ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। এ দুই দলের লড়াইয়ের দিকে চোখ থাকে পুরো ক্রিকেট বিশ্বের। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আরেকবার দেখা যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশের লড়াই। এই ম্যাচ ঘিরে এরই মধ্যে শুরু হয়ে গেছে জোর আলোচনা।
ভারত-পাকিস্তান ম্যাচটি নিয়ে এবার কথা বলেছেন ল্যান্স ক্লুজনার। প্রোটিয়া কিংবদন্তির মতে, এই ম্যাচটিতে ভারতকে হারিয়ে অঘটন ঘটানোর সামর্থ্য আছে পাকিস্তানের। দুবাইয়ে ২৪ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে দুই দল। সব মিলিয়ে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে পাকিস্তান এগিয়ে থাকলেও, বিশ্বকাপের মঞ্চে ভারতকে কখনোই হারাতে পারেনি তারা।
তবে এবার সেটার ব্যতিক্রম হতে পারে বলে করেন ক্লুজনার। ভারতকে হারানোর ক্ষমতা আছে পাকিস্তানের জানিয়ে এই প্রোটিয়া কিংবদন্তির বলেছেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ সব সময় বিশাল ব্যাপার। এটা অনেক বড় ম্যাচ। এই ম্যাচ কেউ মিস করতে চাইবে না। বিশেষ করে বিশ্বকাপের মঞ্চে তো কখনোই নয়। পাকিস্তান দারুণ কিছু ব্যাটার তৈরি করেছে। তাদের বোলিংও ভালো।’
বিশ্বকাপে পাকিস্তানের সম্ভাবনা নিয়েও কথা বলেছেন ক্লুজনার। ৫০ বছর বয়সী সাবেক এই দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার বলেন, ‘যদি দিনটা ভারতের খারাপ যায়, আর পাকিস্তান নিজেদের সেরাটা দিতে পারে তবে এই ম্যাচে অঘটন ঘটতে পারে।’
শক্তি বিবেচনায় এই ম্যাচে পাকিস্তানের চেয়ে অবশ্য ভারতকেই এগিয়ে রাখলেন ক্লুজনার। তাঁর মতে, ‘আমার মনে হয়, পাকিস্তানের মতো দলের জন্য ভারত খুবই কঠিন প্রতিপক্ষ। তবে তারা (পাকিস্তান) কিন্তু অঘটন ঘটাতে পারদর্শী। একটি দলকে বেছে নেওয়া কঠিন। তবে নিজেদের তারা বিশ্বের যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে।’
ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উত্তেজনা। এ দুই দলের লড়াইয়ের দিকে চোখ থাকে পুরো ক্রিকেট বিশ্বের। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে আরেকবার দেখা যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশের লড়াই। এই ম্যাচ ঘিরে এরই মধ্যে শুরু হয়ে গেছে জোর আলোচনা।
ভারত-পাকিস্তান ম্যাচটি নিয়ে এবার কথা বলেছেন ল্যান্স ক্লুজনার। প্রোটিয়া কিংবদন্তির মতে, এই ম্যাচটিতে ভারতকে হারিয়ে অঘটন ঘটানোর সামর্থ্য আছে পাকিস্তানের। দুবাইয়ে ২৪ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচেই মুখোমুখি হবে দুই দল। সব মিলিয়ে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে পাকিস্তান এগিয়ে থাকলেও, বিশ্বকাপের মঞ্চে ভারতকে কখনোই হারাতে পারেনি তারা।
তবে এবার সেটার ব্যতিক্রম হতে পারে বলে করেন ক্লুজনার। ভারতকে হারানোর ক্ষমতা আছে পাকিস্তানের জানিয়ে এই প্রোটিয়া কিংবদন্তির বলেছেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ সব সময় বিশাল ব্যাপার। এটা অনেক বড় ম্যাচ। এই ম্যাচ কেউ মিস করতে চাইবে না। বিশেষ করে বিশ্বকাপের মঞ্চে তো কখনোই নয়। পাকিস্তান দারুণ কিছু ব্যাটার তৈরি করেছে। তাদের বোলিংও ভালো।’
বিশ্বকাপে পাকিস্তানের সম্ভাবনা নিয়েও কথা বলেছেন ক্লুজনার। ৫০ বছর বয়সী সাবেক এই দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার বলেন, ‘যদি দিনটা ভারতের খারাপ যায়, আর পাকিস্তান নিজেদের সেরাটা দিতে পারে তবে এই ম্যাচে অঘটন ঘটতে পারে।’
শক্তি বিবেচনায় এই ম্যাচে পাকিস্তানের চেয়ে অবশ্য ভারতকেই এগিয়ে রাখলেন ক্লুজনার। তাঁর মতে, ‘আমার মনে হয়, পাকিস্তানের মতো দলের জন্য ভারত খুবই কঠিন প্রতিপক্ষ। তবে তারা (পাকিস্তান) কিন্তু অঘটন ঘটাতে পারদর্শী। একটি দলকে বেছে নেওয়া কঠিন। তবে নিজেদের তারা বিশ্বের যে কোনো দলকে হারানোর ক্ষমতা রাখে।’
আন্তর্জাতিক ক্রিকেটে আগে কখনোই মুখোমুখি হয়নি পাকিস্তান-ওমান। আজ তারা প্রথমবারের মতো মুখোমুখি হচ্ছে ক্রিকেটে। বাংলাদেশ সময় আজ রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে পাকিস্তান-ওমান ম্যাচ। এশিয়া কাপের ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
৬ মিনিট আগেম্যাচ তো নয়, যেন মিস ম্যাচ। মাত্র ২৭ বল খেলেই পরশু সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ জিতেছে ভারত। শক্তিশালী প্রতিপক্ষের সামনে পড়লে যা হয়, দুবাইয়ের সেই ম্যাচে তা-ই হয়েছে। একই ভেন্যুতে আজ শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ‘পুঁচকে’ ওমান। আজও কি আরেকটি মিস ম্যাচ দেখবে এশিয়া কাপ...
১ ঘণ্টা আগেআফগানিস্তানের কাছে হেরে এশিয়া কাপ শুরু করা হংকংয়ের কাছে ম্যাচগুলো এখন ‘বাঁচা-মরা’র ম্যাচ। টুর্নামেন্টে টিকে থাকতে বাংলাদেশের বিপক্ষে আবুধাবিতে গত রাতে জিততেই হতো হংকং। কিন্তু ম্যাচটি হেরে হংকং মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট থেকে এক রকম ছিটকে গেছে।
১ ঘণ্টা আগেতাওহিদ হৃদয় হংকং ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জানিয়েছেন, বাংলাদেশের নেট রানরেট বাড়ানোর চিন্তার চেয়েও জয় নিয়ে ভাবনা ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু হৃদয়ের এই কথার সঙ্গে মোটেও একমত নন ওয়াসিম জাফর। ভারতের সাবেক ক্রিকেটারের মতে বাংলাদেশ ভিতুর মতো খেলেছে গত রাতে।
২ ঘণ্টা আগে