Ajker Patrika

আইসিসির সুবিধা পেয়েছে ভারত, দাবি ইনজামাম-মাঞ্জরেকারের

আপডেট : ২৯ জুন ২০২৪, ১১: ৪০
আইসিসির সুবিধা পেয়েছে ভারত, দাবি ইনজামাম-মাঞ্জরেকারের

আসলেই কি আইসিসির বিশেষ সুবিধা পায় ভারত? গায়ানায় গত পরশু টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে রিজার্ভ ডে না থাকায় সেই প্রশ্নটি আরও জোরালো হয়েছে। বৃষ্টিতে যদি ম্যাচটি পণ্ড হতো, তবে সুপার এইটে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকায় ভারত উঠে যেত ফাইনালে। আইসিসি দ্বিতীয় সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে না রাখলেও বরাদ্দ রেখেছিলেন ২৫০ মিনিট। তবে বৃষ্টি বিঘ্নিত ম্যাচটিতে ইংল্যান্ডকে উড়িয়ে ফাইনালে উঠেছে ভারত। 

তারপরও ইনজামাম-উল-হক সমালোচনা করেছেন বিশ্বকাপ সূচি নিয়ে। তাঁর জানতে চাওয়া, প্রথম সেমিফাইনালের জন্য রিজার্ভ ডে থাকলেও দ্বিতীয়টিতে নেই কেন। এ নিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক দেশটির এক টিভি অনুষ্ঠানে বলেছেন, ‘দুটি সেমিফাইনালের দিকে তাকান—ভারত-ইংল্যান্ড সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডে নেই। খেলা পরিত্যক্ত হলে ভারত সেমিফাইনালে যাবে। একটা টুর্নামেন্টে বিভিন্ন ম্যাচের জন্য বিভিন্ন নিয়ম কীভাবে হয়!’ 

দিন তিনেক আগে ইনজামাম ভারতীয় পেসার আর্শদীপ সিংয়ের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ তুলেছিলেন। সেটির জবাব দিয়েছিলেন রোহিত। ইনজিও পরে ভারত অধিনায়ককে উল্টো বলেন, ‘রিভার্স সুইং কেমন হয়, তা আমাদের শেখাতে এসো না।’ সেটি বিতর্ক উত্তপ্ত থাকতেই ইনজামাম সমালোচনা করেছেন ভারতের প্রতি আইসিসির পক্ষপাতিত্ব নিয়ে। অবশ্য পাকিস্তানের সাবেক এই মিডল অর্ডার ব্যাটারের এই সমালোচনা নিয়ে তেমন কেউ কিছু না বললেও ভারতীয়রা ট্রল শুরু করেছেন মাইকেল ভনকে নিয়ে। 

দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তানের প্রথম সেমিফাইনালের সময় ভন এক্স পোস্টে লেখেন, ‘এই সেমিটা অবশ্যই গায়ানায় হওয়া উচিত ছিল। তবে পুরো ইভেন্ট তো ভারতকেন্দ্রিক। অন্যদের ওপর অবিচার হচ্ছে।’ আর দ্বিতীয় সেমিতে ইংলিশদের অসহায় আত্মসমর্পণ দেখে তাঁর বোল পাল্টানো পোস্ট, ‘ভারত ফাইনালে ওঠার যোগ্য।’ সেই পোস্ট নিয়ে মজা করেছেন রবিচন্দ্রন অশ্বিন। ওয়াসিম জাফর দুষ্টুমি করে জানতে চেয়েছেন, ‘আশা করি আপনি এখন ভালো আছেন মাইকেল ভন।’ ভনও কম যান না। সাবেক ইংলিশ ব্যাটারের প্রতি উত্তর, ‘ভারত দারুণ পারফরম্যান্স করেছে। বিশ্বকাপের সেরা দল এবং গত নভেম্বরের মতো সহজে জেতা উচিত।’ 

প্রতিপক্ষ বলেই ইনজামাম ও ভনের কথা উড়িয়ে দেওয়া গেল। কিন্তু সঞ্জয় মাঞ্জরেকারের কথা হজম করবেন কীভাবে রোহিতরা? ভারতের সাবেক এই ব্যাটারও বলেছেন, বিশ্বকাপে বিশেষ সুবিধা পেয়েছে ভারত। ভারত সেমিতে উঠলে খেলবে স্পিনবান্ধব গায়ানায়। আগে থেকে সেই কথা জেনেই ইংলিশদের বিপক্ষে একাদশ সাজিয়ে দাবি মাঞ্জরেকারের, ‘ভারতকে সুবিধা দেওয়া হয়েছে। এটা মানতেই হবে রোহিতকে। ভারত নিশ্চয়ই দল সাজিয়েছে এটা (গায়ানার উইকেট) মাথায় রেখে।’ 

আজ বার্বাডোজে ফাইনালের আগে ভোগান্তি পোহাতে হয়েছে দক্ষিণ আফ্রিকানদের। ফ্লাইট জটিলতার কারণে পরিবার নিয়ে ত্রিনিদাদে ৬ ঘণ্টা অপেক্ষা করতে হয়ে প্রোটিয়াদের। তাঁদের সঙ্গে আটকে থাকতে হয় ম্যাচ রেফারি ও আম্পায়ারদেরও। প্রথম সেমির আগে এমন সমস্যা ৪ ঘণ্টা এমন সমস্যায় পড়তে হয়েছিল আফগানদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত