Ajker Patrika

বিশ্বকাপে ভারতকে হারাতে পারে পাকিস্তান

আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২২: ৫১
বিশ্বকাপে ভারতকে হারাতে পারে পাকিস্তান

ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। এ দুই দলের লড়াইয়ের দিকে চোখ থাকে পুরো ক্রিকেট বিশ্বের। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আরেকবার দেখা যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশের লড়াই। এই ম্যাচ ঘিরে এরই মধ্যে শুরু হয়ে গেছে জোর আলোচনা। 

ভারত-পাকিস্তান ম্যাচটি নিয়ে এবার কথা বলেছেন ল্যান্স ক্লুজনার। প্রোটিয়া কিংবদন্তির মতে, এই ম্যাচটিতে ভারতকে হারিয়ে অঘটন ঘটানোর সামর্থ্য আছে পাকিস্তানের। দুবাইয়ে ২৪ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে দুই দল। সব মিলিয়ে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে পাকিস্তান এগিয়ে থাকলেও, বিশ্বকাপের মঞ্চে ভারতকে কখনোই হারাতে পারেনি তারা। 

তবে এবার সেটার ব্যতিক্রম হতে পারে বলে করেন ক্লুজনার। ভারতকে হারানোর ক্ষমতা আছে পাকিস্তানের জানিয়ে এই প্রোটিয়া কিংবদন্তির বলেছেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ সব সময় বিশাল ব্যাপার। এটা অনেক বড় ম্যাচ। এই ম্যাচ কেউ মিস করতে চাইবে না। বিশেষ করে বিশ্বকাপের মঞ্চে তো কখনোই নয়। পাকিস্তান দারুণ কিছু ব্যাটার তৈরি করেছে। তাদের বোলিংও ভালো।’ 

বিশ্বকাপে পাকিস্তানের সম্ভাবনা নিয়েও কথা বলেছেন ক্লুজনার। ৫০ বছর বয়সী সাবেক এই দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার বলেন, ‘যদি দিনটা ভারতের খারাপ যায়, আর পাকিস্তান নিজেদের সেরাটা দিতে পারে তবে এই ম্যাচে অঘটন ঘটতে পারে।’ 

শক্তি বিবেচনায় এই ম্যাচে পাকিস্তানের চেয়ে অবশ্য ভারতকেই এগিয়ে রাখলেন ক্লুজনার। তাঁর মতে, ‘আমার মনে হয়, পাকিস্তানের মতো দলের জন্য ভারত খুবই কঠিন প্রতিপক্ষ। তবে তারা (পাকিস্তান) কিন্তু অঘটন ঘটাতে পারদর্শী। একটি দলকে বেছে নেওয়া কঠিন। তবে নিজেদের তারা বিশ্বের যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে কোমরপানি

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধকে বিনাশ করতে পারবে না: ফজলুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত