Ajker Patrika

জিম্বাবুয়েকে পেলে গর্জে ওঠে তাঁদের ব্যাট

ক্রীড়া ডেস্ক    
বর্তমান যাঁরা খেলছেন, জিম্বাবুয়ের বিপক্ষে সেরা মুশফিকুর রহিম ও মুমিনুল হক। ছবি: এএফপি
বর্তমান যাঁরা খেলছেন, জিম্বাবুয়ের বিপক্ষে সেরা মুশফিকুর রহিম ও মুমিনুল হক। ছবি: এএফপি

সোনালি সময়টা অনেক আগেই পার করে এসেছে জিম্বাবুয়ে। আইসিসির ইভেন্টে খেলার যোগ্যতা অর্জন করতেই এখন ব্যর্থ হয় তারা। বড় মঞ্চে না থাকলেও ক্রিকেট আর পরিসংখ্যানে—জিম্বাবুয়ের নামটি সামনে আসবেই। আগামী রোববার বাংলাদেশ সফরে প্রথম টেস্ট খেলতে নামবেন ক্রেইগ এরভিন-শন উইলিয়ামসরা।

জিম্বাবুয়ের বিপক্ষে ছন্দ ধরে রাখতে প্রস্তুতি নিচ্ছেন মুশফিকুর রহিম-মুমিনুল হকেরাও। একটা সময় জিম্বাবুয়ের বিপক্ষে রানের ফুলঝুরি ছোটাতেন শচীন টেন্ডুলকার-মারভান আতাপাত্তুরা। বর্তমান খেলছেন এমন ক্রিকেটারদের মধ্যে মুশফিক-মুমিনুল জিম্বাবুয়ের বিপক্ষে সফল ব্যাটার।

সাবেক শ্রীলঙ্কান অধিনায়ক মারভান আতাপাত্তু জিম্বাবুয়েকে পেলে হয়ে উঠতেন রাবণ! দলটির বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি রান তাঁরই। আতাপাত্তুর টেস্ট ক্যারিয়ারে সবচেয়ে বেশি গড় ও রানও জিম্বাবুয়ের বিপক্ষে। ১০ টেস্টে ১৫ ইনিংসে ১১৪৫ রান, নজরকাড়া গড় ৯৫.৪১। সর্বোচ্চ শতক করেছেন পাঁচটি।

পরের নামটি ভারতীয় কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের। জিম্বাবুয়ের বিপক্ষে দ্রাবিড়ের ৯৭৯ রান। গড় বিবেচনায় আতাপাত্তুর চেয়ে এক কাঠি সরেস ‘দ্য ওয়াল’ খ্যাত এ ক্রিকেটার। জিম্বাবুয়ের বিপক্ষে তাঁর ব্যাটিং গড় ৯৭.৯০। টেস্ট ক্যারিয়ারে নিজের সর্বোচ্চ গড়ও দলটির বিপক্ষে। জিম্বাবুয়ের বিপক্ষে অন্তত পাঁচ টেস্ট খেলেছেন এর চেয়ে বেশি গড় আছে কেবল জ্যাক ক্যালিসের। ৬ টেস্টে ৭ ইনিংসে দক্ষিণ আফ্রিকা কিংবদন্তি ৬৭৯ রান করেছেন। আকাশছোঁয়া ব্যাটিং গড় ১৬৯.৭৫।

জিম্বাবুয়ের বিপক্ষে লাল বলে দ্রাবিড়ের পরেই তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক গ্রেট—শচীন টেন্ডুলকার। টেস্টে বাংলাদেশের পরে শচীনের সবচেয়ে বেশি গড় দলটির বিপক্ষে—৭৬.৫০। ৯ টেস্টে ১৪ ইনিংসে করেছেন ৯১৮ রান। বাংলাদেশের বিপক্ষে ৭ টেস্টে খেলা শচীনের গড় ১৩৬.৬৬। শচীন ও দ্রাবিড় দুজনই তিনটি করে সেঞ্চুরি করেছেন জিম্বাবুয়ের সঙ্গে।

শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ও দারুণ ব্যাটিং করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে। ছবি: এএফপি
শচীন টেন্ডুলকার ও রাহুল দ্রাবিড়ও দারুণ ব্যাটিং করেছেন জিম্বাবুয়ের বিপক্ষে। ছবি: এএফপি

শচীনের পরই জিম্বাবুয়ের বিপক্ষে রানের দিক থেকে তালিকায় চার নম্বরে বাংলাদেশের মুশফিকুর রহিম। ১০ টেস্ট ও ১৮ ইনিংসে এই উইকেটরক্ষক-ব্যাটার করেছেন ৮৫৭ রান, গড় ৫৭.১৩। টেস্টে কোনো দলের বিপক্ষে নিজের দ্বিতীয় সেরা গড় ও দ্বিতীয় সর্বোচ্চ রানও এটি। করেছেন দুটি সেঞ্চুরি ও তিন ফিফটি। এবারও বাংলাদেশ দলের ব্যাটিংয়ের মেরুদণ্ড তিনি।

জিম্বাবুয়ের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেন মুমিনুলও। ৮ টেস্টে ১৪ ইনিংসে ৭৫৭ রান তাঁর। এ বাঁহাতি ব্যাটারের গড় ছাড়িয়ে গেছে মুশফিককে—৫৮.২৩।

টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে সেরা চার ব্যাটার
ব্যাটার গড় রান
মারভান আতাপাত্তু৯৫.৪১১১৪৫
রাহুল দ্রাবিড়৯৭.৯০৯৭৯
শচীন টেন্ডুলকার৭৬.৫০৯১৮
মুশফিকুর রহিম৫৭.১৩৮৫৭
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত