টানা দুই ম্যাচে ফিফটি করে এবারের বিশ্বকাপের শুরুটা বেশ দারুণ করেছেন বিরাট কোহলি। আর এ দুই ম্যাচেই জয়ী দল ভারত। কোহলির এই দারুণ ফর্মকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন ইনজামাম-উল-হক। পাকিস্তানের সাবেক অধিনায়কের মতে, কোহলি ফর্মে থাকলেই ভারত ম্যাচ জেতে।
মেলবোর্নে ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের বিশ্বকাপ মিশন শুরু হয়। হাইভোল্টেজ ম্যাচে ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছিলেন কোহলি। এই ধারাবাহিকতায় ২৭ অক্টোবর সিডনিতে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেছিলেন ৪৪ বলে ৬২ রানের দুর্দান্ত এক ইনিংস। এখনো পর্যন্ত তাঁকে (কোহলি) আউট করতে পারেননি প্রতিপক্ষের বোলাররা।
ফর্মে থাকা কোহলিকে প্রশংসায় ভাসিয়েছেন ইনজামাম। নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, ‘কোহলি এমন এক ধরনের খেলোয়াড়, যে ফর্মে থাকলেই ম্যাচ জেতে। এগুলো ক্রিকেটে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যখন আপনি পারফর্ম করবেন এবং দল জিতবে, এটার মানে হলো সবকিছু ভালোভাবে চলছে। কোহলি খুব দুর্দান্ত ফর্মে আছে।সে দারুণ ব্যাটিং করছে এবং ম্যাচ জিতছে।’
শুধু কোহলিই নন, ফর্মে আছেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরাও। নেদারল্যান্ডসের বিপক্ষে কোহলির সঙ্গে রোহিত, সূর্যকুমারও ফিফটি করেছিলেন। ভারতের টপ অর্ডারকে তাই শক্তিশালী মনে করেন ইনজামাম। পাকিস্তানের কিংবদন্তি এই ব্যাটার বলেন, ‘সূর্যকুমার ২৫ বলে ৫০ রান করেছে। রোহিতও ফিফটি করেছে। ভারতের টপ অর্ডারকে শক্তিশালী মনে হচ্ছে।’
টানা দুই ম্যাচে ফিফটি করে এবারের বিশ্বকাপের শুরুটা বেশ দারুণ করেছেন বিরাট কোহলি। আর এ দুই ম্যাচেই জয়ী দল ভারত। কোহলির এই দারুণ ফর্মকে ইতিবাচক দিক হিসেবে দেখছেন ইনজামাম-উল-হক। পাকিস্তানের সাবেক অধিনায়কের মতে, কোহলি ফর্মে থাকলেই ভারত ম্যাচ জেতে।
মেলবোর্নে ২৩ অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের বিশ্বকাপ মিশন শুরু হয়। হাইভোল্টেজ ম্যাচে ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছিলেন কোহলি। এই ধারাবাহিকতায় ২৭ অক্টোবর সিডনিতে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলেছিলেন ৪৪ বলে ৬২ রানের দুর্দান্ত এক ইনিংস। এখনো পর্যন্ত তাঁকে (কোহলি) আউট করতে পারেননি প্রতিপক্ষের বোলাররা।
ফর্মে থাকা কোহলিকে প্রশংসায় ভাসিয়েছেন ইনজামাম। নিজের ইউটিউব চ্যানেলে পাকিস্তানের সাবেক অধিনায়ক বলেন, ‘কোহলি এমন এক ধরনের খেলোয়াড়, যে ফর্মে থাকলেই ম্যাচ জেতে। এগুলো ক্রিকেটে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। যখন আপনি পারফর্ম করবেন এবং দল জিতবে, এটার মানে হলো সবকিছু ভালোভাবে চলছে। কোহলি খুব দুর্দান্ত ফর্মে আছে।সে দারুণ ব্যাটিং করছে এবং ম্যাচ জিতছে।’
শুধু কোহলিই নন, ফর্মে আছেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরাও। নেদারল্যান্ডসের বিপক্ষে কোহলির সঙ্গে রোহিত, সূর্যকুমারও ফিফটি করেছিলেন। ভারতের টপ অর্ডারকে তাই শক্তিশালী মনে করেন ইনজামাম। পাকিস্তানের কিংবদন্তি এই ব্যাটার বলেন, ‘সূর্যকুমার ২৫ বলে ৫০ রান করেছে। রোহিতও ফিফটি করেছে। ভারতের টপ অর্ডারকে শক্তিশালী মনে হচ্ছে।’
নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
৪ ঘণ্টা আগেযে দুটি ফ্র্যাঞ্চাইজি সবশেষ বাংলাদেশ প্রিমিয়ার লিগকে (বিপিএল) বিতর্কিত করেছে, তার একটি চিটাগং কিংস। কিছুদিন আগে চিটাগংকে পাওনা ৪৬ কোটি টাকা চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিটির স্বত্বাধিকারী সামির কাদের চৌধুরী মনে করেন, বিপিএলকে তাঁরা বিতর্কিত করেননি, করেছে খোদ বিসিবি!
৫ ঘণ্টা আগেফিফার সবশেষ প্রকাশিত র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। ২৪ ধাপ উন্নতি করে উঠে এসেছে ১০৪ নম্বরে। আর কোনো দলই এতটা বড় লাফ দিতে পারেনি। উন্নতির এই ধারা বজায় রাখতে চান কোচ পিটার বাটলার। বাংলাদেশকে সেরা ১০০ দলের ভেতর রাখতে কাজ চালিয়ে যাবেন তিনি।
৬ ঘণ্টা আগে