Ajker Patrika

বোপারার বল বিকৃতির দায়ে সিলেটকে ৫ রান জরিমানা

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে
বোপারার বল বিকৃতির দায়ে সিলেটকে ৫ রান জরিমানা

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের দ্বিতীয় ম্যাচেই প্রশ্নবিদ্ধ কর্মকাণ্ডে জড়িয়েছেন রবি বোপারা। প্রথমবার সিলেট সানরাইজার্সের অধিনায়কত্ব পেয়ে মাঠে নেমেই বল বিকৃতির মতো ‘অপরাধ’ করেছেন ইংলিশ এই অলরাউন্ডার।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ সোমবার খুলনা টাইগার্সের বিপক্ষে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বোপারা। ইনিংসের নবম ওভারে মিডিয়াম পেস নিয়ে প্রথমবারের মতো আক্রমণে আসেন তিনি। প্রথম তিন বলে দেন ৪ রান। 

ওভারের চতুর্থ বলটি করার আগেই টেম্পারিংয়ের ঘটনা ঘটান বোপারা। বলের চামড়ার ওপর নিজের দুই হাতের আঙুল দিয়ে ঘষতে থাকেন তিনি। সেটি নজর এড়ায়নি উইকেটে থাকা খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম ও অনফিল্ড আম্পায়ার মাহফুজুর রহমান ও প্রগিথ রামবুকভেলা। সঙ্গে সঙ্গে বিষয়টি নিয়ে সিলেট অধিনায়কের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। 

বোপারার উত্তরে যে সন্তুষ্টি মেলেনি আম্পায়ারদের, তা স্পষ্টই বোঝা যাচ্ছিল। যে কারণে চতুর্থ আম্পায়ারকে ডেকে বল পরিবর্তন করে দেন মাঠের দুই আম্পায়ার। পরে ওভারের বাকি তিন বলে এক ওয়াইডসহ আর ২ রান দেন সিলেট অধিনায়ক। 

এরপর তাৎক্ষণিক সিদ্ধান্তে বলের আকৃতি পরিবর্তনের চেষ্টা করায় খুলনাকে ৫ রান উপহার দেন দুই আম্পায়ান। ৯ ওভার শেষে খুলনার সংগ্রহ ছিল ৩ উইকেটে ৬২ রান। দশম ওভারে মুশফিকের দল ব্যাটিং শুরু করে ৬৭ রান নিয়ে। 

কদিন আগে বোপারার মতোই কাণ্ড ঘটান ভিভিয়ান কিংমা। নেদারল্যান্ডসের এ পেসার আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচে বল বিকৃত করেন। এর দায়ে কিংমাকে ৪ ম্যাচ নিষিদ্ধ করে আইসিসি। বোপারার ভাগ্যেও সে রকম শাস্তি জুটতে চলেছে কি না, জানা যাবে ম্যাচ শেষে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

সশস্ত্র বাহিনীর সদস্যদের নতুন বেতন নির্ধারণে কমিটি

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

জয়পুরহাটে হত্যা মামলায় স্কুলশিক্ষক গ্রেপ্তার

২০২৬ সালের পাঠ্যবইয়ে শেখ হাসিনার নামের আগে গণহত্যাকারী, ফেসবুকে আসিফ মাহমুদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত