Ajker Patrika

ঢাকা প্রিমিয়ার লিগের দলবদল ২২, ২৩ ফেব্রুয়ারি, লিগ শুরু ৩ মার্চ

অনলাইন ডেস্ক
ডিপিএল ২০২৪-২৫ মৌসুম শুরু হতে যাচ্ছে আগামী ৩ মার্চ।। ফাইল ছবি
ডিপিএল ২০২৪-২৫ মৌসুম শুরু হতে যাচ্ছে আগামী ৩ মার্চ।। ফাইল ছবি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুম শুরু হতে যাচ্ছে আগামী ৩ মার্চ। লিগের দলবদল সম্পন্ন হবে ২২ ও ২৩ ফেব্রুয়ারি।

গত কয়েক মৌসুমের মতো এবারও ক্লাবগুলো সরাসরি চুক্তির মাধ্যমে ক্রিকেটারদের দলে ভেড়াচ্ছে।

রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের কারণে দল ও কোচিং স্টাফে আসছে কিছু পরিবর্তন। আবাহনীতে গত কয়েক মৌসুম ধরে খালেদ মাহমুদ সুজন দলের কোচের দায়িত্ব পালন আসছিলেন। তবে এবার তাঁর জায়গায় আসছেন জাতীয় দলের সাবেক নির্বাচক হান্নান সরকার। খালেদ মাহমুদ সুজন এবার সামলাবেন প্রিমিয়ারে ওঠা নতুন দল গুলশান ক্রিকেট ক্লাবের।

গত মৌসুমের ধারাবাহিকতায় এবারও ঢাকা প্রিমিয়ার লিগে কোনো বিদেশি ক্রিকেটার খেলার সুযোগ পাচ্ছে না। লিগের ম্যাচগুলো হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, নারায়ণগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম এবং বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠে।

এবারের আসরে খেলা ১২টি দল হচ্ছে, আবাহনী লিমিটেড, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব, লিজেন্ডস অব রূপগঞ্জ, মোহামেডান স্পোর্টিং ক্লাব, গাজী গ্রুপ ক্রিকেটার্স, রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড, শাইনপুকুর ক্রিকেট ক্লাব, অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, পারটেক্স স্পোর্টিং ক্লাব।

গত আসর থেকে অবনমিত হয়ে প্রথম বিভাগে নেমে গেছে সিটি ক্লাব ও গাজী টায়ার ক্রিকেট ক্লাব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত