এমেরিক লাপোর্তের গোলে জয়ের পথেই ছিল আল নাসর। নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে আল শাবাবকে সমতার সুযোগ করে দেন আল নাসরের ডিফেন্সিভ মিডফিল্ডার আলী আল হাসান। কিন্তু যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে ২-১ ব্যবধানের স্বস্তির জয় এনে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। একদম শেষ সময়ে পেনাল্টি কাজে লাগাতে ব্যর্থ হয় আল শাবাব।
আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলা জমেছিল বেশ। দুই দলই গোলের জন্য শট নেয় বেশ কয়েকটি। তবে লক্ষ্যে ছিল কমই। আক্রমণে এগিয়ে ছিল আল নাসরই। কিন্তু প্রথমার্ধে গোল বের করতে পারেনি কোনো দলই। দ্বিতীয়ার্ধেও সহজে গোল হয়নি। ৬৯তম মিনিটে কর্নার থেকে বাঁ পায়ের দারুণ ভলিতে গোল করে আল নাসরকে এগিয়ে দেন ডিফেন্ডার লাপোর্তে।
১-০ ব্যবধানে এগিয়ে থেকে জয়ের পথেই হাঁটছিল আল নাসর। ৯০ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন আলী আল হাসান। এবার মনে হচ্ছিল পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়বে দুই দল। যোগ করা সময়ে থাকল আরও রোমাঞ্চ। আল নাসরের ফরোয়ার্ড আব্দুররাহমান গারিবকে নিজেদের বক্সে ফেলে দেন আল শাবাবের এক ডিফেন্ডার। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফর স্পটকিকে ২-১ ব্যবধান করেন রোনালদো।
নাটকীয়তা এটুকুতেই শেষ নয়। যোগ করা সময়ের দ্বাদশ মিনিটে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন আল নাসরের ডিফেন্ডার মোহামেদ সিমাকান। আল শাবাবের মরোক্কান ফরোয়ার্ড আব্দেররাজাক হামাদাল্লাহকে বক্সে ফাউল করেন তিনি। পেনাল্টিতে সমতা ফেরানোর সুযোগ পায় আল শাবাব। তবে সেটি কাজে লাগাতে ব্যর্থ হয় তারা।
সৌদি প্রো লিগে সাত ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে আল নাসর। সব ম্যাচ জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল। ৪ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে আল শাবাব।
এমেরিক লাপোর্তের গোলে জয়ের পথেই ছিল আল নাসর। নির্ধারিত সময়ের শেষ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে আল শাবাবকে সমতার সুযোগ করে দেন আল নাসরের ডিফেন্সিভ মিডফিল্ডার আলী আল হাসান। কিন্তু যোগ করা সময়ে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে ২-১ ব্যবধানের স্বস্তির জয় এনে দেন ক্রিস্টিয়ানো রোনালদো। একদম শেষ সময়ে পেনাল্টি কাজে লাগাতে ব্যর্থ হয় আল শাবাব।
আক্রমণ ও পাল্টা আক্রমণে খেলা জমেছিল বেশ। দুই দলই গোলের জন্য শট নেয় বেশ কয়েকটি। তবে লক্ষ্যে ছিল কমই। আক্রমণে এগিয়ে ছিল আল নাসরই। কিন্তু প্রথমার্ধে গোল বের করতে পারেনি কোনো দলই। দ্বিতীয়ার্ধেও সহজে গোল হয়নি। ৬৯তম মিনিটে কর্নার থেকে বাঁ পায়ের দারুণ ভলিতে গোল করে আল নাসরকে এগিয়ে দেন ডিফেন্ডার লাপোর্তে।
১-০ ব্যবধানে এগিয়ে থেকে জয়ের পথেই হাঁটছিল আল নাসর। ৯০ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে পাঠিয়ে দেন আলী আল হাসান। এবার মনে হচ্ছিল পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়বে দুই দল। যোগ করা সময়ে থাকল আরও রোমাঞ্চ। আল নাসরের ফরোয়ার্ড আব্দুররাহমান গারিবকে নিজেদের বক্সে ফেলে দেন আল শাবাবের এক ডিফেন্ডার। পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সফর স্পটকিকে ২-১ ব্যবধান করেন রোনালদো।
নাটকীয়তা এটুকুতেই শেষ নয়। যোগ করা সময়ের দ্বাদশ মিনিটে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন আল নাসরের ডিফেন্ডার মোহামেদ সিমাকান। আল শাবাবের মরোক্কান ফরোয়ার্ড আব্দেররাজাক হামাদাল্লাহকে বক্সে ফাউল করেন তিনি। পেনাল্টিতে সমতা ফেরানোর সুযোগ পায় আল শাবাব। তবে সেটি কাজে লাগাতে ব্যর্থ হয় তারা।
সৌদি প্রো লিগে সাত ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে আছে আল নাসর। সব ম্যাচ জিতে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আল হিলাল। ৪ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে আল শাবাব।
১৮ বছর পূর্ণ হতে এখনো বাকি দুই মাসের বেশি সময়। তবে লামিনে ইয়ামালকে দেখে কি তা বোঝার উপায় আছে? প্রতিপক্ষকে যেভাবে বোকা বানিয়ে গোল করছেন, তাতে প্রশংসা কুড়োচ্ছেন অসংখ্য ফুটবলপ্রেমীর। বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক রীতিমতো মুগ্ধ ইয়ামালের পারফরম্যান্স দেখে।
৩২ মিনিট আগেগ্রীষ্মের প্রখর রোদে পূর্ণ উদ্যমে অনুশীলন করে যাচ্ছেন লিটন-মেহেদীরা। দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীনের ভাষায়, ‘সত্যিই অমানুষের মতো পরিশ্রম’। আগামী সপ্তাহে জাতীয় দল যাবে আরব আমিরাতে, সেখানে খেলবে স্বাগতিকদের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজটা খেলতে বাংলাদেশ দল দুবাইয়ে যাবে ১৪ মে...
১ ঘণ্টা আগেএবারের এল ক্লাসিকোই কি তবে কার্লো আনচেলত্তির জীবনের শেষ এল ক্লাসিকো—এমন আলোচনা চলছে অনেক ধরেই। এস্তাদি অলিম্পিক কোম্পানিজ লুইজ স্টেডিয়ামে গত রাতে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ ম্যাচ শেষে আবার এল এই প্রশ্ন। আনচেলত্তি একটু কৌশলেই উত্তর দিয়েছেন।
১ ঘণ্টা আগেচ্যাম্পিয়নস লিগে ইন্টার মিলানের কাছে হারের ক্ষত এখনো পুরোপুরি শুকায়নি বার্সেলোনার। কিন্তু দুয়ারে কড়া নাড়ছে লিগ শিরোপা। হতাশ হয়ে বসে থাকলে তো আর চলবে না। রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাই উজ্জীবিত দেখা গেল তাদের। নয়তো ১৪ মিনিটে দুই গোলে পিছিয়ে যাওয়ার পর ঘুরে দাঁড়ানোর আত্মবিশ্বাস খুব কম দলেরই থাকে। বারুদে ঠ
১৩ ঘণ্টা আগে