ভক্তদের মনে রাখার মতো আজ একটা দিনই উপহার দিয়েছে নেপাল ক্রিকেট দল। এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ৭ উইকেটে হারিয়েছে নেপাল। তাতে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে উঠেছে নেপালিরা।
কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল শুরু হয়েছে গতকাল। গতকাল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নেপাল। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ২৭.৩ ওভারে ৯ উইকেটে ১০৬ রান করেছিল আরব আমিরাত। রিজার্ভ ডেতে আজ খেলা শুরু হলে ৩৩.১ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায় মধ্যপ্রাচ্যের এই দল। ১১৮ রান তাড়া করতে নেমে বেশ চাপে পড়ে যায় নেপাল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নেপালিদের স্কোর দাঁড়ায় ৮ ওভারে ৩ উইকেটে ২২ রান। এখান থেকেই প্রতিরোধ গড়েন গুলশান ঝা ও ভীম শারকি। দুই ব্যাটার চতুর্থ উইকেটে ৯৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। ৩০.৩ ওভারে জয় নিশ্চিত করে নেপাল।
ফাইনালে সেরা হয়েছেন গুলশান। ৮৪ বলে ৩ চার ও ৬ ছয়ে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ২ ওভার বোলিং করে ১০ রান দিয়ে নেন ১ উইকেট। আর ফাইনালে নেপালের বোলারদের মধ্যে সেরা বোলিং করেছেন ললিত রাজবংশী। ৭.১ ওভার বোলিং করে ১৪ রান দিয়ে নেন ৪ উইকেট। ২ ওভার মেডেনও দিয়েছেন নেপালের এই বাঁহাতি স্পিনার। টুর্নামেন্ট-সেরা হয়েছেন সন্দীপ লামিচানে। ১৩ উইকেট নিয়েছেন নেপালের এই লেগ স্পিনার। ব্যাটিংয়ে করেছেন ৫৫ রান।
ভক্তদের মনে রাখার মতো আজ একটা দিনই উপহার দিয়েছে নেপাল ক্রিকেট দল। এসিসি প্রিমিয়ার কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে ৭ উইকেটে হারিয়েছে নেপাল। তাতে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপের মূল পর্বে উঠেছে নেপালিরা।
কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে ফাইনাল শুরু হয়েছে গতকাল। গতকাল টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় নেপাল। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ২৭.৩ ওভারে ৯ উইকেটে ১০৬ রান করেছিল আরব আমিরাত। রিজার্ভ ডেতে আজ খেলা শুরু হলে ৩৩.১ ওভারে ১১৭ রানে অলআউট হয়ে যায় মধ্যপ্রাচ্যের এই দল। ১১৮ রান তাড়া করতে নেমে বেশ চাপে পড়ে যায় নেপাল। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা নেপালিদের স্কোর দাঁড়ায় ৮ ওভারে ৩ উইকেটে ২২ রান। এখান থেকেই প্রতিরোধ গড়েন গুলশান ঝা ও ভীম শারকি। দুই ব্যাটার চতুর্থ উইকেটে ৯৫ রানের অবিচ্ছেদ্য জুটি গড়েন। ৩০.৩ ওভারে জয় নিশ্চিত করে নেপাল।
ফাইনালে সেরা হয়েছেন গুলশান। ৮৪ বলে ৩ চার ও ৬ ছয়ে ৬৭ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি। ২ ওভার বোলিং করে ১০ রান দিয়ে নেন ১ উইকেট। আর ফাইনালে নেপালের বোলারদের মধ্যে সেরা বোলিং করেছেন ললিত রাজবংশী। ৭.১ ওভার বোলিং করে ১৪ রান দিয়ে নেন ৪ উইকেট। ২ ওভার মেডেনও দিয়েছেন নেপালের এই বাঁহাতি স্পিনার। টুর্নামেন্ট-সেরা হয়েছেন সন্দীপ লামিচানে। ১৩ উইকেট নিয়েছেন নেপালের এই লেগ স্পিনার। ব্যাটিংয়ে করেছেন ৫৫ রান।
ভারত-পাকিস্তান যুদ্ধের প্রভাব পড়ছে ক্রিকেটেও। পাকিস্তান সুপার লিগে আজ মুখোমুখি হওয়ার কথা ছিল নাহিদ রানার পেশোয়ার জালমি ও করাচি কিংসের। কিন্তু ম্যাচটি স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ক্রিকেট ভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকবাজ বলছে পিএসএল পাকিস্তান থেকে সরিয়ে দুবাইয়ে নেওয়া হতে পারে।
৩২ মিনিট আগেভারত-পাকিস্তানের সংঘাতে উদ্বেগ ছড়িয়ে পড়েছে পুরো উপমহাদেশেই। স্বাভাবিকভাবে যুদ্ধের প্রভাব পড়েছে ক্রিকেটেও। পাকিস্তানে ভারতের হামলার পর থেকেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে যাওয়া বাংলাদেশের দুই ক্রিকেটার নাহিদ রানা ও রিশাদ হোসেনকে নিয়ে সবাই চিন্তিত। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ক্রিকেটারদের
৪৪ মিনিট আগেআরব আমিরাত ও পাকিস্তানের বিপক্ষে দুটি সিরিজে অংশ নিতে এ সপ্তাহের শুরুতে প্রস্তুতি শুরু করেছিল বাংলাদেশ দল। কিন্তু হঠাৎ করে ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা সৃষ্টি হওয়ায় শঙ্কার মুখে পড়ে গেছে পাকিস্তান সফর। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) আশা, নির্ধারিত সময়েই হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজ।
৩ ঘণ্টা আগে৭ বছর পর আবারও শুরু হচ্ছে সেরা সাঁতারুর খোঁজ। ১০ মে থেকে এই খোঁজে নামবে সাঁতার ফেডারেশন। মূলত দেশের ৮টি বিভাগের ৬৪টি জেলা থেকে আসা সাঁতারুদের নিয়ে ১৫টি ভেন্যুতে চলবে এই বাছাই কার্যক্রম। সেজন্য বাজেট ধরা হয়েছে ৬ কোটি টাকা।
৩ ঘণ্টা আগে