Ajker Patrika

বাংলাদেশ নাকি ওয়েস্ট ইন্ডিজ, রেকর্ডটি কাল করবে কারা

ক্রীড়া ডেস্ক    
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি হবে আগামীকাল। ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি হবে আগামীকাল। ছবি: ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ

সেন্ট ভিনসেন্টে গতকাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ রানের রুদ্ধশ্বাস জয় পেয়েছে বাংলাদেশ। লিটন দাসের নেতৃত্বাধীন এখন বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় শুরু হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি।

বাংলাদেশের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ওয়েস্ট ইন্ডিজের জন্য সমতায় ফেরার ম্যাচ। সিরিজের হিসেব না হয় বাদই থাকল। আগামীকাল যে দল ম্যাচটি হারবে, একটি বিব্রতকর রেকর্ডে তাদের নাম উঠবে। টি-টোয়েন্টিতে ১০৭ ম্যাচ হেরে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ দুই দলই যৌথভাবে শীর্ষে। সেন্ট ভিনসেন্টে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পরাজিত দল ১০৮ ম্যাচ হেরে বিব্রতকর রেকর্ডে এককভাবে সবার ওপরে উঠবে।

ম্যাচ হারের রেকর্ডে কে এগিয়ে যাবে, সেটা আগামীকাল জানা যাবে। তবে পরিসংখ্যানের দিক থেকে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টিতে ১০৭ হারের বিপরীতে এখন পর্যন্ত ৯৩ ম্যাচ জিতেছে উইন্ডিজ। ২১৪ টি-টোয়েন্টিতে ৯৩ ম্যাচ জেতায় ক্যারিবীয়দের সাফল্যের হার ৪৩.৪৬ শতাংশ। ২০১২ ও ২০১৬ সালে দুই বার টি-টোয়েন্টি বিশ্বকাপও জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ ১৮০ টি-টোয়েন্টি খেলে ৬৯ ম্যাচ জিতেছে। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এশিয়ার দলটির সাফল্যের হার ৩৮.৩৩ শতাংশ। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিও হবে সেন্ট ভিনসেন্টে। এই ম্যাচটি শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হবে।

টি-টোয়েন্টিতে ম্যাচ হারের সেঞ্চুরি করেছে চার দল। শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ে হেরেছে ১০৪ ও ১০৩ টি-টোয়েন্টি। সবশেষ আফগানিস্তানের কাছে জিম্বাবুয়ে হেরেছে ২-১ ব্যবধানে। পাঁচে থাকা পাকিস্তান এই সংস্করণে হেরেছে ৯৮ ম্যাচ।

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ হারা পাঁচ দল

ম্যাচ

বাংলাদেশ ১০৭

ওয়েস্ট ইন্ডিজ ১০৭

শ্রীলঙ্কা ১০৪

জিম্বাবুয়ে ১০৩

পাকিস্তান ৯৮

*২০২৪-এর ১৭ ডিসেম্বর পর্যন্ত

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত