ক্রীড়া ডেস্ক
যে জিতবে, সেই দলই কাটবে ফাইনালের টিকিট—গত রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই সমীকরণ নিয়ে খেলতে নামে মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস। দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে শেষ পর্যন্ত ফাইনালের টিকিট কাটে পাঞ্জাব। ‘রোড টু ফাইনাল’ ম্যাচ শেষে শাস্তি পেয়েছেন ভারতের দুই তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও শ্রেয়াস আইয়ার।
দ্বিতীয় কোয়ালিফায়ার শেষে মুম্বাই অধিনায়ক পান্ডিয়াকে ৩০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৪৩ লাখ টাকা। আইপিএলের আচরণবিধির স্লো-ওভার রেটের নিয়ম অনুযায়ী তৃতীয়বার মুম্বাই এই অপরাধ করায় তাঁর জরিমানা হয়েছে ৪৩ লাখ টাকা। পাঞ্জাবের বিপক্ষে দ্বাদশে থাকা মুম্বাইয়ের অন্যান্য ক্রিকেটারদের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। কারও কারও ক্ষেত্রে সেটা হয়েছে ১২ লাখ রুপি (১৭ লাখ টাকা)। আর পাঞ্জাব অধিনায়ক আইয়ারকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। যা ৩৪ লাখ টাকা। এবারের আইপিএলে এই নিয়ে দ্বিতীয়বার স্লো-ওভার রেটের অপরাধ করল পাঞ্জাব।
আহমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব অধিনায়ক আইয়ারের পাশাপাশি দলের অন্যান্য ক্রিকেটারদেরও জরিমানা করা হয়েছে। মুম্বাইয়ের বিপক্ষে দ্বাদশে থাকা পাঞ্জাবের অন্যান্য ক্রিকেটারদের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। কারও কারও ক্ষেত্রে জরিমানার অঙ্কটা হয়েছে ৬ লাখ রুপি (৮ লাখ ৫৫ হাজার টাকা)।
বৃষ্টির আশঙ্কা থেকেই প্লে অফের ম্যাচে দুই ঘণ্টা বাড়তি সময় দেওয়া হয়েছে। আহমেদাবাদে গত রাতে দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংস-মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে নিয়ম করে হানা দেয় বৃষ্টি। তবে বৃষ্টির আগে টস হলে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক আইয়ার। আর বেরসিক বৃষ্টির বাগড়ায় খেলা শুরু হতে ২ ঘণ্টারও বেশি সময় পরে। প্রথমে ব্যাটিং পাওয়া মুম্বাই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০৩ রান। জয়ের লক্ষ্যে নেমে এক ওভার হাতে রেখে ৫ উইকেটে ২০৭ রান করে পাঞ্জাব। ৪১ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন পাঞ্জাব অধিনায়ক আইয়ার।
তিনবার স্লো-ওভার রেটের কারণে পান্ডিয়া শাস্তি পেলেও নিষেধাজ্ঞা পাচ্ছেন না। কারণ, ২০২৫ আইপিএলের আগে নিয়ম সংশোধন করা হয়েছে। তাতে নিষেধাজ্ঞার শাস্তি তুলে নেওয়া হয়। আপাতত তাই ২০২৬ আইপিএলে তাঁর প্রথম ম্যাচ খেলতে কোনো বাধা থাকছে না। তবে এবারের আইপিএলে ২৩ মার্চ মৌসুমে মুম্বাইয়ের প্রথম ম্যাচ খেলতে পারেননি এই পান্ডিয়াই। কারণ, ২০২৪ আইপিএলে তাঁর শাস্তি এবার বহাল ছিল।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামীকাল ১৮তম আইপিএলের ফাইনালে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-পাঞ্জাব কিংস। দুটি দলই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে নামবে। ২০১৪ সালেই শুধু পাঞ্জাব ফাইনালে উঠেছিল। সেবার তারা হেরেছিল কলকাতা নাইট রাইডার্সের কাছে। তখন পাঞ্জাবের নাম ছিল কিংস ইলেভেন পাঞ্জাব। অন্যদিকে বেঙ্গালুরু এর আগে ২০০৯, ২০১১, ২০১৬-এই তিনবার আইপিএল ফাইনালে উঠেছিল। টুর্নামেন্টের শুরু থেকে বেঙ্গালুরুতে খেলে যাওয়া বিরাট কোহলিকে রানার্সআপের তিক্ত স্বাদ দিয়েছে ডেকান চার্জার্স, চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ।
আরও পড়ুন:
যে জিতবে, সেই দলই কাটবে ফাইনালের টিকিট—গত রাতে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই সমীকরণ নিয়ে খেলতে নামে মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাব কিংস। দ্বিতীয় কোয়ালিফায়ার জিতে শেষ পর্যন্ত ফাইনালের টিকিট কাটে পাঞ্জাব। ‘রোড টু ফাইনাল’ ম্যাচ শেষে শাস্তি পেয়েছেন ভারতের দুই তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও শ্রেয়াস আইয়ার।
