Ajker Patrika

মুশফিকদের জন্য ‘জুটি’ বাঁধলেন হেরাথ–রাজ্জাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জুলাই ২০২১, ১০: ৫৭
মুশফিকদের জন্য ‘জুটি’ বাঁধলেন হেরাথ–রাজ্জাক

রঙ্গনা হেরাথ আর আবদুর রাজ্জাক। শ্রীলঙ্কা ও বাংলাদেশের দুই বাঁহাতি স্পিনার একসঙ্গে একই মাঠে খেলেছেন আগেও। তবে তখন দুজন ছিলেন প্রতিপক্ষ। এবার দুজন জুটি বাঁধলেন, এক সঙ্গে করলেন বোলিং। খেলা ছাড়ার পর বহুদিন পর কাল দুজনই হাতে তুলে নিলেন বল। হারারেতে বাংলাদেশ দলের অনুশীলনে দুই কিংবদন্তি স্পিনার বোলিং করলেন মুশফিকদের বিপক্ষে।

জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন নতুন স্পিন পরামর্শক হেরাথ। একই সফরে নতুন ভূমিকায় ‘অভিষেক’ হয়েছে আবদুর রাজ্জাকেরও। ফেব্রুয়ারিতে খেলা ছাড়ার পর বিসিবির নির্বাচক হওয়া এই বাঁহাতি স্পিনার প্রথমবারের মতো বিদেশ সফরে গেলেন দলের সঙ্গে।

জিম্বাবুয়ে থেকে বিসিবির পাঠানো ভিডিওতে দেখা গেছে, মুমিনুল হক ও নাঈম হাসানের সঙ্গে নেটে বোলিং করছেন হেরাথ ও রাজ্জাক। বোলিংয়ের সঙ্গে দলের স্পিনারদের পর্যবেক্ষণও করছিলেন দুজন। শন উইলিয়ামসনদের খেলতে মুশফিক–তামিমদের প্রস্তুত করার পাশাপাশি দুজন যেন তাইজুলদের হাতেকলমেও দেখালেন। 

জিম্বাবুয়ের মাঠে বাংলাদেশের সফলতম বোলারের একজন রাজ্জাক। সাকিব আল হাসানের সঙ্গে জুটি বেধে এই বাঁহাতি স্পিনার তিন সংস্করণে ১৯ ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে পেয়েছিলেন ১৭ উইকেট। তাঁর এই অভিজ্ঞতা কাজে লাগতে পারে তাইজুলদেরও। জিম্বাবুয়ের রওনা দেওয়ার আগে সেটিই আজকের পত্রিকাকে বলেছিলেন রাজ্জাক, ‘হেরাথ তো আছেই। এরপরেও যদি স্পিনাররা মনে করে, আমার সঙ্গে কথা বলা দরকার–আমি তো সব সময় আছিই।’ 

তাইজুলদের সেই ‘প্রয়োজনে’ কিনা বল হাতে তুলে নিলেন রাজ্জাক। আর হেরাথ তো ক্রিকেট ইতিহাসেরই সেরা বাঁহাতি স্পিনার। টেস্টে বাঁহাতি স্পিনারদের মধ্যে তিনিই সর্বোচ্চ উইকেটধারী–৪৩৩। তাঁর বিপক্ষে ব্যাটিং করে তাই মুশফিকেরা যেমন নিজেদের ভালোভাবে প্রস্তুত করে তুলতে পারবেন, স্পিন বোলাররাও হয়তো পাবেন ব্রেন্ডন টেলরদের বিপক্ষে সফল হওয়ার টোটকা।

অনুশীলনের ফাঁকে কাল কথা বলেছেন তাসকিন আহমেদ। জিম্বাবুয়েতে প্রস্তুতি নিয়ে এই পেসার বললেন, ‘প্রস্তুতি ভালো হচ্ছে। ব্যাটিং–বোলিং দুই বিভাগেই ভালোভাবে প্রস্তুতি নিচ্ছি আমরা। আমাদের পক্ষ থেকে এবার প্রস্তুতির বিষয়ে কোনো অভিযোগ থাকবে না।’ জিম্বাবুয়ের বিপক্ষে জিততে হলে সেরাটাই দিতে হবে বলে সতীর্থদের মনে করিয়ে দিচ্ছেন ২৬ বছর বয়সী পেসার, ‘জিম্বাবুয়ের বিপক্ষে তাদের মাঠে খেলা কঠিনই। যদিও তাদের বিপক্ষে বেশির ভাগ ম্যাচে আমরাই জিতেছি। তাদের মাঠে জিততে হলে আমাদের সেরাটাই দিতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত