
এশিয়া কাপ শেষ হলেও ভারতের ব্যস্ত সূচি শেষ হচ্ছে না শিগগিরই। ওয়ানডে বিশ্বকাপের আগে আরও বেশ কিছু ম্যাচ খেলতে হবে রোহিত শর্মার দলকে। আইসিসির এমন বড় ইভেন্টের আগে তা ভারতের ওপর প্রভাব ফেলবে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
কলম্বোর প্রেমাদাসায় গতকাল শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে এশিয়া কাপ জিতেছে ভারত। এরপরই ভারতকে খেলতে হবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২২,২৪ ও ২৭ সেপ্টেম্বর মোহালি, ইন্দোর, রাজকোটে হবে তিন ওয়ানডে। এখানেই শেষ নয়, ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ৩০ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ম্যাচ দুটি হবে আবার দুই ভিন্ন ভেন্যু গুয়াহাটি ও তিরুবনন্তপুরমে।
সব মিলিয়ে বিশ্বকাপের আগে ভারতের ওপর বেশ ধকলই যাবে। ম্যাচের পাশাপাশি এক শহর থেকে আরেক শহরে যাওয়ার ভ্রমণ ক্লান্তি তো রয়েছেই। এছাড়া ভারতীয় দলে ইঞ্জুরিরও সমস্যা রয়েছে। চোটে পড়ায় এশিয়া কাপের ফাইনালের আগেই ছিটকে যান অক্ষর প্যাটেল। তাছাড়া লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার পুরোপুরি ফিট না হয়েও খেলেছেন এশিয়া কাপ। এ কারণেই ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলাটা অপ্রয়োজনীয় মনে করছেন আকরাম। এশিয়া কাপ ফাইনাল শেষে স্টার স্পোর্টসকে পাকিস্তানের কিংবদন্তি পেসার বলেছেন, ‘ভারতে অনেক ভেন্যু আছে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে একদিন লাগে (প্রতি ম্যাচের আগে)। বিশ্বকাপের আগে আপনাকে শক্তি ধরে রাখতে হবে। আমি বুঝতে পারছি না কেন তারা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এটা অনেক আগেই হয়তো তৈরি করা হয়েছে, তবে এটা দরকার ছিল না। যখন আপনি ঘরের মাঠে ফেভারিট, এত বড় টুর্নামেন্টের আগে আপনি নিশ্চয়ই ক্লান্ত হতে চাইবেন না। যদি আপনার দলে অনেক খেলোয়াড় থাকে, তাহলে সেটা করতে পারেন।’
২৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তন আনার সুযোগ রেখেছে আইসিসি। আর ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৩ বিশ্বকাপ। ৮ অক্টোবর চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। ১৯ নভেম্বর আহমেদাবাদেই হবে ফাইনাল।

এশিয়া কাপ শেষ হলেও ভারতের ব্যস্ত সূচি শেষ হচ্ছে না শিগগিরই। ওয়ানডে বিশ্বকাপের আগে আরও বেশ কিছু ম্যাচ খেলতে হবে রোহিত শর্মার দলকে। আইসিসির এমন বড় ইভেন্টের আগে তা ভারতের ওপর প্রভাব ফেলবে বলে মনে করেন ওয়াসিম আকরাম।
কলম্বোর প্রেমাদাসায় গতকাল শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে এশিয়া কাপ জিতেছে ভারত। এরপরই ভারতকে খেলতে হবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ২২,২৪ ও ২৭ সেপ্টেম্বর মোহালি, ইন্দোর, রাজকোটে হবে তিন ওয়ানডে। এখানেই শেষ নয়, ইংল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ৩০ সেপ্টেম্বর ও ৩ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে ভারত। ম্যাচ দুটি হবে আবার দুই ভিন্ন ভেন্যু গুয়াহাটি ও তিরুবনন্তপুরমে।
সব মিলিয়ে বিশ্বকাপের আগে ভারতের ওপর বেশ ধকলই যাবে। ম্যাচের পাশাপাশি এক শহর থেকে আরেক শহরে যাওয়ার ভ্রমণ ক্লান্তি তো রয়েছেই। এছাড়া ভারতীয় দলে ইঞ্জুরিরও সমস্যা রয়েছে। চোটে পড়ায় এশিয়া কাপের ফাইনালের আগেই ছিটকে যান অক্ষর প্যাটেল। তাছাড়া লোকেশ রাহুল, শ্রেয়াস আয়ার পুরোপুরি ফিট না হয়েও খেলেছেন এশিয়া কাপ। এ কারণেই ভারত-অস্ট্রেলিয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলাটা অপ্রয়োজনীয় মনে করছেন আকরাম। এশিয়া কাপ ফাইনাল শেষে স্টার স্পোর্টসকে পাকিস্তানের কিংবদন্তি পেসার বলেছেন, ‘ভারতে অনেক ভেন্যু আছে এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে একদিন লাগে (প্রতি ম্যাচের আগে)। বিশ্বকাপের আগে আপনাকে শক্তি ধরে রাখতে হবে। আমি বুঝতে পারছি না কেন তারা তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। এটা অনেক আগেই হয়তো তৈরি করা হয়েছে, তবে এটা দরকার ছিল না। যখন আপনি ঘরের মাঠে ফেভারিট, এত বড় টুর্নামেন্টের আগে আপনি নিশ্চয়ই ক্লান্ত হতে চাইবেন না। যদি আপনার দলে অনেক খেলোয়াড় থাকে, তাহলে সেটা করতে পারেন।’
২৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বকাপ দলে পরিবর্তন আনার সুযোগ রেখেছে আইসিসি। আর ৫ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ২০২৩ বিশ্বকাপ। ৮ অক্টোবর চেন্নাইতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে ভারত। ১৯ নভেম্বর আহমেদাবাদেই হবে ফাইনাল।

প্রীতি ম্যাচ খেলতে গত বছর হংকংয়ে এসেছিল ইন্টার মায়ামি। লিওনেল মেসিকে সরাসরি খেলতে দেখার সুযোগ তো বারবার আসে না। ম্যাচটি নিয়ে তাই তুমুল আগ্রহ ছিল হংকংয়ের মানুষের। কিন্তু মাঠে না নেমে মেসি শুধু বেঞ্চ গরম করেন। ফলে জনশত্রুতে পরিণত হন তিনি। আজ সেখানেই মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো পেলেন
৯ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট থেকে ফিক্সিং ও দুর্নীতি মুক্ত করতে কাজ শুরু করে দিয়েছেন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক হিসেবে নিয়োগ পাওয়া অ্যালেক্স মার্শাল। গতকাল রাজধানীর এক হোটেলে বাংলাদেশের ক্রিকেটার, বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, পরিচালক ও কর্মকর্তাদের সামনে নিজের কর্মপরিকল্পনা
১০ ঘণ্টা আগে
জয়ে ফিরেছে বাংলাদেশ ‘এ’ দল। অস্ট্রেলিয়ায় টপ এন্ড টি-টোয়েন্টি প্রতিযোগিতায় আজ ২২ রানে হারিয়েছে নর্দান টেরিটরি স্ট্রাইককে। বাংলাদেশের ১৭২ রানের জবাবে নর্দান টেরিটরি স্ট্রাইক ২০ ওভার খেললেও ৭ উইকেটে ১৫০ রানের বেশি তুলতে পারেনি।
১৩ ঘণ্টা আগে
২৯৭ রানের লক্ষ্য তাড়ায় শুরুটা খুব খারাপ ছিল না। ট্রাভিস হেডকে নিয়ে অধিনায়ক মিচেল মার্শ ৭ ওভারেই তুলে ফেলেছিলেন ৬০ রান। কিন্তু এরপরই ‘মিনি’ মোড়ক অস্ট্রেলিয়ার ইনিংসে। ৬০ থেকে ৬৯—এই ২৯ রানের মধ্যেই অস্ট্রেলিয়া হারিয়ে ফেলে ৬ উইকেট! যার ৫টিই নেন কেশব মহারাজ।
১৪ ঘণ্টা আগে