নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের দ্বিতীয় ম্যাচেই প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডে জড়িয়েছেন রবি বোপারা। প্রথমবার সিলেট সানরাইজার্সের অধিনায়কত্ব পেয়ে মাঠে নেমেই বল বিকৃতির মতো ‘অপরাধ’ করেছেন ইংলিশ এই অলরাউন্ডার।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সোমবার খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বোপারা। ইনিংসের নবম ওভারে মিডিয়াম পেস নিয়ে প্রথমবারের মতো আক্রমণে আসেন তিনি। প্রথম তিন বলে দেন ৪ রান।
ওভারের চতুর্থ বলটি করার আগেই টেম্পারিংয়ের ঘটনা ঘটান বোপারা। বলের চামড়ার ওপর নিজের দুই হাতের আঙুল দিয়ে ঘষতে থাকেন তিনি। সেটি নজর এড়ায়নি উইকেটে থাকা খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম ও অনফিল্ড আম্পায়ার মাহফুজুর রহমান ও প্রগিথ রামবুকভেলা। সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে সিলেট অধিনায়কের কাছে ব্যাখ্যা চাওয়া হয়।
বোপারার উত্তরে যে সন্তুষ্টি মেলেনি আম্পায়ারদের, তা স্পষ্টই বোঝা যাচ্ছিল। যে কারণে চতুর্থ আম্পায়ারকে ডেকে বল পরিবর্তন করে দেন মাঠের দুই আম্পায়ার। পরে ওভারের বাকি তিন বলে এক ওয়াইডসহ আর ২ রান দেন সিলেট অধিনায়ক।
এরপর তাৎক্ষণিক সিদ্ধান্তে বলের আকৃতি পরিবর্তনের চেষ্টা করায় খুলনাকে ৫ রান উপহার দেন দুই আম্পায়ান। ৯ ওভার শেষে খুলনার সংগ্রহ ছিল ৩ উইকেটে ৬২ রান। দশম ওভারে মুশফিকের দল ব্যাটিং শুরু করে ৬৭ রান নিয়ে।
কদিন আগে বোপারার মতোই কাণ্ড ঘটান ভিভিয়ান কিংমা। নেদারল্যান্ডসের এ পেসার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচে বল বিকৃত করেন। এর দায়ে কিংমাকে ৪ ম্যাচ নিষিদ্ধ করে আইসিসি। বোপারার ভাগ্যেও সে রকম শাস্তি জুটতে চলেছে কি না, জানা যাবে ম্যাচ শেষে।
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের দ্বিতীয় ম্যাচেই প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডে জড়িয়েছেন রবি বোপারা। প্রথমবার সিলেট সানরাইজার্সের অধিনায়কত্ব পেয়ে মাঠে নেমেই বল বিকৃতির মতো ‘অপরাধ’ করেছেন ইংলিশ এই অলরাউন্ডার।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সোমবার খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বোপারা। ইনিংসের নবম ওভারে মিডিয়াম পেস নিয়ে প্রথমবারের মতো আক্রমণে আসেন তিনি। প্রথম তিন বলে দেন ৪ রান।
ওভারের চতুর্থ বলটি করার আগেই টেম্পারিংয়ের ঘটনা ঘটান বোপারা। বলের চামড়ার ওপর নিজের দুই হাতের আঙুল দিয়ে ঘষতে থাকেন তিনি। সেটি নজর এড়ায়নি উইকেটে থাকা খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম ও অনফিল্ড আম্পায়ার মাহফুজুর রহমান ও প্রগিথ রামবুকভেলা। সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে সিলেট অধিনায়কের কাছে ব্যাখ্যা চাওয়া হয়।
বোপারার উত্তরে যে সন্তুষ্টি মেলেনি আম্পায়ারদের, তা স্পষ্টই বোঝা যাচ্ছিল। যে কারণে চতুর্থ আম্পায়ারকে ডেকে বল পরিবর্তন করে দেন মাঠের দুই আম্পায়ার। পরে ওভারের বাকি তিন বলে এক ওয়াইডসহ আর ২ রান দেন সিলেট অধিনায়ক।
এরপর তাৎক্ষণিক সিদ্ধান্তে বলের আকৃতি পরিবর্তনের চেষ্টা করায় খুলনাকে ৫ রান উপহার দেন দুই আম্পায়ান। ৯ ওভার শেষে খুলনার সংগ্রহ ছিল ৩ উইকেটে ৬২ রান। দশম ওভারে মুশফিকের দল ব্যাটিং শুরু করে ৬৭ রান নিয়ে।
কদিন আগে বোপারার মতোই কাণ্ড ঘটান ভিভিয়ান কিংমা। নেদারল্যান্ডসের এ পেসার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচে বল বিকৃত করেন। এর দায়ে কিংমাকে ৪ ম্যাচ নিষিদ্ধ করে আইসিসি। বোপারার ভাগ্যেও সে রকম শাস্তি জুটতে চলেছে কি না, জানা যাবে ম্যাচ শেষে।
মাঠে নামলেই ম্যাথু ব্রিটজকের ব্যাট ছোটে তরবারির মতো। প্রতিপক্ষ, ভেন্যু যা-ই হোক না কেন, তিনি রানের বন্যা বইয়ে দেন। ২৬ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার ব্যাটার আজ যে রেকর্ড গড়েছেন, সেটা আর কেউ করতে পারেননি।
১ ঘণ্টা আগেমাঝে মধ্যে উড়ে এসে জুড়ে বসার মতো কেউ কেউ চ্যাম্পিয়ন হয়ে গেলেও জার্মানির বুন্দেসলিগা মানেই বায়ার্ন মিউনিখের অবিসংবাদিত শ্রেষ্ঠত্ব। আজ থেকে শুরু হতে যাওয়া নতুন মৌসুমের বুন্দেসলিগাতেও কি চলবে বায়ার্নের রাজত্ব! এটি হবে বুন্দেসলিগার ৬৩তম মৌসুম।
২ ঘণ্টা আগে১৯ আগস্ট এশিয়া কাপের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ১৫ সদস্যের দল ঘোষণার পরই হৈচৈ শুরু। তোলপাড়টা হচ্ছে মূলত শ্রেয়াস আইয়ারকে নিয়ে। কারণ, ভারতীয় এই তারকা ক্রিকেটারকে নেওয়া হয়নি এশিয়া কাপের দলে। ভারতের সাবেক ক্রিকেটার তো বটেই, এমনকি শ্রেয়াসের বাবা সন্তোষ আইয়ারও কথা বলেছেন এই ব্যাপারে।
২ ঘণ্টা আগেকিছুদিন আগে লাওসে অনূর্ধ্ব -২০ মেয়েদের এশিয়ান কাপে বাছাই বাংলাদেশের হয়ে খেলে এসেছেন আফঈদা খন্দকার । দলকে প্রতিযোগিতার মূল পর্বে তুলে দিয়েছিলেন। তবে এবার ভিন্ন মিশনে সেই লাওসেই যাচ্ছেন বাংলাদেশের জাতীয় নারী দলের অধিনায়ক। ভুটানের রয়েল থিম্পু কলেজের হয়ে এএফসি নারী চ্যাম্পিয়নস লিগ খেলতেই...
৩ ঘণ্টা আগে