নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম মানেই যেন ‘লো স্কোরিং থ্রিলার’। ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের পর গত রাতে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচেও ঘটেছে একই ঘটনা। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে বাংলাদেশকে ৪ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এমন জয়ের পরও কিছুটা আক্ষেপ রয়েছে প্রোটিয়া ব্যাটার হেনরিখ ক্লাসেনের।
টস জিতে গতকাল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। বাংলাদেশের বিধ্বংসী বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ৪.২ ওভারে ৪ উইকেটে ২৩ রান। এমন পরিস্থিতিতে পঞ্চম উইকেটে ক্লাসেন ও ডেভিড মিলার ৭৯ বলে ৭৯ রানের জুটি গড়েছেন। দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত করেছে ২০ ওভারে ৬ উইকেটে ১১৩ রান। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে বাংলাদেশ পুরো ২০ ওভার ব্যাটিং করলেও ৭ উইকেটে ১০৯ রানে থেমে গেছে।
৪৪ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪৬ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন ক্লাসেন। দক্ষিণ আফ্রিকার স্কোরটা আরও একটু বেশি না হওয়ার আক্ষেপ করছেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রোটিয়া মিডল অর্ডার ব্যাটার বলেছেন, ‘জয়টা সন্তোষজনক ছিল না। তবে জিততে পেরে ভালো লাগছে। উইকেটটা শট খেলার জন্য ভালো না। তবে ডেভিড গত ম্যাচে দেখিয়েছে এমন উইকেটে কীভাবে খেলতে হয়। তার থেকে তথ্য নিয়েছি। আমরা দারুণ স্কোর করেছি। তবে ১০ রান কম হয়েছে।’
টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটিংয়ে যে ক্লাসেন অভ্যস্ত, স্কোরই বলে দিচ্ছে তিনি খেলেছেন ওয়ানডে মেজাজে। শুধু তাই নয়, নিউইয়র্কে এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা নিজেদের তিন ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করেছে। নাসাউ কাউন্টিতে কোনো ম্যাচেই টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেনি প্রোটিয়ারা। ক্লাসেনের মতে জিতলেই দলের আত্মবিশ্বাস বেড়ে যায়। প্রোটিয়া ব্যাটার বলেন, ‘আমাদের অভিজ্ঞতা রয়েছে। ১৫ ওভার পর্যন্ত আমরা ওয়ানডে মেজাজে ব্যাটিং করেছি। জয় স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী করেছে ছেলেদের। তিনটি চাপের ম্যাচ খেলেছি এখনো পর্যন্ত। আমরা উঠে গেছি। আর এক ম্যাচ পরই খেলব পরের রাউন্ডে।’
নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়াম মানেই যেন ‘লো স্কোরিং থ্রিলার’। ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচের পর গত রাতে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ম্যাচেও ঘটেছে একই ঘটনা। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে বাংলাদেশকে ৪ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। এমন জয়ের পরও কিছুটা আক্ষেপ রয়েছে প্রোটিয়া ব্যাটার হেনরিখ ক্লাসেনের।
টস জিতে গতকাল প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক এইডেন মার্করাম। বাংলাদেশের বিধ্বংসী বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার স্কোর হয়ে যায় ৪.২ ওভারে ৪ উইকেটে ২৩ রান। এমন পরিস্থিতিতে পঞ্চম উইকেটে ক্লাসেন ও ডেভিড মিলার ৭৯ বলে ৭৯ রানের জুটি গড়েছেন। দক্ষিণ আফ্রিকা শেষ পর্যন্ত করেছে ২০ ওভারে ৬ উইকেটে ১১৩ রান। পেন্ডুলামের মতো দুলতে থাকা ম্যাচে বাংলাদেশ পুরো ২০ ওভার ব্যাটিং করলেও ৭ উইকেটে ১০৯ রানে থেমে গেছে।
৪৪ বলে ২ চার ও ৩ ছক্কায় ৪৬ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন ক্লাসেন। দক্ষিণ আফ্রিকার স্কোরটা আরও একটু বেশি না হওয়ার আক্ষেপ করছেন তিনি। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রোটিয়া মিডল অর্ডার ব্যাটার বলেছেন, ‘জয়টা সন্তোষজনক ছিল না। তবে জিততে পেরে ভালো লাগছে। উইকেটটা শট খেলার জন্য ভালো না। তবে ডেভিড গত ম্যাচে দেখিয়েছে এমন উইকেটে কীভাবে খেলতে হয়। তার থেকে তথ্য নিয়েছি। আমরা দারুণ স্কোর করেছি। তবে ১০ রান কম হয়েছে।’
টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটিংয়ে যে ক্লাসেন অভ্যস্ত, স্কোরই বলে দিচ্ছে তিনি খেলেছেন ওয়ানডে মেজাজে। শুধু তাই নয়, নিউইয়র্কে এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা নিজেদের তিন ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করেছে। নাসাউ কাউন্টিতে কোনো ম্যাচেই টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে পারেনি প্রোটিয়ারা। ক্লাসেনের মতে জিতলেই দলের আত্মবিশ্বাস বেড়ে যায়। প্রোটিয়া ব্যাটার বলেন, ‘আমাদের অভিজ্ঞতা রয়েছে। ১৫ ওভার পর্যন্ত আমরা ওয়ানডে মেজাজে ব্যাটিং করেছি। জয় স্বাভাবিকভাবেই আত্মবিশ্বাসী করেছে ছেলেদের। তিনটি চাপের ম্যাচ খেলেছি এখনো পর্যন্ত। আমরা উঠে গেছি। আর এক ম্যাচ পরই খেলব পরের রাউন্ডে।’
ভারত ফাইনালে উঠেছে আগেই। টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার। তাই দুই দলের গতকালের ম্যাচটি ছিল নিয়মরক্ষার। তবে কে জানত, এই ম্যাচে দেখা যাবে এমন রোমাঞ্চ! ভারতের ২০২ রানের জবাবে পাতুম নিশাঙ্কার সেঞ্চুরিতে শ্রীলঙ্কা তোলে ২০২ রান।
৪ ঘণ্টা আগেদুর্দান্ত ছন্দে আছেন অভিষেক শর্মা। তাঁর দুর্বলতা খুঁজে পাওয়া বোলারদের বড্ড মুশকিলের কাজ হয়ে দাঁড়িয়েছে। টি-টোয়েন্টিতে কীভাবে ধারাবাহিক থাকতে হয়, সেই পথই যেন বাতলে দিচ্ছেন বাঁহাতি এই ব্যাটার। আজ তাঁর ঝোড়ো ব্যাটিংয়ে এশিয়া কাপের সুপার ফোরে নিয়মরক্ষার ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ২০২ রান করেছ
৬ ঘণ্টা আগেবিসিবি নির্বাচনকে ঘিরে কয়েক দিন ধরে ক্রিকেটাররা সামাজিক যোগাযোগমাধ্যমে একই লেখা শেয়ার করছেন, ‘বিসিবি নির্বাচন ঘিরে যা যা হচ্ছে, এসব কাম্য নয়। এটা বাংলাদেশের ক্রিকেট ও ক্রিকেটারদের ভবিষ্যতের ব্যাপার। আমরা চাই, বিসিবি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।’ এই পোস্ট দিয়েছেন জাতীয় দলের বর্তমান ও সাবেক
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে শুরু থেকেই প্রভাব খাটানোর অভিযোগ তুলে আসছিলেন সভাপতি পদপ্রার্থী তামিম ইকবাল। তাঁর দাবি ছিল, তাঁর পক্ষের অনেক জেলা, বিভাগ ও ক্লাব সংগঠকের কাউন্সিলরশিপ আটকে দেওয়া হয়েছে। সেই অভিযোগ নিয়ে গতকাল তিনি হাজির হয়েছিলেন নির্বাচন কমিশনের শুনানিতে।
১১ ঘণ্টা আগে