Ajker Patrika

হেরে টেস্ট ইতিহাসে বিরল রেকর্ড গড়ল পাকিস্তান

আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ১৫: ২২
হেরে টেস্ট ইতিহাসে বিরল রেকর্ড গড়ল পাকিস্তান

হারের শঙ্কা জেগেছিল গতকাল চতুর্থ দিন বিকেলেই। ৮২ রানেই ৬ উইকেট হারিয়ে বসে তারা। দেখার অপেক্ষা ছিল, আজ কতটা লড়াই করতে পারে তারা। সপ্তম উইকেটে আমের জামাল ও আগা সালমান দারুণ প্রতিরোধ গড়লেও শেষ পর্যন্ত হার এড়ানো সম্ভব হয়নি। আজ পঞ্চম দিনের প্রথম সেশনে বাকি ৪ উইকেটও হারিয়েছে পাকিস্তান। মুলতান টেস্টে ইংল্যান্ড পেল ইনিংস ও ৪৭ রানের দুর্দান্ত জয়। 

২৬৭ রানে পিছিয়ে থেকে পাকিস্তান দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে ২২০ রানে। বড় হারে টেস্ট ক্রিকেটের ইতিহাসে নতুন এক রেকর্ডও গড়ল শান মাসুদের দল। প্রথম ইনিংসে ৫০০-এর বেশি রান করার পরও ইনিংস ব্যবধানে হারের প্রথম নজির এটি। 

গতকাল ৬ উইকেটে ১৫২ রানে দিন শেষ করেছিল পাকিস্তান। সেখান থেকে জামাল ও সালমান জুটিতে ভালোই শুরু করেছিল আজও। দারুণ ব্যাট চালিয়ে সেঞ্চুরি করেন দুজনে। আক্রমণে স্পিন আসতেই লাইন মিস করেন সালমান। ৬৩ রানে জ্যাক লিচের এলবিডব্লিউর ফাঁদে পড়েন তিনি। আউট হওয়ার আগে করেছেন ৬৩ রান। জামালের সঙ্গে ভাঙে তাঁর ১০৯ রানের জুটি। 

আজ সব মিলিয়ে পাকিস্তান ব্যাটিং করেছে ১৭.৫ ওভার। গতকাল অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে যেতে হয়েছে আবরার আহমেদকে। আজ তিনি আর ব্যাটিংয়ে নামনেনি। ৯ উইকেট গেলেই শেষ হয় খেলা। জামাল ৫৫ রানে অপরাজিত থাকলেও শাহিন শাহ আফ্রিদি ১০ ও ৬ রানে নাসিম শাহ আউট হলে জয় নিশ্চিত হয় ইংল্যান্ডের। জ্যাক লিচ নিয়েছেন ৪টি উইকেট। 

তার আগে প্রথম ইনিংসে ৩ সেঞ্চুরিতে ৫৫৬ রান করেছিল পাকিস্তান। বিপরীতে হ্যারি ব্রুকের ত্রিপল ও জো রুটের ডাবল সেঞ্চুরিতে ৭ উইকেটে ৮২৩ রানে ইনিংস ঘোষণা করে ইংলিশরা। নিজেদের মাঠে গত ৯ ম্যাচের ৭ টিতেই হেরেছে পাকিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত