Ajker Patrika

ভারতকে ‘হোয়াইটওয়াশ’ করতে চান লিটন

ভারতকে ‘হোয়াইটওয়াশ’ করতে চান লিটন

ভারতের বিপক্ষে টানা দুটি শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তাতে ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো ভারতের বিপক্ষে সিরিজ জয়ের গৌরব অর্জন করে বাংলাদেশ। তবে লিটন দাসের লক্ষ্য এখন আরও বড়। ভারতকে ‘হোয়াইটওয়াশ’ করতে চান বাংলাদেশ অধিনায়ক।

লিটন এই সিরিজে অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছেন মূলত তামিম ইকবালের অনুপস্থিতিতে। চোটে পড়ে তামিম এই ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে গেছেন। যার ফলে ভারপ্রাপ্ত অধিনায়কত্বের দায়িত্বভার ওঠে লিটনের কাঁধে। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে লিটন জানিয়েছেন, অধিনায়ক হিসেবে ওয়ানডে সিরিজ জিতে তাঁর স্বপ্নপূরণ হয়েছে। এখন তার লক্ষ্য চট্টগ্রামে ১০ ডিসেম্বর তৃতীয় ওয়ানডেতে। বাংলাদেশের অধিনায়ক বলেন,‘খুবই ভালো লাগছে। অধিনায়ক হিসেবে সিরিজ জয়ের স্বপ্ন অবশেষে সত্যি হয়েছে। আমরা এখন চট্টগ্রামে ম্যাচ জিততে যাচ্ছি।’

মিরপুরে আজ দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ। ১৯ ওভারে ৬৯ রান তুলতেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৭ম উইকেট জুটিতে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ১৬৫ বলে ১৪৮ রানের জুটি গড়েন মিরাজ। যার সুবাদে বাংলাদেশ ৫০ ওভারে করে ৭ উইকেটে ২৭১ রান। মিরাজ-রিয়াদের ব্যাটিংয়ের প্রশংসা করেন লিটন। বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমার মনে হয়েছিল, ২৪০ অনেক স্কোর হবে। আমরা ছয় উইকেট হারিয়েছি কিন্তু মিরাজ এবং রিয়াদ যেভাবে ব্যাটিং করেছে, সত্যিই অসাধারণ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত