার। তাঁর কৌশল নিয়ে খোদ বাফুফের ভেতরেই চলছে সমালোচনা।
৯ ঘণ্টা আগে