দ্বিতীয় কোয়ালিফায়ার শেষে মুম্বাই অধিনায়ক পান্ডিয়াকে ৩০ লাখ রুপি জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় সেটা ৪৩ লাখ টাকা। আইপিএলের আচরণবিধির স্লো-ওভার রেটের নিয়ম অনুযায়ী তৃতীয়বার মুম্বাই এই অপরাধ করায় তাঁর জরিমানা হয়েছে ৪৩ লাখ টাকা। পাঞ্জাবের বিপক্ষে দ্বাদশে থাকা মুম্বাইয়ের অন্যান্য ক্রিকেটারদের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে। কারও কারও ক্ষেত্রে সেটা হয়েছে ১২ লাখ রুপি (১৭ লাখ টাকা)। আর পাঞ্জাব অধিনায়ক আইয়ারকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে। যা ৩৪ লাখ টাকা। এবারের আইপিএলে এই নিয়ে দ্বিতীয়বার স্লো-ওভার রেটের অপরাধ করল পাঞ্জাব।
আহমেদাবাদে দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব অধিনায়ক আইয়ারের পাশাপাশি দলের অন্যান্য ক্রিকেটারদেরও জরিমানা করা হয়েছে। মুম্বাইয়ের বিপক্ষে দ্বাদশে থাকা পাঞ্জাবের অন্যান্য ক্রিকেটারদের ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। কারও কারও ক্ষেত্রে জরিমানার অঙ্কটা হয়েছে ৬ লাখ রুপি (৮ লাখ ৫৫ হাজার টাকা)।
বৃষ্টির আশঙ্কা থেকেই প্লে অফের ম্যাচে দুই ঘণ্টা বাড়তি সময় দেওয়া হয়েছে। আহমেদাবাদে গত রাতে দ্বিতীয় কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংস-মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচে নিয়ম করে হানা দেয় বৃষ্টি। তবে বৃষ্টির আগে টস হলে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাঞ্জাব অধিনায়ক আইয়ার। আর বেরসিক বৃষ্টির বাগড়ায় খেলা শুরু হতে ২ ঘণ্টারও বেশি সময় পরে। প্রথমে ব্যাটিং পাওয়া মুম্বাই নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২০৩ রান। জয়ের লক্ষ্যে নেমে এক ওভার হাতে রেখে ৫ উইকেটে ২০৭ রান করে পাঞ্জাব। ৪১ বলে ৮৭ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন পাঞ্জাব অধিনায়ক আইয়ার।
তিনবার স্লো-ওভার রেটের কারণে পান্ডিয়া শাস্তি পেলেও নিষেধাজ্ঞা পাচ্ছেন না। কারণ, ২০২৫ আইপিএলের আগে নিয়ম সংশোধন করা হয়েছে। তাতে নিষেধাজ্ঞার শাস্তি তুলে নেওয়া হয়। আপাতত তাই ২০২৬ আইপিএলে তাঁর প্রথম ম্যাচ খেলতে কোনো বাধা থাকছে না। তবে এবারের আইপিএলে ২৩ মার্চ মৌসুমে মুম্বাইয়ের প্রথম ম্যাচ খেলতে পারেননি এই পান্ডিয়াই। কারণ, ২০২৪ আইপিএলে তাঁর শাস্তি এবার বহাল ছিল।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে আগামীকাল ১৮তম আইপিএলের ফাইনালে মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু-পাঞ্জাব কিংস। দুটি দলই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে খেলতে নামবে। ২০১৪ সালেই শুধু পাঞ্জাব ফাইনালে উঠেছিল। সেবার তারা হেরেছিল কলকাতা নাইট রাইডার্সের কাছে। তখন পাঞ্জাবের নাম ছিল কিংস ইলেভেন পাঞ্জাব। অন্যদিকে বেঙ্গালুরু এর আগে ২০০৯, ২০১১, ২০১৬-এই তিনবার আইপিএল ফাইনালে উঠেছিল। টুর্নামেন্টের শুরু থেকে বেঙ্গালুরুতে খেলে যাওয়া বিরাট কোহলিকে রানার্সআপের তিক্ত স্বাদ দিয়েছে ডেকান চার্জার্স, চেন্নাই সুপার কিংস ও সানরাইজার্স হায়দরাবাদ।
আরও পড়ুন:
ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টে আজ পুরুষ, নারী দুই দলেরই খেলা রয়েছে। দুই ম্যাচেই মুখোমুখি হবে লন্ডন স্পিরিট-ম্যানচেস্টার অরিজিনালস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১৮ মিনিট আগেপুরো টুর্নামেন্টে ৭ ম্যাচের কেবল ১ ম্যাচে হার। বলা হচ্ছে এখানে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কথা। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশকে নিয়ে অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষ হয়েছে গতকাল। হারারের ফাইনালে প্রোটিয়াদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজে শিরোপা উঁচিয়ে ধরল...
৪০ মিনিট আগেওয়েম্বলিতে গত রাতে ফাইনাল হয়েছে ফাইনালের মতোই। কমিউনিটি শিল্ড ফাইনালে প্রাণপণে লড়েছে ক্রিস্টাল প্যালেস-লিভারপুল। এমনকি পেনাল্টি শুটআউটেও কেউ কাউকে ছেড়ে কথা বলেনি। রুদ্ধশ্বাস লড়াইয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে প্যালেস।
১ ঘণ্টা আগেঘরোয়া ফুটবল শুরু হতে দেরি আরও এক মাস। আবাহনী লিমিটেডকে প্রস্তুতিতে নামতে হয়েছে অনেকটা আগে। কাল জাতীয় স্টেডিয়ামে এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফ ম্যাচে কিরগিজস্তানের ক্লাব মুরাস ইউনাইটেডের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে