Ajker Patrika

সাকিবকে ছাড়িয়ে তাইজুলের দ্রুততম ‘ডাবল সেঞ্চুরি’

আপডেট : ২১ অক্টোবর ২০২৪, ১৬: ৪৯
সাকিবকে ছাড়িয়ে তাইজুলের দ্রুততম ‘ডাবল সেঞ্চুরি’

সাকিব আল হাসান নেই। সেই অভাব বুঝতেই দিচ্ছেন না তাইজুল ইসলাম। মিরপুরে বাংলাদেশকে প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট করে চড়ে বসে দক্ষিণ আফ্রিকা। তবে দুর্দান্ত বোলিংয়ে সফরকারীদেরও কঠিন পরীক্ষা নিচ্ছেন এই বাঁহাতি স্পিনার। ১০৮ রানে প্রোটিয়াদেরও ৬ উইকেট তুলে নিয়েছে বাংলাদেশ। 

এর মধ্যে একাই ৫ উইকেট নিয়ে টেস্টে বাংলাদেশের হয়ে ২০০ উইকেট শিকারের মাইলফলক ছুঁলেন তাইজুল। সাকিবের পর দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি। তবে একটা জায়গায় সাকিবকে ছাড়িয়ে গেছেন তাইজুল। নিজের ৪৮তম টেস্টে উইকেটের ডাবল সেঞ্চুরি করেছেন এই বাঁহাতি স্পিনার। সাকিবের লেগেছিল ৫৪ টেস্ট। 

১৯৬ উইকেট থেকে মিরপুর টেস্ট শুরু করেন তাইজুল। দিনে তাঁর প্রথম শিকার হয়ে ফেরেন ত্রিস্তান স্টাবস। এরপর ডেভিড বেডিংহাম ও ওপেনার টনি ডি জর্জিকে আউট করেন। ম্যাথু ব্রিটজেকে আউট করে পূর্ণ করেন ২০০ উইকেট। টেস্টে ১৩তম বার পঞ্চম উইকেট শিকার করেছেন তাইজুল। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে ক্রিকেটে অভিষেক হয় তাঁর। অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই নিয়েছিলেন ৫ উইকেট। তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে ২০০ উইকেটের ক্লাবে ঢুকতে মেহেদী হাসান মিরাজের দরকার ১৭ উইকেট। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত