ভারতের বিপক্ষে টানা দুটি শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তাতে ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো ভারতের বিপক্ষে সিরিজ জয়ের গৌরব অর্জন করে বাংলাদেশ। তবে লিটন দাসের লক্ষ্য এখন আরও বড়। ভারতকে ‘হোয়াইটওয়াশ’ করতে চান বাংলাদেশ অধিনায়ক।
লিটন এই সিরিজে অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছেন মূলত তামিম ইকবালের অনুপস্থিতিতে। চোটে পড়ে তামিম এই ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে গেছেন। যার ফলে ভারপ্রাপ্ত অধিনায়কত্বের দায়িত্বভার ওঠে লিটনের কাঁধে। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে লিটন জানিয়েছেন, অধিনায়ক হিসেবে ওয়ানডে সিরিজ জিতে তাঁর স্বপ্নপূরণ হয়েছে। এখন তার লক্ষ্য চট্টগ্রামে ১০ ডিসেম্বর তৃতীয় ওয়ানডেতে। বাংলাদেশের অধিনায়ক বলেন,‘খুবই ভালো লাগছে। অধিনায়ক হিসেবে সিরিজ জয়ের স্বপ্ন অবশেষে সত্যি হয়েছে। আমরা এখন চট্টগ্রামে ম্যাচ জিততে যাচ্ছি।’
মিরপুরে আজ দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ। ১৯ ওভারে ৬৯ রান তুলতেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৭ম উইকেট জুটিতে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ১৬৫ বলে ১৪৮ রানের জুটি গড়েন মিরাজ। যার সুবাদে বাংলাদেশ ৫০ ওভারে করে ৭ উইকেটে ২৭১ রান। মিরাজ-রিয়াদের ব্যাটিংয়ের প্রশংসা করেন লিটন। বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমার মনে হয়েছিল, ২৪০ অনেক স্কোর হবে। আমরা ছয় উইকেট হারিয়েছি কিন্তু মিরাজ এবং রিয়াদ যেভাবে ব্যাটিং করেছে, সত্যিই অসাধারণ।’
ভারতের বিপক্ষে টানা দুটি শ্বাসরুদ্ধকর ম্যাচ জিতে এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। তাতে ওয়ানডেতে দ্বিতীয়বারের মতো ভারতের বিপক্ষে সিরিজ জয়ের গৌরব অর্জন করে বাংলাদেশ। তবে লিটন দাসের লক্ষ্য এখন আরও বড়। ভারতকে ‘হোয়াইটওয়াশ’ করতে চান বাংলাদেশ অধিনায়ক।
লিটন এই সিরিজে অধিনায়কত্ব করার সুযোগ পেয়েছেন মূলত তামিম ইকবালের অনুপস্থিতিতে। চোটে পড়ে তামিম এই ওয়ানডে সিরিজ থেকেই ছিটকে গেছেন। যার ফলে ভারপ্রাপ্ত অধিনায়কত্বের দায়িত্বভার ওঠে লিটনের কাঁধে। ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে লিটন জানিয়েছেন, অধিনায়ক হিসেবে ওয়ানডে সিরিজ জিতে তাঁর স্বপ্নপূরণ হয়েছে। এখন তার লক্ষ্য চট্টগ্রামে ১০ ডিসেম্বর তৃতীয় ওয়ানডেতে। বাংলাদেশের অধিনায়ক বলেন,‘খুবই ভালো লাগছে। অধিনায়ক হিসেবে সিরিজ জয়ের স্বপ্ন অবশেষে সত্যি হয়েছে। আমরা এখন চট্টগ্রামে ম্যাচ জিততে যাচ্ছি।’
মিরপুরে আজ দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশ। ১৯ ওভারে ৬৯ রান তুলতেই ৬ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ৭ম উইকেট জুটিতে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে ১৬৫ বলে ১৪৮ রানের জুটি গড়েন মিরাজ। যার সুবাদে বাংলাদেশ ৫০ ওভারে করে ৭ উইকেটে ২৭১ রান। মিরাজ-রিয়াদের ব্যাটিংয়ের প্রশংসা করেন লিটন। বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘আমার মনে হয়েছিল, ২৪০ অনেক স্কোর হবে। আমরা ছয় উইকেট হারিয়েছি কিন্তু মিরাজ এবং রিয়াদ যেভাবে ব্যাটিং করেছে, সত্যিই অসাধারণ।’
আর্চারি ফেডারেশনের অ্যাডহক কমিটি নিয়ে বিতর্ক যেন কাটছেই না। এবার এই কমিটিকে স্বীকৃতি দিতে নারাজ বিশ্ব আর্চারি সংস্থা। গত ২৮ এপ্রিল অ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক তানভীর আহমেদকে পাঠানো চিঠিতে এমনটা জানায় তারা।
৮ মিনিট আগেসকালের সূর্যোদয় দেখলেই বোঝা যায় দিনটা কেমন যাবে। স্প্যানিশ বিস্ময় বালক লামিন ইয়ামাল মাত্র ১৭ বছর বয়সেই স্পেনের হয়ে ইউরো জিতেছেন। লা লিগার এবারের মৌসুমেই নিয়মিত আলো ছড়াচ্ছেন প্রতি ম্যাচেই। তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে কিংবদন্তিদেরও। লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার মুখেই প্রশংসা
১৩ মিনিট আগেচট্টগ্রাম টেস্টের তৃতীয় সেশনেই ৮ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে। বাংলাদেশের সম্মিলিত স্পিন আক্রমণে দিশেহারা হয়ে উঠে তাদের ব্যাটিং অর্ডার। ম্যাচশেষে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, খেলা আজই শেষ করতে চেয়েছেন তাঁরা। চতুর্থ দিন না গড়াতে কঠিন বল করে গেছেন বোলাররা।
২২ মিনিট আগে১৯৮৪ সালের ২০ জানুয়ারি। ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় দিনের ম্যাচে সকালের সেশনে ইয়ান স্মিথকে আউট করে ৫ উইকেট তুলে নেন ইয়ান বোথাম। ইংল্যান্ড ১১৫ রানে ৫ উইকেট হারালে ৬ নম্বরে ব্যাট করতে নামেন বোথাম। ডেরেক র্যান্ডালের সঙ্গে জুটি গড়ে টেস্টের দ্বিতীয় দিনেই ১০৩ রানে অপরাজিত থাকেন।
৩৮ মিনিট আগে