Ajker Patrika

৩৮ বলেই শেষ মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৬: ১২
৩৮ বলেই শেষ মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের খেলা

বৃষ্টির কাছে হার মেনে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ পর্যন্ত পরিত্যক্তই হলো। আগামীকাল সোমবার তৃতীয় দিনের খেলা সকাল ৯: ৩০ মিনিটে শুরু হবে। বৃষ্টির ইঁদুর বিড়াল দৌড়ে আজ খেলা হয়েছে মাত্র ৬.২ ওভার। ইবাদত হোসেনের বলে টানা দুই চার মেরে ফিফটি ছুঁয়েছেন আজহার আলী। অধিনায়ক বাবর আজমের সঙ্গে তাঁর জুটিও জমে গেছে। 

প্রথম দিনে ৭০ রানে দুই উইকেট হারানো পাকিস্তান আজহার-বাবরের ১১৮ রানের জুটিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। আজহারের ফিফটির মাঝে ফের নেমে আসে বৃষ্টি। প্রথম ইনিংসে পাকিস্তানের সংগ্রহ ২ উইকেটে ১৮৮ রান। বাবর ৭১ আর আজহার ৫২ রানে অপরাজিত আছেন। বৃষ্টিতে ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হতে বারবার বিলম্ব হয়। 

বারবার প্রস্তুতি নিয়েও তাই অপেক্ষায় থাকতে হয় খেলা শুরুর। সকাল সাড়ে ১০টার দিকে একবার পিচ কাভার সরানো হয়। কিন্তু এর ১০ মিনিট পর ফের বৃষ্টি শুরু হলে খেলা বন্ধ রাখতে হয়। বার কয়েক এই করতে করতে ১২: ৫০ মিনিটে খেলা শুরু হয়। তবে ৩৮ বল পরে ফের বৃষ্টিতে বন্ধ হলো মিরপুর টেস্ট। এর আগে বৃষ্টির কারণে ৩ ঘণ্টারও বেশি সময় পরে দুপুর ১২টা ৫০ মিনিটে বল মাঠে গড়িয়েছিল। তখন বলা হয়েছিল, এই সেশনে খেলা চলবে ৩টা ১০ মিনিট পর্যন্ত। এরপর চা-বিরতিতে যাবে দুই দল। ৫৭ ওভারের খেলা হবে এই সেশনে। 

ঢাকা টেস্টের প্রথম দিনে ৩৩ ওভার কম খেলা হয়েছে আলোকস্বল্পতা এবং বৃষ্টির কারণে। আজ রবিবার দ্বিতীয় দিন তো খেলা শুরুই করা যায়নি। পূর্ব ঘোষণা অনুযায়ী, প্রথম দিনের ক্ষতি পুষিয়ে নিতে আজ সাড়ে ৯টায় খেলা শুরুর কথা ছিল। কিন্তু ৯টা থেকেই মিরপুরে শুরু হয় ইলশেগুঁড়ি বৃষ্টি। গতকাল শনিবার আলোকস্বল্পতার কারণে এক ঘণ্টা আগেই ঢাকা টেস্টের প্রথম দিনের খেলার সমাপ্তি টানা হয়। চা বিরতির পর বেলা ৩টার দিকে খেলোয়াড়েরা মাঠে প্রবেশ করে আবার ফিরে যান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও গণঅধিকারকে নিষিদ্ধ করতে হবে: শামীম পাটোয়ারী

গোয়ালন্দে পিরের আস্তানায় হামলায় ১ জন নিহত, আশঙ্কাজনক ৫

ভূমিকম্পে হতাহত নারীদের উদ্ধার করেনি তালেবান কর্মীরা

দেশে প্রথমবারের মতো চালু হলো ভয়েস ওভার ওয়াই-ফাই, সুবিধা কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত