Ajker Patrika

তামিমের নির্বাচন করা নিয়ে কী বললেন ক্রিকেটাররা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ফাইল ছবি
সাবেক অধিনায়ক তামিম ইকবাল। ফাইল ছবি

বাংলাদেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নির্বাচন হবে আগামী ৪ সেপ্টেম্বর। আজ (শনিবার) বিকেলে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত অ্যাডহক কমিটির বৈঠকে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। কিন্তু এই নির্বাচনে তামিম ইকবাল কি কোনো প্রার্থী হবেন? বিশেষ করে তাঁর সভাপতি প্রার্থী হওয়ার আলোচনাটা বেশ জোরালো।

তামিম ইকবালের নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টি খোলাসা করেননি তাঁর জাতীয় দলের সাবেক সতীর্থ মোহাম্মদ মিঠুন, ‘আপনাদের এখন নির্দিষ্ট করে কোনো নাম বলতে পারব না। আমাদের মধ্যে এখনো আলোচনা চলছে। আমাদের ক্রিকেটারদের স্বার্থে যে কাজ করবে তাকেই আমরা নেতা হিসাবে মনোনয়ন দেব। দেখেন অনেকে ব্যক্তি স্বার্থে, অনেকে সবাইকে নিয়ে কাজ করে। লিডার এমন হওয়া উচিত যে সবাইকে নিয়ে কাজ করবে। এই রকম ব্যক্তি আমরা খুঁজছি। যিনি আমাদের সবার কথা চিন্তা করবেন। শুধু প্রিমিয়ার, প্রথম শ্রেণির লিগ না, জেলা লিগ নিয়েও ভাববেন। জেলা লিগ যে হচ্ছে না এসবে নজর দেবেন। প্রতিটি জেলায় খেলা বন্ধ, এখানে কোয়াবের দায় আছে। জেলায় যদি কোয়াবের একটা শক্ত ইউনিট থাকত সে কিন্তু জেলা কমিশনার, জেলা ক্রীড়া কর্মকর্তার সঙ্গে আলোচনা করতে পারত। খেলার চালুর ব্যাপারে উদ্যোগী হতো।’

এরপর মিঠুন যোগ করেন, ‘নির্বাচন উন্মুক্ত, এখানে যে কেউ দাঁড়াতে পারবে। ভোটাধিকার আমার আছে। আমি যাকে যোগ্য ও সঠিক মনে করব তাকেই ভোট দিতে পারব। তামিম ইকবাল আজকের সভার কোনো অংশ ছিল না। আজ আসেওনি।’

গত মার্চে গঠিত কোয়াবের একটি জরুরি সভায় আগের কমিটি ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি ৮টি বিভাগের ৮ জন বর্তমান ক্রিকেটার এবং ৫ জন সাবেক জাতীয় দলের ক্রিকেটারকে নিয়ে কয়েক ধাপে বৈঠক করে নির্বাচনের প্রস্তুতি নেয়। আজ বিকেলে বৈঠক শেষে কোয়াবের অ্যাডহক কমিটির প্রধান সেলিম শাহেদ বলেন, ‘নির্বাচন আয়োজনে আমরা তিন সদস্যের একটি কমিশন গঠন করেছি। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে থাকছেন বিসিবির পরিচালক ও মিডিয়া এবং আম্পায়ার্স বিভাগের চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। তার সঙ্গে কমিশনে থাকবেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন এবং বিসিবির এমআইএস বিভাগের ম্যানেজার নাসির উদ্দিন নাসু।’

সংবাদ সম্মেলনে মোহাম্মদ মিঠুন বলেন, ‘আগে কখনো কোয়াবে বর্তমান ক্রিকেটাররা সরাসরি যুক্ত ছিলেন না। এবার আমরা সক্রিয়ভাবে যুক্ত হচ্ছি। আমরা চাই না, শুধুমাত্র একজন ব্যক্তির ওপর নির্ভর করে কোয়াবের কার্যক্রম চলুক বা বন্ধ হয়ে থাকুক। ক্রিকেট আমাদের, তাই এর ভবিষ্যৎ নিয়েও আমাদেরই ভাবতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত